জুলাই ৩১, ২০১৮
গ্রীন সিটি প্রকল্পে ১৩৭২ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্য সরকার

গ্রীন সিটি প্রকল্পে রাজ্য সরকার ১৩৭২ কোটি টাকা বিনিয়োগ করেছে। গত ২৫শে জুলাই বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এমনটাই জানালেন নগরোন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী।
তিনি বলেন, ২০১৬-১৭ সালে ৩৩৪টি প্রকল্পে ৪৪৯ কোটি টাকা ব্যয় হয়েছিল। ২০১৭-১৮ সালে ১৭৯৮টি প্রকল্পে ব্যয় হয়েছিল ৭১৩ কোটি টাকা এবং চলতি আর্থিক বর্ষে এখনও পর্যন্ত ২৯৩টি প্রকল্পে ১৯৮কোটি টাকা ব্যয় করা হয়েছে।
এই গ্রীন সিটি প্রকল্পে উপকৃত হবেন সাধারণ মানুষ। কারণ, এই প্রকল্পের মাধ্যমে বৃক্ষরোপণ, জলসম্পদ সংরক্ষণ, পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা, এলইডি আলোর ব্যবহার এবং সিসিটিভি যন্ত্র বসানোর ওপর জোর দেওয়া হয়ে থাকে।