জুলাই ৪, ২০১৮
ক্যান্সার নির্ণয়ে জরুরি পেট সিটি স্ক্যানও এবার বিনামূল্যে হবে এনআরএস-এ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্যান্সার নির্ণয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পেট সিটি স্ক্যান পরীক্ষা এবার থেকে হবে বিনামূল্যে। রাজ্য সরকার এ বাবদ আনুমানিক ১২ কোটি টাকা বছরে বরাদ্দ করতে চলেছে। বর্তমানে পিপিপি মডেলে এই পরীক্ষা চলে। গোটা রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের মধ্যে একমাত্র এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষাটি হয়। পরীক্ষার জন্য সরকারি রেট ১৫ হাজার টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোটা রাজ্যের যে কোনও সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের কোনও রোগীর পেট সিটি স্ক্যানের দরকার পড়লে তাঁকে রেফার করা হবে এনআরএস-এ। এবং সেক্ষেত্রে তাঁর কোনও খরচই পড়বে না। রোগীকে অ্যাম্বুলেন্সে নিয়ে এসে পেট সিটি করা হবে। পরীক্ষা শেষে ফের ফিরে তিনি যাবেন নিজের হাসপাতালে। দু-তিনদিন বাদে পেট সিটির রিপোর্ট এসে নিয়ে যাবেন রোগীর বাড়ির লোকজন।
ক্যান্সার কোষের কার্যকলাপ বুঝতে এই পরীক্ষা অত্যন্ত জরুরী। অপারেশন, কেমোথেরাপি ইত্যাদি চিকিৎসার পরও রোগীর দেহে কতটা ক্যান্সার ছড়িয়েছে বা আদৌ ছড়িয়েছে কি না, ইত্যাদি তথ্য জানতে এই পরীক্ষার জুড়ি নেই। শরীরের কোথাও এই কোষ লুকিয়ে আছে কি না, তাও খুঁজে বার করা হয় এ পরীক্ষায়। রোগীর ক্যান্সার কোন পর্যায়ে আছে বা ‘স্টেজিং’ নির্ধারণ করতেও এটির ব্যবহার আছে।
গোটা রাজ্যেই সরকারিক্ষেত্রে শুধুমাত্র এনআরএস-এ হয় এই পরীক্ষা। বেসরকারিক্ষেত্রে হয় হাতেগোনা কয়েকটি কেন্দ্রে। এইসব জায়গায় পেট সিটি স্ক্যানের খরচ পড়ে গড়পড়তা ২০ থেকে ৩০ হাজার টাকা। সরকারি নির্দেশনামা প্রকশিত হওয়াই যা বাকি। প্রচুর গরিব মানুষের উপকার হবে। সরকার অর্ডার বার করলেই নতুন নিয়মে পেট সিটি চালু হবে।