সাম্প্রতিক খবর

জুলাই ৩১, ২০১৮

১০০০ একর জমিতে জৈব চাষের উদ্যোগ নিল রাজ্য সরকার

১০০০ একর জমিতে জৈব চাষের উদ্যোগ নিল রাজ্য সরকার

২০১৮-১৯ সালের মধ্যে মোট ১০০০ একর জমিকে জৈব চাষের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে কৃষি দপ্তর। কৃষিমন্ত্রী বিধানসভায় একথা জানান। এর জন্য ৫০টি ক্লাস্টার তৈরী করা হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ১২০টি ক্লাস্টারে জৈব চাষ করা হয়। প্রতিটি ক্লাস্টারের আয়তন ৫০ একর। এই ক্লাস্টারগুলি ১৩টি জেলায় আছে -আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদীয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান।

জৈব চাষের সহায়তার জন্য ৬০০০ ভার্মিকম্পোস্ট পিট তৈরী করা হয়েছে। জৈব কৃষির জন্য যন্ত্রপাতিও দেওয়া হয়েছে কৃষকদের।

মাটিতে কার্বনের উপস্থিতি পরীক্ষা করার জন্য ৭৫৬০টি মাটির নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মাধ্যমে সহজেই জৈব চাষের ফলন বাড়ানো যাবে। আদিবাসী অঞ্চলেও জৈব চাষ শুরু করা হয়েছে।

গত সাত বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের উদ্যোগে জৈব চাষ খুব সাফল্য পেয়েছে, এবং কৃষি ক্ষেত্রে নানারকম নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।