জুলাই ২, ২০১৮
স্বল্প খরচের ইংরাজি মাধ্যমের ১০০টি স্কুল খুলবে রাজ্য সরকার

কম খরচে ইংরাজি মাধ্যমের ১০০টি স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী সঙ্গে এও ঘোষণা করেন এই স্কুলগুলির জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার।
কারণ হিসেবে তিনি বলেন, অনেক বাবা মা’ই বেসরকারি ইংরাজি মাধ্যমের স্কুলে নিজেদের সন্তানদের পড়ানোর খরচ জুটিয়ে উঠতে পারেন না। এই নতুন স্কুলগুলি প্রাথমিক বা উচ্চ-প্রাথমিক স্তর থেকে শুরু হবে। শিক্ষা দপ্তর শিক্ষা সমিতি ও প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে।
প্রসঙ্গত, সরকার ইতিমধ্যেই ১৫২টি পদের অনুমোদন করেছে ইংরাজি মাধ্যমে স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পড়ানোর জন্য।
রাজ্য সরকার ইতিমধ্যেই ১২টিরও বেশী বিভাগ খুলেছে ইংরাজি মাধ্যমের স্কুলে উচ্চা মাধ্যমিক স্তরে। ইতিমধ্যে ৩৯টি সরকারি স্কুলে ইংরাজি মাধ্যমে পড়ানোর জন্যে দুটি পদ অনুমোদন করেছে, ও এই নিয়োগ প্রক্রিয়া চলছে।