সাম্প্রতিক খবর

জুলাই ১৮, ২০১৮

জৈব সার ও প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার

জৈব সার ও প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার

জৈব সার ও অর্গানিক ম্যানিওর ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্যের সরকার। রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করলে মানুষের স্বাস্থ্যের কোনও ক্ষতি হবে না, তাই এই উদ্যোগ রাজ্যের।

রাজ্যের জৈবপ্রযুক্তি দপ্তর এ বিষয়ে ইতিমধ্যেই অনেক পদক্ষেপ নিয়েছে। বিজ্ঞানী ও গবেষকরা জৈব সার নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করছেন। এছাড়া, ফলন বাড়াতে টিস্যু কালচার নিয়েও জেলা স্তরে গবেষণা করছেন বিজ্ঞানীরা। বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার মতো অনুর্বর জমিতেও খাদ্যশস্য ও আনাজের উৎপাদন বাড়াতে গবেষণা করছে দপ্তর।

জৈব সার ব্যবহার করে ফলন কি করে বাড়ানো যায়, তার প্রশিক্ষণ দিতে প্রতিটি জেলায় কারিগরি সহায়তা কেন্দ্র খোলার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।

পাশাপাশি, গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যও গবেষণা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এর জন্য যাঁদের গবাদি পশু আছে, তাদের সহায়তা প্রদান করবে রাজ্য সরকার।