জুলাই ২০, ২০১৮
বিজেপির পতনের সূচনা হয়েছে বেঙ্গালুরুতে, শেষ হবে দিল্লিতে: অভিষেক বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির পতনের শুরু হয়েছে বেঙ্গালুরুতে, ২০১৯-এ পতন হবে দিল্লিতে।
২১শে জুলাইয়ের আগে জেলা থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসতে শুরু করেছেন। তাদের থাকার ব্যবস্থাপনা এবং সমাবেশের প্রস্তুতির অগ্রগতি দেখতে মিলন মেলা, গীতাঞ্জলি স্টেডিয়াম ও উত্তীর্ণতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে গত সাত বছরের উন্নয়নের নিরিখে ভোট দেবেন, যা সারা দেশের কাছে নজির হবে।
অভিষেক আরও বলেন যে এ বছর যেহেতু ২১শে জুলাইয়ের ২৫ বছর পূর্ণ হচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য মানুষের মধ্যে এক অন্য মাত্রার উন্মাদনা তৈরী হয়েছে।