জুলাই ১৫, ২০১৮
অলচিকি এই প্রথম মুখপত্র হল

রাজ্য সরকারের মুখপত্র ‘পশ্চিমবঙ্গ’ প্রথম অলচিকি হরফে প্রকাশিত হয়েছে। ৪৭ বছর ধরে প্রকাশিত এই মুখপত্র এতদিন সাঁওতালি ভাষার মানুষদের জন্য ‘পছিম বাংলা’ নামে বাংলাতেই প্রকাশিত হত। এবার তা অলচিকি হরফে।।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অলচিকি হরফকে বিশেষ গুরুত্ব দেন। এই মুখপত্রে জঙ্গলমহলে খেলাধুলার প্রসার, মুখ্যমন্ত্রীর নানা অনুষ্ঠানের ছবির পাশাপাশি আছে রাজ্য সরকারের কর্মসূচি ও প্রকল্পের কথা। এখানকার বাসিন্দাদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই নানান ধরনের প্রকল্প করেছে। উপকৃত হয়েছেন আদিবাসীরা।
অলচিকি হরফে ‘পছিম বাংলা’ নামই লেখা থাকছে। প্রধান সম্পাদক রাজ্যের তথ্য অধিকর্তা মিত্র চ্যাটার্জি। সম্পাদক কবি ভানু মারান্ডি। এই মুখপত্র জঙ্গলমহলে সাড়া ফেলে দিয়েছে। কারণ, রাজ্য সরকার ছাত্রছাত্রী থেকে শুরু করে রাজ্যের আর্থিক উন্নয়নে যে বাস্তব রূপ দিয়েছে, তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, হাসপাতাল, পরিবহণ, জলপথ পরিবহণ, খাদ্যসাথী, কন্যাশ্রী প্রকল্প সাড়া ফেলে দিয়েছে। কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। অলচিকি হরফে ‘পছিম বাংলা’ জঙ্গলমহলের সব গ্রান্থাগার, পঞ্চায়েত অফিস, মন্ত্রী, বিধায়কদের কাছে পাঠানো হয়েছে।
সিধো–কানহু–বীরসা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে ৫০ জন ছাত্রছাত্রী সাঁওতালি ভাষা নিয়ে পড়তে পারবেন। ৩ জন অধ্যাপক–অধ্যাপিকা আছেন। সাঁওতালি ভাষা পাঠরত ছাত্রছাত্রীরা নেট ও স্লেটে ভাল ফল করেছে।