জুলাই ২৭, ২০১৮
হেনরি আইল্যান্ডে নতুন প্রজাতির মাছ চাষ

দক্ষিণ ২৪ পরগণার বকখালির কাছে হেনরি আইল্যান্ডে ৩টি নতুন প্রজাতির মাছের চাষ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মৎস্য দপ্তর। এই তিনটি মাছ হল – ইন্ডিয়ান পম্প্যানো, গ্রুপার্স ও ভারতীয় চিংড়ি Penaeus indicus)।
রাজ্য মৎস্য উন্নয়ন নিগম এই তিন ধরণের মাছের প্রজাতির ৫.১ লক্ষ চারা দেবে মৎস্য চাষিদের। আনুমানিক ৫ হাজার ইন্ডিয়ান পম্প্যানো, ৫ হাজার গ্রুপার্স মাছের চারা এবং ৫ লক্ষ ভারতীয় চিংড়ির চারা ছাড়া হবে।
নিগমের এক অধিকর্তার কথায়, এই মাছের উৎপাদন শুরু হলে, মাছগুলি নলবন ফুড পার্ক থেকে এবং নিগমের মাছ বিক্রীর অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষরা কিনতে পারবেন।