জুলাই ১৫, ২০১৮
৫০ লক্ষ টাকা পর্যন্ত জিএসটি ছাড়ের প্রস্তাব রাজ্যের

যে সব ব্যাবসার বার্ষিক টার্নওভার ৫০ লক্ষ টাকা বা তার কম, তাদের জিএসটি থেকে অব্যহতি দেওয়ার জন্য জিএসটি কাউন্সিলকে প্রস্তাব দেবে রাজ্য সরকার। বস্ত্র প্রস্তুতকারী সংস্থা ও ব্যাবসায়ীদের আয়োজিত সাম্প্রতিক এক সম্মেলনে রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র একথা বলেন।
এই মুহূর্তে ২০ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভারের ব্যবসাগুলিকে জিএসটি থেকে ছাড় দেওয়া হয়।
মন্ত্রী বলেন, কোনও ঊর্ধ্বসীমা বাড়ানো বা কমানোর আগে জিএসটি স্থিতিশীল হওয়া দরকার। জিএসটি এখনও স্থিতিশীল হয়নি কারন এখনও পর্যন্ত ইনভয়েস ও ভাউচার হাতে লেখা হয়। তার মতে এর কারণ হল তাড়াহুড়ো করে জিএসটি লাগু করা।
অমিত মিত্র বলেন, জিএসটিআর ১ ফর্মটি ইতিমধ্যেই অনলাইন। কিন্তু জিএসটি নেটওয়ার্কে জিএসটিআর ২ ফর্মটি অনলাইনে আপলোড করা যায় না। এর ফলে ভুক্তভোগী সাধারণ ব্যবসায়ীরা।
এই ইস্যুর সমাধান হলে এবং জিএসটি স্থিতিশীল হলে, কর ছাড়ের ঊর্ধ্বসীমা ধীরে ধীরে বাড়ানো সম্ভব হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।