জুলাই ১৫, ২০১৮
নুঙ্গিতে ৩০০ কোটি টাকার পোশাক হাব গড়বে রাজ্য

বজবজের কাছে নুঙ্গিতে একটি পোশাক হাব গড়ে তুলছে রাজ্য সরকার। পূর্ত দপ্তর এই হাব নির্মাণ করবে বলে উত্তীর্ণতে কলকাতা গারমেন্ট এক্সপোতে জানিয়েছেন রাজ্যের শিল্প-বাণিজ্য ও অর্থমন্ত্রী অমিত মিত্র। মূলত মেটিয়াবুরুজের যে কয়েক হাজার পোশাক তৈরীর ছোট ও মাঝারি কারখানা রয়েছে, তাদের একটা অংশকে এই হাবে তুলে আনার উদ্দেশেই সরকারের এই উদ্যোগ। এ জন্য সরকার প্রায় ৩০০ কোটি টাকা লগ্নি করবে।
শিল্পমন্ত্রী বলেন, ‘বজবজের কাছে নুঙ্গিতে প্রস্তাবিত পোশাক হাব গড়ে তোলার জন্য ইতিমধ্যেই জমি চিহ্নিত হয়েছে। সরকারই জমি দিচ্ছে। প্রকল্পের নকশা অনুমোদনও হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি নির্মাণ কাজ শুরু হবে। এখানে প্রায় ১৫,০০০ মানুষের কর্মসংস্থান হবে।’
মেটিয়াবুরুজে ছোট-মাঝারি মিলিয়ে প্রায় পাঁচ হাজারের মতো রেডিমেড পোশাক তৈরীর কারখানা রয়েছে। তাদের সম্মিলিত বাৎসরিক টার্নওভার প্রায় পনেরো থেকে কুড়ি হাজার কোটি টাকা। দেশের বাজারে বিক্রির পাশাপাশি নির্মিত পোশাকের একটা বড় অংশ বিদেশেও রপ্তানি হয়। আর এই কারখানাগুলিতে কাজ করেন প্রায় পাঁচ লক্ষ ওস্তাগর।
মন্ত্রীর কথায়, ‘আমরা নুঙ্গিতে যে পোশাক হাব গড়ে তুলছি, তা হবে অত্যাধুনিক। সমস্ত অত্যাধুনিক পরিকাঠামো সহ নয় লক্ষ বর্গ ফুটের ওই হাবে কমন ফেসিলিটি সেন্টারও থাকবে। হাবটি নির্মাণে সরকার প্রায় ৩০০ কোটি টাকা লগ্নি করবে। আনুমানিক সাড়ে ৫০০-র মতো ইউনিট ওই হাবে জায়গা পাবে।’