সাম্প্রতিক খবর

জুলাই ৩, ২০১৮

পুজোর আগেই গঙ্গায় ভাসবে হাউসবোট

পুজোর আগেই গঙ্গায় ভাসবে হাউসবোট

পুজোর আগেই গঙ্গায় ভাসবে হাউসবোট। পর্যটনমন্ত্রী সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।হাউসবোটগুলির নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। একটির নাম গঙ্গোত্রী, অপরটির নাম জলশ্রী। সেই সঙ্গে আরও ৪টি হাউসবোট আসছে। মুকুটমণিপুরের বনপুকুরিয়ার হাউসবোটটির নাম মুখ্যমন্ত্রী দিয়েছেন মুকুটিয়া।

কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে পর্যটন দপ্তর রাজ্যের বিভিন্ন দ্রষ্টব্য স্থানকে আরও সুন্দর করে তুলছে। স্থানীয় খাবার থেকে শুরু করে গ্রামীণ শিল্পীদের নানা হাটের কাজের জিনিসও বিভিন্ন জায়গায় থাকছে। পর্যটক আবাসগুলির প্রায় ১ হাজার ঘরকে সংস্কার করা হবে। এগুলি তিন তারা হোটেলের ঘরের মতো সাজানো হবে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বিভিন্ন সড়কে পথসাথী নামে ৭২টি মোটেল তৈরী করেছে পর্যটন দপ্তর। যারা সড়কপথে ভ্রমণে যান, তারা এখানে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবেন। খাবারের জায়গা এবং শৌচাগারও থাকছে। এখানে স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র-কুটিরশিল্প দপ্তরের হাতে তৈরী নানান জিনিস পাওয়া যাবে। এর ফলে কর্মসংস্থানের একটি বিশেষ সুযোগ ঘটবে। এ ছাড়া ছৌ নাচ ও গ্রামীণ শিল্পকলাকেও তুলে ধরছে পর্যটন দপ্তর।

সৌজন্যেঃ- আজকাল