জুলাই ১৯, ২০১৮
ধান রোপণের জন্য কৃষকদের যন্ত্র দেবে রাজ্য

ধান রোপণের জন্য এবার কৃষকদের দেওয়া হবে যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে ধান রোপণ করতে পারবেন কৃষকেরা। বহরমপুরে একথা জানিয়েছেন কৃষিমন্ত্রী।
ইতিমধ্যে কোচবিহার, মালদা ও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ব্লকে ঐ যন্ত্র দিয়ে পরীক্ষামূলক ভাবে ধান রোপণের কাজ চলছে। ১৫ মিনিটে ১বিঘা জমিতে ধান রোপণ করবে এই যন্ত্র। এই যন্ত্রের নাম ‘প্যাডি ট্র্যান্সপ্ল্যান্টেশন’।
কৃষিমন্ত্রী বলেন, আমাদের মুখ্যমন্ত্রীর জন্যই এইসব যন্ত্রাদি আসছে। মুখ্যমন্ত্রী বরাবর কৃষকদের পাশে আছেন। তাদের সব ধরণের সরকারই সাহায্য করেন। কৃষির মান উন্নয়ন হয়েছে। দেশের মধ্যে কৃষিতে প্রথম বাংলা। একই সঙ্গে দেশে কৃষকদের আয়ও বেড়েছে। আমরা চাষিদের কম্পোজিট স্কীমে যন্ত্রাদি দিচ্ছি। আমরা চাই, বাংলার কৃষকরা আরও বেশী করে উৎপাদন করুন। সুগন্ধি চালের উৎপাদনের এলাকা বাড়ানো হচ্ছে।