সাম্প্রতিক খবর

জুলাই ১৩, ২০১৮

সরকারি ব্লাড ব্যাঙ্কের রক্ত থেকে এইচআইভি, হেপাটাইটিস এড়াতে চতুর্থ প্রজন্মের কিট

সরকারি ব্লাড ব্যাঙ্কের রক্ত থেকে এইচআইভি, হেপাটাইটিস এড়াতে চতুর্থ প্রজন্মের কিট

বছর কয়েক আগেই বাম জমানায় রক্তপরীক্ষার নিম্নমানের কিট নিয়ে তোলপাড় পড়েছিল রাজ্যজুড়ে। এবার ‘সরকারি রক্ত’কে নিরাপদ করতে সরকারি এবং ন্যাকো সাহায্যপ্রাপ্ত ব্লাড ব্যাঙ্কে আসছে চতুর্থ প্রজন্মের রক্তপরীক্ষার কিট। এর পাশাপাশি আধুনিক ট্রিপল ব্লাড ব্যাগও আসছে।

দানের রক্ত থেকে অল্প হলেও যেসব মারণ অসুখের সংক্রমণ হয়, সেই তালিকায় এক নম্বরে আছে হেপাটাইটিস বি। তারপরই আসে হেপাটাইটিস সি এবং এইচআইভি। চতুর্থ প্রজন্মের কিট ব্যবহারে এই তিনটির মধ্যে অন্তত দু’টি সংক্রমণ হেপাটাইটিস সি এবং এইচআইভিকে বাগে আনা যাবে।

রক্ত সংবহন বিশেষজ্ঞরা বলেন, উইন্ডো পিরিয়ড বা অন্তবর্তীকালীন সময়ে (ভাইরাস সংক্রমণ থেকে তার বহিঃপ্রকাশের মাঝের সময়) রক্তের সংক্রমণ ধরার ক্ষেত্রে সবচেয়ে দামি এবং প্রায় রক্তপরীক্ষার কিট হল ন্যাট পরীক্ষা। এর পুরো নাম হল নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্টিং। এই কিটের মাধ্যমে রক্তদাতার রক্ত পরীক্ষা করলে রক্তদানের সাতদিন আগে তাঁর শরীরে সংক্রমণ হলেই ধরা পড়বে।

হেপাটাইটিস সি-র ক্ষেত্রে এই পরীক্ষায় ১৫ দিনের মধ্যেকার সংক্রমণ ধরা পড়বে। এরপরই আসে কেমিনুমিনেশন কিট। নিরাপদ কিটের বিচারে এর খুবই কাছাকাছি হল চতুর্থ প্রজন্মের কিট। এই কিট ব্যবহার করলে মূলত দু’টি মারণ অসুখের একটি অর্থাৎ এইচআইভি সংক্রমণ ১২ দিন আগে হলেই ধরা পড়বে। হেপাটাইটিস সি-র ক্ষেত্রে উইন্ডো পিরিয়ড হল ১৫ থেকে ১৮ দিন।