সাম্প্রতিক খবর

জুলাই ৫, ২০১৮

আলফান্সো আমের হাব এবার পশ্চিমাঞ্চলে

আলফান্সো আমের হাব এবার পশ্চিমাঞ্চলে

বাংলার পশ্চিমাঞ্চলের লালমাটি ধীরে ধীরে সুস্বাদু আলফান্সো আমের হাব হয়ে উঠছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর এবিষয়ে উদ্যোগী হয়েছে।

এতদিন শুধুমাত্র মহারাষ্ট্রের রত্নগিরিতে এই আম ফলত। এবার বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামও আলফান্সো আমের গুরুত্বপূর্ণ হাবে পরিণত হচ্ছে। আলফান্সো আমের রপ্তানির বিশাল সম্ভাবনা আছে। সেই জন্যই এই উদ্যোগ রাজ্যের।

গত বছর বাঁকুড়া জেলার খাতড়া মহকুমাতে তিন হাজার আলফান্সো আমের চারা পোঁতা হয়েছিল। বাণিজ্যিকভাবে প্রথম ফলন হয় এই বছর। পাঁচ হাজার আলফান্সো আমের চারা পোঁতা হয় পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায়।

বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ে বাঁকুড়ার আম পরীক্ষা করে দেখা যায় এই আম গুনমানে প্রায় মহারাষ্ট্রের আলফান্সো আমের সমান।