জুলাই ৩০, ২০১৮
উদ্বোধন হল সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ 'আহরণ' এর

গত ২৫শে জুলাই দুর্গাপুরে জেমুয়া রোড লাগোয়া এলাকায় রাজ্যের প্রথম স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট কলেজ ‘আহরণ’–এর সূচনা করলেন পর্যটনমন্ত্রী। এই প্রতিষ্ঠানের নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। পর্যটন দপ্তরের অধীন এই কলেজে তিন বছরের হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষেই।
এই প্রতিষ্ঠানে ৫২ সপ্তাহের শর্ট টার্ম কোর্স শুরু করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলেজের ৬০টি আসনের মধ্যে ৫৩টিতেই পড়ুয়ারা ভর্তি হয়ে গেছেন। আগামী এক বছরের মধ্যে পড়ুয়াদের জন্য ২০০ ঘর বিশিষ্ট হস্টেল নির্মাণ শেষ হবে। কোর্স চলাকালীন অন্যান্য পরিষেবাও পাবেন ছাত্রছাত্রীরা। এডিডিএ–র দেওয়া ৫ একর জমিতে ৭৫ হাজার বর্গফুটের কলেজ গড়তে খরচ হয়েছে সাড়ে ১২ কোটি টাকা।
এদিন কলেজের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী বলেন, ‘বিশ্ববাংলাকে জগৎসভায় তুলে ধরতে হলে প্রয়োজন শিক্ষিত মানবসম্পদের। দক্ষ শ্রমিক আর কারিগর তৈরীর পাশাপাশি পরিষেবামুলক কোর্সেও পড়ুয়াদের প্রশিক্ষিত করে তুলতে হবে।’