সাম্প্রতিক খবর

জুলাই ১৮, ২০১৮

আজ যাত্রা শুরু করল 'বাংলাশ্রী'

আজ যাত্রা শুরু করল 'বাংলাশ্রী'

আজ নবান্ন থেকে যাত্রা শুরু করল ‘বাংলাশ্রী’র। দূষণ নিয়ন্ত্রণের জন্য বায়ো গ্যাস চালিত ও বায়ো টয়লেটযুক্ত এই বাস নামানো হল। সব জেলা থেকে যাত্রা শুরু করে কলকাতা ছুটবে এসি ভলভো বাস, আর এই অত্যাধুনিক বাসগুলিরই নাম দেওয়া হয়েছে ‘বাংলাশ্রী’।

এছাড়াও উদ্বোধন হবে ২২টি এসি এম্বুলেন্স ও ১৩টি মেকানিক্যাল রেকার ভ্যান। প্রাথমিকভাবে ২০টি ভলভো বাস দিয়ে এই প্রকল্প শুরু হচ্ছে, পরবর্তীকালে ধাপে ধাপে বাড়ানো হবে বাসের সংখ্যা। জেলার মানুষদের সুবিধের কথা ভেবেই এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে পরিবহন দপ্তর।

পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, রায়গঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার সোহো একাধিক জায়গা থেকে ছাড়বে এই বাস। তবে অধিকাংশ রুটেই পরিষেবা দেবে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম এবং দক্ষিণবঙ্গ পরিবহন নিগম।

বিলাসবহুল হলেও বাসগুলিতে সকল শ্রেণীর মানুষই যাতে যাতায়াত করতে পারেন, সেদিকে নজর রেখেই ভাড়া ঠিক করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু বিষয়:

  • একটা নতুন ভাবনার মাধ্যমে মানুষের কাছে কি করে পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেইজন্যই এই পরিষেবার ভাবনা। সাধারণ মানুষ যাতে দূর প্রান্ত, অন্য জেলা থেকে ভালোভাবে আস্তে পারে তাই এই পরিষেবা ‘বাংলাশ্রী’ চালু করা হল.
  • গাড়ি খারাপ হয়ে গেলে সেগুলো সঙ্গে সঙ্গে উদ্ধার করা দরকার।গাড়িটা চালু কিনা সেটা মাঝে মাঝে দেখে নেওয়া দরকার।
  • গাড়ির সামনে স্টিয়ারিয়ে ও গাড়ির পিছনে সেফ ড্রাইভ সেভ লাইফের একটা স্টিকার লাগাতে হবে যা তিনটি ভাষায় লেখা থাকবে – বাংলা, ইংরেজি ও হিন্দি, বারবার চোখ পড়লে ওটা একটা কাউন্সেলিংয়ের কাজ করবে। ১৮ জুলাই থেকে ১৫ আগস্ট ছোট ছোট বাচ্চাদের দিয়ে সেই স্টিকারগুলি লাগানো হবে, নিজেদের কাউন্সেলিংয়ের জন্য।
  • এমন কথা বলবেন যা সাধারণ মনুষের কাছে পৌঁছায়, এমন কাজ করবেন যা সাধারণ মানুষের চোখে পরে. আমরা একটা grassroot class তৈরী করেছি, পসচিম্বঙ্গ সরকার একটা সংযুক্ত, ঐক্যবদ্ধ পরিবার। মা মাটি মানুষের সরকার প্রতিদিন নতুন কিছু করে, এটাই আমাদের চিন্তাশক্তি, দর্শন, ভাবনা।
  • হাই স্পিড ট্রেন হয়নি কিন্তু আমরা হাই স্পিড বাস চালু করলাম. আর পুজোর আগে কলকাতায় ও বৃত্তর কলকাতায় ৮০ টি এ বাস চালু হবে.