জুলাই ২৩, ২০১৮
৯ই আগস্ট ‘আদিবাসী দিবস’ পালন করবে রাজ্য

আগামী ৯ই আগস্ট ‘আদিবাসী দিবস’ পালনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাষ্ট্রসঙ্ঘের খাতায় ৯ই আগস্ট দিনটি ‘ইন্টারন্যাশানাল ডে অব ওয়ার্ল্ড ইন্ডিজেনাস পিপল’ হিসেবে স্বীকৃত। এই বছরই সেই দিনটিকে ‘আদিবাসী দিবস’ হিসেবে পালন করবে রাজ্য। উত্তরকন্যায় বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকে ঐ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় গত সাত বছর ধরে রাজ্যের পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে অগণিত পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছেন। আলাদা দপ্তর গঠন থেকে শুরু করে অনগ্রসর শ্রেণীর মানুষের কল্যাণের জন্য বিভিন্ন পর্ষদ গঠন – সাত বছরে উন্নয়নের নানা রূপ দেখেছে বাংলা। শিক্ষাশ্রী থেকে সংরক্ষণ, শিক্ষা ঋণ থেকে কেরিয়ার পরামর্শ কেন্দ্র গঠন – আদিবাসী তথা অনগ্রসর শ্রেণীর সার্বিক উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলেছেন।