জুলাই ১২, ২০১৮
সমগ্র শিক্ষা অভিযান দ্বাদশ পর্যন্ত, সিদ্ধান্ত নিল রাজ্য

‘সর্বশিক্ষা অভিযান’ এবং ‘রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান’ বিলুপ্ত হচ্ছে। দুটি প্রকল্প মিশে তৈরী হচ্ছে ‘সমগ্র শিক্ষা অভিযান’। প্রাক মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলশিক্ষার উন্নয়নে কাজ করবে এই সরকারি সংস্থা। মুখ্যসচিবের উপস্থিতিতে নবান্নে একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
‘সমগ্র শিক্ষা অভিযান’-এ আইএএস ও রাজ্য সিভিল সার্ভিসের অফিসাররা যেমন থাকবেন তেমনি শীর্ষপদে একজন মনোনীত আধিকারিকও থাকবে। স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষায় অভিজ্ঞ কাউকে এই পদে বসানো হবে।
আগে সর্ব শিক্ষা অভিযানের অধীনে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কাজ হত। নয়া প্রকল্পে একাদশ ও দ্বাদশকেও যুক্ত করেছে সরকার। এই প্রকল্পে রাজ্য সরকার বেশ কিছু নয়া বিষয় যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।
নয়া প্রকল্পের জন্যও নতুন অ্যাকাউন্ট খুলছে স্কুলশিক্ষা দপ্তর। একজন ‘রাজ্য প্রকল্প অধিকর্তা’ নিয়োগ করা হবে। প্রত্যেক জেলায় ‘জেলা প্রকল্প আধিকারিক’ থাকবেন। বিজ্ঞানীদের স্কুল পরিদর্শনে পাঠানো হবে। ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়াতে এই সিদ্ধান্ত।
সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে স্কুলের পরিকাঠামো তৈরীর কাজও হবে। এই কাজে পূর্ত দপ্তরের সাহায্য নেওয়া হবে। চিফ ইঞ্জিনিয়ার র্যাঙ্কের অবসরপ্রাপ্ত অফিসারদের নয়া প্রকল্পে আনা হচ্ছে। নয়া স্কুল তৈরী-সহ শিক্ষাক্ষেত্রের নির্মাণ সংক্রান্ত কাজে তাদের পরামর্শ নেওয়া হবে।
সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন