জুলাই ১২, ২০১৮
পিতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা রাজ্যের

পিতৃত্বকালীন ছুটির মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এর ফলে বাবারা তাদের সদ্যোজাত সন্তানদের আরও কয়েকদিন বেশী যত্ন নিতে পারবেন।
এই মুহূর্তে রাজ্যে পিতৃত্বকালীন ছুটির মেয়াদ ৩০ দিন। পঞ্চায়েত, পুরসভা, পর্ষদ, সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থা, বেসরকারি সংস্থা, সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুল ও কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয় ও সংস্থায় কর্মরত পুরুষরা এই ছুটির সুযোগ পেতে পারেন।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে এই ছুটি চালু করে। শিশুর জন্ম থেকে ১৮ বছর বয়স পর্যন্ত যে কোনও সময় তার বাবা এই ছুটি পেতে পারেন।