সাম্প্রতিক খবর

জুলাই ৬, ২০১৮

কো-ওয়ার্কিং স্পেস মডেলে তৈরী হবে সিলিকন ভ্যালি এশিয়া

কো-ওয়ার্কিং স্পেস মডেলে তৈরী হবে সিলিকন ভ্যালি এশিয়া

নিউটাউনে প্রস্তাবিত সিলিকন ভ্যালি এশিয়া তৈরী হবে কো-ওয়ার্কিং স্পেস মডেলে। এমনটাই জানিয়েছে রাজ্যের তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স দপ্তর। সিআইআই আয়োজিত ইনোভেশন ২০১৮ সম্মেলনে একথা জানান দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব।

তার মতে, কো-ওয়ার্কিং মডেল দিনে দিনে জনপ্রিয় হচ্ছে কারণ উদ্ভাবনের জন্য একযোগে যৌথভাবে কাজ করাটা খুবই জরুরি। তাই সরকার চায় মানুষ এখানে এসে কাজ করুক এবং সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক হারে ভাড়া দিক।

রাজ্যে স্টার্ট আপ পরিকাঠামো আরও দৃঢ় করতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর ফলে রাজ্যে নতুন উদ্যোক্তার সংখ্যা বাড়বে। এই মুহূর্তে রাজ্যে ১০০০০ স্টার্ট আপ কাজ করছে।

সিলিকন ভ্যালি এশিয়া তৈরীর ভাবনাটি পুরোপুরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত।