জুলাই ৩০, ২০১৮
বাংলায় মাছের ঘাটতি অনেক কমেছে

বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে মাছের ঘাটতি অনেক কমেছে। ‘জল ধরো জল ভরো’ প্রকল্প চালু হয়েছে। ৭০০-র বেশি জলাশয়ে মাছ চাষ হয়েছে। ছোট চুনো মাছের চাষও শুরু হয়েছে।
মাছের উৎপাদন বাড়াতে ২ কোটি ৫০ লক্ষ মাছের চারা বিতরণ করা হয়েছে মৎস্যজীবীদের। এছাড়া মাছের জন্য দেওয়া হয়েছে পুষ্টিকর ও সুষম খাবার। বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান মৎস্যমন্ত্রী।
২০১৭-১৮ অর্থবর্ষে রাজ্যে মাছের চাহিদা ছিল ১৭.৮৪ লক্ষ টন, উৎপাদন হয়েছে ১৭.৪২ লক্ষ টন। অতএব ঘাটতি ০.৪২ লক্ষ মেট্রিক টন। তবে উৎপাদন আগের চেয়ে অনেক বেড়েছে। ‘ময়না মডেল’ চালু হয়েছে।
২ হাজার ১৯১ জন তপশিলি জাতি ও উপজাতি মৎস্যচাষীদের মাছের খাবার, মাছের চারা এবং মাছ চাষের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। ‘জল ধরো জল ভর’ প্রকল্পের অধীনে ৭৬ হাজার ২৮৭টি পুকুর মৎস্যচাষের আওতায় আনা হয়েছে।
সৌজন্যে: আজকাল