Bengal Govt to hold talks on Hills crisis on August 29: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at the State secretariat, Nabanna, to announce that the president of the central committee of the Gorkha National Liberation Front (GNLF) has written to the Bengal Government, asking for a “high-level intervention to end the present crisis in the Hill areas of Darjeeling” and has “humbly requested for talks to restore peace and normalcy in the Hills”.

The Chief Minister said that the Government, ever eager to bring normalcy to the Darjeeling and the entire Hills region, has “decided to respond positively to the request”, setting August 29 as the date for a meeting at which not only GNLF but “all major political parties will be called”. The meeting will be held at Nabanna from 4 pm. That the Government is attaching importance to the fact that GNLF has extended the hand of friendship to the Government was also borne out when she said, “GNLF is a very old party”.

She said, “Representatives of the development boards will also be called to the meeting”. Mamata Banerjee also extended an open invitation to all “political parties that think on similar lines as the GNLF”, saying they are “welcome to join” as well.

“We are in favour of peace, normalcy and development. We are ready to talk to anyone who is in favour of peace and normalcy. I had myself chaired a meeting with all the chairpersons of the development boards”, said the Chief Minister in the course of the press conference.

Underlining once again the policy of the State Government, the Chief Minister said, “We want development of the Hills. I appeal to my brothers and sisters in the Hills to cooperate with us to restore peace and normalcy there. Working together is essential for the development of the Hills and of the State as a whole”.
 

 

আগামী ২৯ আগস্ট পাহাড় নিয়ে বৈঠক করবে রাজ্য সরকারঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

দার্জিলিঙের এ শান্তি ফিরিয়ে আনার জন্য আলোচনার আবেদন জানিয়ে গতকাল GNLF এর কেন্দ্রীয় কমিটি-র সভাপতি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন। সেই চিঠির সদর্থক জবাব দিয়ে আজ নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ

GNLF এর Central Committee-র সভাপতি গতকাল আমাদের একটা চিঠি পাঠিয়েছেন দার্জিলিঙে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য একটি বৈঠক করার জন্য। দার্জিলিঙে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের অনুরোধ জানিয়েছেন তারা।

আমি ওদের অনুরোধের প্রেক্ষিতে respond করছি। যারা শান্তি ও উন্নয়নের পক্ষে, তাদের সঙ্গে সরকার সব সময় কথা বলতে পারে। কথা বলাটা রাজনৈতিক সৌজন্যতা। আমরাও চাই উন্নয়ন হোক, শান্তি আসুক। এর আগে আমি দার্জিলিঙের উন্নয়ন পর্ষদগুলির চেয়ারম্যানদের নিয়ে একটা বৈঠক করেছিলাম। GNLF অনেক পুরনো দল। ওনারা কথা বলতে চান, এটা একটা শুভ সংকেত, constructive সংকেত।

আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ২৯ তারিখ বিকেল ৪ টেয় নবান্নে একটি বৈঠক করব, যারা শান্তির পক্ষে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চান তাদের নিয়ে। মেজর পলিটিকাল পার্টির নেতারা সহ সব উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা থাকবেন এই বৈঠকে। এই সিদ্ধান্তের সাথে যারা একমত সেইসব পার্টি চাইলে এগিয়ে আসতে পারেন।
আমরা পাহাড়ের উন্নয়ন চাই। আমরা চাই পাহাড়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। পাহাড়ে শান্তি বজায় রাখার জন্য আমি পাহাড়ের ভাই বোনেদের আবেদন জানাচ্ছি। পাহাড় সহ সমগ্র রাজ্যের উন্নয়নের জন্য আমাদের একসাথে কাজ করা জরুরী।

 

 

ODF Plus for women engaged in 100 Days’ Work in North 24 Pgs

The North 24 Parganas district administration is making special arrangements to make more women join the 100 Days’ Work Scheme and thus become self-sufficient. From August 19, every woman joining the 100 days’ scheme would be handed ‘hygiene kits’ under the Open Defecation-Free (ODF) Plus programme.

The district administration reasons that, since the views of women in the household are crucial for health and financial issues of the family, they would be better equipped to percolate the benefits and the working of these issues to every member of the family if they are given lessons on them.

North 24 Parganas was declared an ODF district on September 29, 2016. Currently, an ‘ODF Plus’ programme is being implemented across the district.

From August 19, work under MGNREGS, popularly known as 100 Days’ Work Scheme, would be started in all the gram panchayats.

The hygiene kit, among other things, would contain information on health issues and on insect-borne diseases. From August 19, women engaged in 100 Days’ Work would have access to temporary toilets. Usage of proper toilets would help prevent the spread of pollution and diseases. All these are part of the ODF Plus programme.

১০০ দিনের প্রকল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানে উদ্যোগ উত্তর ২৪ পরগনায়

১০০ দিনের কাজের প্রকল্পে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান এবং সু-স্বাস্থ্যের লক্ষ্যে বিশেষ সচেতনতামূলককর্মসূচি নিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। আগামী ১৯ আগস্ট জেলাজুড়ে যতজন মহিলা ১০০ দিনের প্রকল্পে কাজকরবেন, তাঁদের প্রত্যেককে একটি করে ‘হাইজিন-কিট’ দেওয়া হবে। প্রশাসনের কর্তাদের দাবি, যেহেতু পরিবারের স্বাস্থ্য ওআর্থিক বিষয়ে মহিলাদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, তাই তাঁদের উপরেই এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে। যাতে তাঁরা বাড়ির শিশুও অন্যান্য সদস্যদের সচেতন করতে পারেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা জেলাকে ওডিএফ জেলা তথা নির্মল জেলাঘোষণা করা হয়েছে। বর্তমানে জেলাজুড়ে ওডিএফ প্লাস কর্মসূচি চলছে। সেই কর্মসূচিতেই ১০০ দিনের কাজের প্রকল্পেরমাধ্যমে গ্রামীণ মহিলাদের অংশগ্রহণ করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই জেলার ২২টি ব্লকে ১০০ দিনের কাজের প্রকল্পেপুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় সাত লক্ষ জবকার্ড দেওয়া হয়েছে। তবে এই কর্মসূচিতে কেবলমাত্র মহিলাদেরই নেওয়া হবে।

মহিলাদের কর্মসংস্থান ও স্বাস্থ্য বিধান—এই দু’টি কর্মসূচি একসঙ্গেহাতে নেওয়া হয়েছে। জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে মহিলারা ১০০ দিনের এই প্রকল্পে কাজের জন্য নিজেদেরনাম নথিভুক্ত করবেন। অর্থাৎ নিজের কাজ নিজেই চাইবেন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘রোজগার দিবস’।

Source: Bartaman

Now it’s adventure sports on the Ganga, courtesy Kolkata Police

Adventure sports activities have started on the Ganga under the aegis of Kolkata Police. ‘Kolkata River Water Sports’, as the initiative has been named, started on August 12. The activities are held every Saturday and Sunday.

There are three types of rides at present – jet skis, bumpy rides and boating. Anyone can enjoy the rides, be they trained or novices. Before going on the rides, one has to have one’s name uploaded on the Kolkata Police website.

According to a senior official of Kolkata Police, the rides have gained a lot of popularity. During the last week, about 300 people have enjoyed the rides. Though people of all ages are trying it out, youngsters are especially enjoying the rides. The authorities are hoping the rides will become even more popular in the coming days.

গঙ্গাতেও ওয়াটার স্পোর্টসের অ্যাডভেঞ্চারের স্বাদ

অবশেষে শুরু হল গঙ্গায় মনোরঞ্জন, সৌজন্যে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের উদ্যোগে শুরু হল ‘কলকাতা রিভার ওয়াটার স্পোর্টস’। চলতি মাসের ১২ তারিখ শুরু হয়েছে ওয়াটার স্পোর্টস।

প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার চলছে এই ওয়াটার স্পোর্টস। মূলত তিন ধরনের রাইড থাকছে এই মুহূর্তে। জেটস কি, বাম্পি রাইডস ও বোট। যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাঁরা অংশ গ্রহণ করতে পারবেন। কিন্তু যারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় তারাও এই রাইডে অংশ গ্রহণ করতে পারবেন। অপ্রশিক্ষিতদের জন্য এই রাইডে চালক থাকবে।

রাইড এনজয় করার আগে আপনাকে কলকাতা পুলিশের কাছে তাদের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। ডিসি পোর্ট ওয়াকার রাজা জানান, বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে প্রায় ৩০০ জন এই রাইড এনজয় করেছে। বাচ্চা থেকে বয়স্করা ওয়াটার স্পোর্টসে অংশ গ্রহণ করেছে। বিশেষ করে ইওং স্টারদের মধ্যে এই রাইড করার ঝোঁকটা বেশী। আগামী দিনে এটা আরও সফল হবে বলে মনে করেন পুলিশ কর্তারা।

Source: Khobar 365 Din

Bengal Govt creating food processing and agri-horti-logistics policies

The Bengal Government will soon come up with a food processing policy intended to create a host of incentives for investors.

The Government is also preparing a study on agri-horti-logistics infrastructure, the idea being to identify and narrow certain gaps which hinder the growth of this sector.

The State Government has already taken some measures to boost the food processing sector. It is providing subsidy for setting up packhouses (warehouses where produce are cleaned, graded and stored temporarily) and cold storage modification, and focusing on providing better safety of products by setting up of irradiation facilities. One such has already been set up in Chinsurah.

Fruits and vegetables grown in Bengal have the potential to hit markets in the US and Europe. A consignment of mangoes has recently been sent to the European Union.

Another idea with a big potential, being considered actively by the Government, is the processing of grapes. Already, good-quality grapes are being grown in Bankura and Purulia.

হিমঘর ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উপযোগী পরিকাঠামো তৈরি করতে উদ্যোগী রাজ্য সরকার

খুব শীঘ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য লগ্নি-সহায়ক নীতি তৈরি করছে রাজ্য সরকার।
কৃষি ও উদ্যানপালন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করতে যা যা প্রয়োজন, তার ওপর গবেষণা করা হচ্ছে। যাতে এই ক্ষেত্রে যা অল্প বিস্তর ত্রুটি আছে, তা সংশোধন করে এই ক্ষেত্র আরও উন্নতি করতে পারে।

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য ইতিমধ্যেই সরকার অনেক পদক্ষেপ নিয়েছে।
হিমঘর ও প্যাকহাউসের তৈরির জন্য সরকার ভর্তুকি দিচ্ছে। খাদ্য দ্রব্য ভালো ও তাজা রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। এইরকম একটি কেন্দ্র চুঁচুড়া’য় ইতিমধ্যে এরম একটি কেন্দ্র তৈরি করা হয়েছে।

ফল ও আনাজের বেশ ভালো সম্ভবনা আছে আমেরিকা ও ইউরোপের বাজারে। ইতিমধ্যেই ইউরোপিয়ান দেশগুলিতে বাংলার আম পাঠানো হয়েছে।
বিদেশে বাংলার আঙ্গুরেরও ভালো চাহিদা আছে। ইতিমধ্যেই বাঁকুড়া ও পুরুলিয়া’তে ভালো আঙ্গুর চাষ করা হচ্ছে।

Source: Millennium Post

The evolution of student politics: Dr Partha Chatterjee

Has the glorious tradition of student politics now come under the cloud of the politics of extortion? This question is on everyone’s lips now. The influence of student politics, which is supposed to be one of the standard bearers of the political future of the nation, has dimmed. The Bengal Government is trying to mould student politics in the state on the basis of the model followed at St Xavier’s College. Is it the right way forward? Both the supporters and naysayers have their points.

My entry into politics was through the route of campus politics. I was witness to student politics from the late Sixties to the tumultuous Seventies. You can say I was also part of the dramatis personae to some extent. However, there is a wide gap between the kind of politics students followed during those days and that being followed now. The primary difference is related to the values attached to politics. There was a period when, despite the influence of ultra-Left beliefs, politics in college and university campuses still basically served the interests and aspirations of students. Our aim as student political leaders was to enable students to get everything which would help them in their vocation – be it related to studies or anything else. The demands we made were sometimes addressed to institutions, at other times to the administration or the government. But it is important to remember that everything was student-centric.

Closing down classes in the name of political movements or holding teachers to ransom by barricading them in their rooms for long hours can never be, whatever else they may be, hallmarks of student movements. Now all these are being organised in the garb of student politics. Earlier, the sphere of work of the students’ unions was limited to the welfare of the students – like publishing magazines, organising sports events, programmes welcoming new students, annual cultural programmes and academic debates, etc. Whatever may have been the influence of politics from the outside world, it never clouded the fact that student politics was meant to serve the interests of the students only.

We also used to organise protests. When the Siddhartha Shankar Ray-led Congress Government was in power, we had organised protests demanding students’ concessions in buses and trams. I had hit the streets as a member of Chhatra Parishad, against a government led by my own party. But never did the protests reach such a stage that they brought disrepute to the student movement. Protesting to get concessions for students in public transport, trying to convince the authorities to extend help to poor but meritorious students, collecting relief material – these and similar demands comprised the sphere of student politics.

But were the students of those times unaware of the larger political issues of the time? Of course they were. Socially conscious students had political consciousness too, and were aware of rights. Based on their respective political views, a section of student activists later got involved in party politics. From Priya Ranjan Das Munshi to Subrata Mukherjee, from Subhas Chakravarty to Shyamal Chakravarty, and down to the current Chief Minister Mamata Banerjee – they all were products of student politics. From working in students’ political organisations, they moved on to mainstream politics.

Current student politics, however, suffers from a serious lack of commitment. Various social issues of the time formed the cornerstones of our involvement in political movements. The current generation of students fail when it comes to showing social commitment. In this age of competition, they are self-centred with respect to their relation to their institution, they are adventurists instead of being committed. This is the comparative picture of student politics then and now.

Now the question is where does the crux of the problem lie? In one word, it’s money. It may sound odd, but it is the reality. Due to increased financial commitments from governments and private contributions, students unions are increasingly becoming flushed with money. It is this monetary influence that is eroding the integrity of some students, leading to misplaced priorities. The student community, instead of trying to recover its bearings, is receding more and more into the darkness of depravity. A lot of non-student-like qualities are surfacing among them.

In some educational institutions, it has been seen that some ex-students are suddenly becoming active during the admission season – they are asking for monetary bribes in lieu of seats in the institution. When it comes to the admission process, I have myself seen how, during the three-and-a-half decades of the Left era, merit was made the poorer cousin of the venal proclivities of political leaders. Hence from the time we came to power, we have made it our mission to reform the education sector.

We have taken several steps to fill up vacancies in the teaching and non-teaching posts in colleges and universities. We have paid attention to infrastructural improvements. To keep pace with the rest of the country and to address the requirements of the modern times, we have upgraded the syllabus, and wherever possible, made it industry-oriented. With respect to admissions, we have made merit the only condition; hence the full-fledged online system of admission. This particular aspect is one of the path-breaking steps of our government. We have been able to convey to the people that this step was necessary to make the admission process transparent. Our primary aim is to ensure that every student gets the right opportunity to get admitted as per merit.

Now, all these changes have put a handful of students in a quandary. It has been seen that these so-called student leaders never attend class. Often, after passing their courses, they re-take admission in the same college in some other course. Obviously one cannot expect any commitment from such people when it comes to college education. For them, the field of education is an arena for pursuing their agenda of gaining illicit power through corruption.

Our Chief Minister and the government led by her have made education a high-priority sector. She is determined to recover the lost glory of Bengal so that the State gets back its rightful place in the world. To achieve this, it is the quality of education that has to be kept in mind. Hence, there has to be a complete turnaround in the way the system is run.

Now, any such big change would hurt the self-interests of a few. I admit that the online system of admission that we have started is not cent per cent foolproof. Some unscrupulous students are trying to take undue advantage of any loopholes that may exist in the system to further their own ends. We have managed to plug most of the loopholes but some remain, which we are trying to remove. However, none can deny the transparency that we have managed to bring about through this online system. Even our biggest critics would not dare to criticise that. This is our strength. I think this is a historic step towards the reformation of the education system.

Next in line is the clean-up of student unions. We have received the recommendations of the Lyngdoh Commission (education commission set up the Central Government). Keeping those in mind, I have also held discussions with educationists. Each one of them has raised the issue of wanting to see an end to the chaos that prevails in the name of running students’ unions. The Chief Minister wants students to be aware of politics, for student politics to remain, but for it to be free of the negatives.

This article was first published on Bartaman dated August 20, 2017

 

ছাত্র রাজনীতির বিবর্তন: ডঃ পার্থ চট্টোপাধ্যায়

ছাত্র রাজনীতির যাবতীয় ঐতিহ্য কি এখন তোলাবাজির অন্ধকারে? এ প্রশ্ন আজ সব মহলে। প্রতিষ্ঠানের স্বার্থে, রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে যে সংসদ দিশা দেখায়, তা আজ ফিকে। জেভিয়ার্স মডেলে রাজ্য ছাত্র রাজনীতি সংস্কার করছে। তা কি সঠিক পদক্ষেপ? মত পক্ষে আছে, বিপক্ষেও।

ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আমার রাজনীতিতে প্রবেশ। ছয়ের দশকের শেষ পর্ব থেকে সত্তরের উত্তাল সময়ের সাক্ষী আমি। কিছু অংশে কুশীলবদের ভিড়ে অংশীদার ছিলাম। তবে সেকালের ছাত্র আন্দোলনের থেকে আজকের ছবির ফারাক বিস্তর। মূল ফারাকটা অবশ্যই গুণগত। একটা সময় ছিল, যখন অতি বাম রাজনীতির প্রভাব সত্ত্বেও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কোনওভাবেই পড়ুয়াদের স্বার্থবাহী মূলধারার আন্দোলন থেকে বিচ্যুত হয়নি। তখন আমাদের লক্ষ্যই থাকত পঠন-পাঠন থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের জন্য নানা ধরনের দাবি আদায় করে নেওয়া। সেই দাবি কখনও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে, কখনও আবার থাকত সরকার বা প্রশাসনের কাছে। সবটাই ছিল ছাত্রসমাজ কেন্দ্রিক।কিন্তু আন্দোলনের নামে ক্লাস বন্ধ করে দেওয়া, অধ্যক্ষ-অধ্যাপকদের ঘরে আটকে ঘণ্টার পর ঘণ্টা পণবন্দি করে রাখার কায়দায় হুজ্জুতি করার নাম আর যাই হোক না কেন, ছাত্র আন্দোলন হতে পারে না। আর এই সবই হয়ে যাচ্ছে ওইসব প্রতিষ্ঠানের ছাত্র সংসদকে ঢাল করে। ছাত্র সংসদের কাজের পরিধি ছিল পড়ুয়াদের কল্যাণকর কর্মসূচির মধ্যে। যেমন, পত্রিকা প্রকাশ, খেলাধূলার আয়োজন, নবীন ছাত্র-ছাত্রীদের বরণ, বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা-সমাজসহ নানা বিষয়ের আলোচনা-বিতর্ক সভা ইত্যাদি। বৃহত্তর সমাজের রাজনীতি কখনওই কলেজ ক্যাম্পাসের অন্দরের একান্ত ছাত্রস্বার্থবাহী বিষয়গুলিকে ছাপিয়ে যেত না। সমাজের প্রয়োজনে আমরা রাস্তায় নেমেছি। ট্রামে-বাসে ছাত্র কনসেশনের দাবিতে আমরা যখন রাস্তায় নামি, তখন রাজ্যে সিদ্ধার্থশংকর রায়ের কংগ্রেস সরকার। ছাত্র পরিষদ কর্মী হয়ে সেই দাবিতে পথে নেমেছিলাম—নিজেদের সরকারের বিরুদ্ধে। কিন্তু কোনও অবস্থাতেই সেটা এমন পর্যায়ে পৌঁছায়নি যে আমাদের সেই আন্দোলনের ধারাকে কালিমালিপ্ত করতে পারে। কখনও ছাড় বা কনসেশনের দাবি, কখনও গরিব-মেধাবী সহপাঠীদের পাশে দাঁড়াতে কর্তৃপক্ষকে বাধ্য করা, কখনও আবার প্রাকৃতিক দুর্যোগে রাস্তায় নেমে সাধারণ মানুষের থেকে ত্রাণসামগ্রী জোগাড় করা—এসবই ছিল ছাত্র আন্দোলনের বিষয়বস্তু। ছাত্র-ছাত্রীরা কি সেই সময় বৃহত্তর সমাজের রাজনীতির সঙ্গে যুক্ত থাকত না? নিশ্চয়ই থাকত। সমাজ সচেতন ছাত্রদের রাজনৈতিক মতামত ছিল, হিতাহিত বোধ ছিল। তার নিরিখেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে জড়িয়েছে একাংশ। প্রিয়রঞ্জন দাশমুন্সি, সুব্রত মুখোপাধ্যায়, সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী থেকে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়—সবাই কিন্তু ছাত্র রাজনীতিরই প্রোডাক্ট। ছাত্র সংগঠনের কাজের মধ্য দিয়ে রাজনীতির মূল স্রোতে এসেছেন। কিন্তু একালের ছাত্র রাজনীতিতে বড়ই অভাব কমিটমেন্টের। নানা ধরনের সামাজিক দুর্দশাকে সামনে রেখে আন্দোলনে শামিল হতাম আমরা। বর্তমান প্রজন্মের মধ্যে সেই সামাজিক কমিটমেন্ট সেভাবে দেখা দেখা যায় না। প্রতিযোগিতার বাজারে তারা আত্মকেন্দ্রিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, কমিটমেন্টের বদলে অ্যাডভেঞ্চারিস্ট। এটাই সেকাল-একালের তুলনামূলক ছাত্র সমাজের চিত্র।

তাহলে প্রশ্ন জাগতে পারে, আসল ব্যাধি কোথায়? এককথায় বললে—অর্থই অনর্থের মূলে। শুনতে খটকা লাগলেও এটাই বাস্তব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ বা স্টুডেন্টস ইউনিউনের তহবিল এখন নানা কারণে অনেক স্ফীতকায় হয়েছে। দ্রুত বদলে গিয়েছে চরিত্র। বেড়ে গিয়েছে সরকারি অনুদান। বেসরকারি পৃষ্ঠপোষকতার কল্যাণে অনেক কলেজের আর্থিক জোগান আমাদের সময়ের থেকে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। আর এই আর্থিক সচ্ছলতা এইসব প্রতিষ্ঠানের একাংশকে এমনভাবে গ্রাস করেছে যে, তাদের কর্মকাণ্ডের নীতিগত অবস্থানও ক্রমশ বদলে গিয়েছে। ছাত্রসমাজ সেই নৈতিক অবক্ষয়ের আগ্রাসন থেকে মুক্ত হওয়া দূরের কথা, আরও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। অছাত্রসুলভ নানা উপাদান তাদের মধ্যে প্রকট হচ্ছে।

কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে, সেই কলেজের প্রাক্তনীদের কেউ কেউ ছাত্র ভরতির মরশুমে সক্রিয় হয়ে উঠছে। অর্থের বিনিময়ে ভরতির প্রক্রিয়াকে প্রভাবিত করছে। শিক্ষামন্ত্রী হিসাবে ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, বিগত সাড়ে তিন দশকের বাম জমানায় ছাত্র রাজনীতির দাপটে মেধাকে বিসর্জন দিয়ে ছাত্র ভরতি পর্বে নেতাদের স্বজনপোষণ। যা দেখেছে রাজ্যবাসীও। আমরা তাই প্রথম থেকেই শিক্ষার প্রসার ও উন্নতিকল্পে একাধিক সংস্কারের পথ ধরেছি। কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মীর পদপূরণে তৎপর হয়েছি। পরিকাঠামোগত উন্নয়নে নজর দিয়েছি। সময়োপযোগী এবং সর্বভারতীয় স্তরে শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে পাঠক্রম আরও আধুনিক ও কার্যকরী করার সংকল্প নিয়েছি। কলেজে ভরতিতে মেধাকে একমাত্র অগ্রাধিকার দিয়েছি। তাই সর্বত্র অনলাইন ভরতি। এটা আমাদের সরকারের একটা যুগান্তকারী উদ্যোগ। ভরতি প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যেই যে এই পদক্ষেপ, সেটা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি। মেধাবী কোনও পড়ুয়া যাতে তার যোগ্যতা অনুসারে নির্দিষ্ট কলেজে ভরতি হতে পারে, তা নিশ্চিত করাটাই আমাদের মূল লক্ষ্য। কিন্তু মুষ্টিমেয় কিছু ছাত্র এই শৃঙ্খলায় বিপাকে পড়েছে। দেখা গিয়েছে, এইসব তথাকথিত ছাত্রনেতা নিজেরা কলেজে ক্লাস করে না। অনেকে আবার পাশ করার পর ফের অন্য কোনও বিষয় নিয়ে ভরতি হয়ে কলেজে নাম লিখিয়ে রাখে। স্বভাবতই তাদের কাছে কলেজ-শিক্ষার প্রতি সেই কমিটমেন্ট আশা করা যায় না। শিক্ষাঙ্গন তাদের কাছে ব্যক্তিগত ক্ষমতা ও দুর্নীতির আখড়া বিশেষ। আমাদের সরকার তথা মুখ্যমন্ত্রী শিক্ষাকে তাঁর অগ্রাধিকারের শীর্ষে জায়গা দিয়েছেন। বাংলাকে বিশ্বের দরবারে জায়গা করে দিতে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে মুখ্যমন্ত্রী অঙ্গীকারবদ্ধ। তাঁর সেই জয়যাত্রায় সামগ্রিকভাবে শিক্ষার পরিমাণ ও গুণগত প্রসারই প্রধান অস্ত্র। তাই এতকাল ধরে চলে আসা ব্যবস্থাটার খোলনোলচে বদলাতে হচ্ছে। বদল ঘটালে কিছু কায়েমি স্বার্থে ধাক্কা তো লাগবেই। আমরা যে অনলাইন প্রক্রিয়া চালু করেছি, তা এখনই একশো শতাংশ সফল এমনটা দাবি করব না। ব্যবহারিক ক্ষেত্রে কিছু দুর্বলতার সুযোগ নিয়ে ছাত্রের ছদ্মবেশধারী কেউ কেউ ভরতি প্রক্রিয়া থেকে মুনাফা লোটার চেষ্টা করছে। এই প্রবণতা অনেকটাই রুখে দেওয়া গিয়েছে। তবে সম্পূর্ণ নির্মূল হয়নি। কিন্তু ভরতি প্রক্রিয়ার সংস্কারে যে রাজনৈতিক সদিচ্ছা আমাদের সরকার দেখিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। এমনকী আমাদের অতি বড় সমালোচকও বুকে হাত দিয়ে মেধাভিত্তিক অনলাইন ভরতি প্রক্রিয়ার সমালোচনা করার সাহস পাবেন না। এটাই আমাদের শক্তি। এটা শিক্ষা ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের এই ঐতিহাসিক পদক্ষেপ বলেই আমি মনে করি।

এরপরেই আসছে ‘ছাত্র সংসদ’ ব্যবস্থার সংস্কার। ইতিমধ্যে লিংডো কমিশনের (কেন্দ্রের তৈরি শিক্ষা বিষয়ক কমিশন) রিপোর্টের সুপারিশ আমাদের হাতে এসেছে, বিভিন্ন শিক্ষাব্রতী মানুষের মতামত পাওয়া গিয়েছে। এইসব মতামতকে সামনে রেখেই বিভিন্ন স্তরে রাজ্যের শিক্ষানুরাগীদের সঙ্গেও আমরা মত বিনিময় করেছি। ছাত্র সংসদ পরিচালনার নামে যে অব্যবস্থা ক্রমশ ক্যাম্পাসগুলোকে অশান্তির আগার বানিয়ে ফেলেছে, সবাই তার অবসানের পক্ষে সওয়াল করেছেন। মুখ্যমন্ত্রী চান, ছাত্ররা রাজনীতি সচেতন হোক। ছাত্র রাজনীতি থাকুক। কিন্তু শিক্ষাঙ্গনকে কলুষিত করার রাজনীতির ইতি ঘটুক। তাঁর সেই ইচ্ছাকে স্বাগত জানিয়ে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনক্রমে রাজ্য বিধানসভায় বিল পাশ করানো হয়েছে। রাজ্যপালের প্রয়োজনীয় সম্মতি লাভের পর, উচ্চশিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে, ছাত্র সংসদ বা স্টুডেন্টস ইউনিয়নের বিকল্প ছাত্র পর্ষদ বা স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত এখন আইনি শিলমোহর পেয়েছে। মনে রাখতে হবে—এই স্টুডেন্টস কাউন্সিল গঠনের প্রচলন বহু যুগ ধরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। উৎকর্ষের বিচারেও তাদের ভূমিকা অগ্রগণ্য। ওইসব প্রতিষ্ঠানের পরীক্ষিত এই স্টুডেন্টস কাউন্সিলই আমাদের প্রেরণা দিয়েছে। তাই ক্যাম্পাস সংস্কারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রূপায়ণে আমরা বদ্ধপরিকর। অর্থাৎ স্টুডেন্টস ইউনিয়নের বদলে স্টুডেন্টস কাউন্সিল। এটাও রাজ্যের এতকাল ধরে চলে আসা অচলায়তনে ধাক্কা। বিতর্ক উঠবে, ঝড় উঠবে। ফের একদল কায়েমি স্বার্থের সঙ্গে সংঘাত অনিবার্য। তা খুব বেশি হলে কালবৈশাখীর মতো কিছু বিশৃঙ্খলা আমদানি করে থেমে যাবে। ঝিমিয়ে পড়বে। কেননা প্রত্যেক পড়ুয়ার নেপথ্যে থাকে তার পরিবার-পরিজন। কলেজের ছাত্র সংসদের নামে শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ পর্ষদ অভিভাবক সমাজকেও স্বস্তি দেবে। ক্যাম্পাসে ছাত্র ভেকধারীদের কোনও ভূমিকাই থাকবে না। ফলে দীর্ঘকাল ধরে চলে আসা ওই তথাকথিত ছাত্র নেতারা বেকার হয়ে পড়বে।

নতুন ব্যবস্থায় গণতন্ত্র আরও সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত হবে প্রকৃত পড়ুয়াদের অংশগ্রহণে। নিয়মিত কলেজে আসা এবং ক্লাস করাটাই নেতা হওয়ার পূর্বশর্ত নতুন নিয়মে। প্রতি বিভাগেই শিক্ষকদের একজন নির্বাচিত কমিটির মাথায় থাকবেন। সমগ্র পর্ষদের শীর্ষে অধ্যক্ষ বা অধ্যাপক থাকবেন। কাউন্সিলের নির্বাচনে কোনও অবস্থাতেই একজন ছাত্র দু’বারের বেশি অংশ নিতে পারবে না। কাউন্সিলের মেয়াদকাল হবে দু’বছর। ফলে, একমাত্র পড়ুয়ারাই কাউন্সিলের পদাধিকারী হবে। নানা অছিলায় বছরের পর বছর কলেজে ছাত্র সংসদ কবজায় রেখে ক্যাম্পাস কলঙ্কিত করার রাস্তা বন্ধ। রাজ্য সরকারের প্রাথমিক লক্ষ শিক্ষার সম্প্রসারণ ও উৎকর্ষ বাড়ানো। মুখ্যমন্ত্রীর চেষ্টায় এক্ষেত্রে মেধাকে গুরুত্ব দিয়ে বিভিন্ন বৃত্তি চালু হয়েছে। তথ্য-প্রযুক্তির ব্যবহার ছাত্রসমাজে জনপ্রিয় করতে ইতিধ্যেই ব্যবস্থা নিয়েছে সরকার।

ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হতে হবে। কাজটা কঠিন, কিন্তু অসাধ্য নয়। সমস্ত শিক্ষা সচেতন মানুষ-ছাত্রসমাজ-অভিভাবক-শিক্ষক ও অশিক্ষক কর্মীদের যৌথ প্রয়াসে এই উদ্যোগ সফল হবেই।

 

This article was first published on Bartaman dated August 20, 2017

 

Bengal Govt creating policy for comprehensive telecom coverage

The Bengal Information Technology and Electronics (IT&E) Department has started preparations for coverage of telecom services in the farthest corners of the state.

Around 263 administrative units/villages in the nine districts of Alipurduar, Jalpaiguri, Kalimpong, Uttar and Dakshin Dinajpur, Murshidabad, Nadia, Paschim Medinipur and Jhargram are left to be covered. Not just the inhabitants, but tourists to these regions also suffer because of poor telecom connectivity.

A right-of-way policy and an incentive framework along with a uniform fee structure are being prepared by the IT&E Department officials, in discussion with telecom operators.

Other things being considered are a single-window approval mechanism, the holding of regular meetings with the district committees and quarterly review meetings.

On the equipment front, officials are looking at environment-friendly solutions like using solar power to charge tower transmission equipment.

 

রাজ্যের সব জায়গায় টেলিকম পরিষেবা পৌঁছে দেবে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর

রাজ্যের প্রতিটি কোনে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার পদক্ষেপ নিয়েছে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদীয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় আনুমানিক ২৬৩টি প্রশাসনিক কেন্দ্র/গ্রাম আছে যেখানে মোবাইল বা ইন্টারনেট পরিষেবা নেই। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি কাজ। এখানে বেড়াতে আসা পর্যটকরাও অসুবিধার সম্মুখীন হন।

এই দীর্ঘ দিনের অভিযোগের কথা মাথায় রেখে মঙ্গলবার অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিস সেনের নেতৃত্বে রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর ও টেলিকম পরিষেবা প্রদানকারীদের মধ্যে বৈঠক হয়। আগামী বৈঠক হবে চলতি মাসের ২৪ তারিখ।

এ ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত ও ইউনিফর্ম ফি স্ট্রাকচার নিয়েও আলোচনা হয়। রাজ্য তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের কর্তারা প্রস্তাব দিয়েছেন লিথিয়াম ব্যাটারির সঙ্গে সৌরবিদ্যুৎ দিয়ে ডিসি আউটপুট সোজাসুজি টাওয়ার ট্রান্সমিশন যন্ত্রে দিলে এই সমস্যার সমাধান হবে।

 

 

Bengal Govt to build five bridges to improve connectivity in the Sundarbans

The State Government will construct five more bridges in the Sundarbans to improve connectivity between the different islands in the region. The construction will be completed over the next five years.

Several steps have been taken recently to improve road connectivity in the Sundarbans region, and the construction of the five bridges are a part of that initiative.

The Sundarbans is a major tourist draw and the Government is doing a lot of work to ramp up the infrastructure.

The improvements in infrastructure are turning out to be a big boon for the locals as well. Creating a viable system of transport and communication has always been a challenge in the mangrove islands and, to this end, the Government is bridging the gaps rapidly.

Source: Millennium Post

 

সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আরও সেতু নির্মাণ করবে রাজ্য সরকার

সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপগুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য আরও পাঁচটি সেতু নির্মাণ করবে রাজ্য সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে এই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এর জন্য ২৮৫ কোটি টাকা ধার্য করা হয়েছে।

সুন্দরবন পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। তাই এর পরিকাঠামো উন্নয়নের জন্য অনেক কাজ করেছে রাজ্য সরকার।

গোদাখালি, গোসাবা সেতুর কাজ ৪ বছরের মধ্যে শেষ হবে।সুন্দরবনের মানুষের কাছে যোগাযোগের নতুন দিক খুলবে। যেখানে যেখানে জেটি ও রাস্তা খারাপ হয়ে গেছে, সেগুলোও মেরামত করা হবে।

 

Bengal Govt devises tour package for foreign tourists

With 35,000 tickets having already been sold for the under-17 FIFA World Cup matches to be held at the Yuva Bharati Krirangan in Kolkata in October, the State Tourism Department has devised special packages for foreign tourists, who comprise a major segment of the spectators.

Already, about a thousand people from England have applied for visas to come to Kolkata. About double that number are expected from Mexico.

The Tourism Department has decided to create special tour packages covering Kolkata during Kali Puja, as well as launch trips on the Ganga. Other places to be covered include the heritage spots of Santiniketan and Murshidabad.

 

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ: পরিবহণ ব্যবস্থা চূড়ান্ত, থাকবে ট্যুরিজম বাসও

 

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা ঘিরে পরিবহণের পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলল রাজ্য। ম্যাচের দিনগুলিতে দেশি-বিদেশি বহু দর্শক ভিড় জমাবেন শহর কলকাতায়। সেসব বিবেচনা করেই পরিবহণ সংক্রান্ত পরিকল্পনা ছকে ফেলা হয়েছে। প্রতিযোগিতা চলাকালীন মূলত তিন ধরনের বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে পর্যটন বাসও। যাঁরা খেলা দেখার জন্য শহরে আসবেন, তাঁরা শহরে বা শহরতলির দ্রষ্টব্যস্থলগুলি ঘুরেও দেখতে চাইবেন। তার জন্যই ট্যুরিজম বাসের পরিকল্পনা করা হয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন, করুণাময়ী বাস টার্মিনাসকে মূল টার্মিনাস হিসাবে গড়ে তোলা হচ্ছে। সেখানে সাজানোর কাজ চলছে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পরিবহণের রূপরেখা তৈরি করতে নোডাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের এমডি। তিনি আয়োজক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখবেন।

অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনালসহ একাধিক ম্যাচ রয়েছে সল্টলেক স্টেডিয়ামে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, ম্যাচের দিনগুলিতে শহর ও শহরতলির ১০টি জায়গা থেকে বিশেষ রুটে বাস চালানো হবে। তার মধ্যে রয়েছে শ্রীরামপুর, ডানকুনি, বারাসত, বারাকপুর, জোকা, মালঞ্চসহ অন্যান্য জায়গা। এইসব রুটে মোট ১৭০টি বাস চালানো হবে। এই রুটগুলির বাইরে হাওড়া, শিয়ালদহ স্টেশন চত্বরসহ কিছু জায়গা থেকে শাটল বাস চালানোর সিদ্ধান্ত হয়েছে। এই ধরনের মোট ৫০টি শাটল বাস চালানো হবে। এছাড়াও, কলকাতা ও শহরতলির দ্রষ্টব্যস্থলগুলি ঘোরানোর জন্য বিশেষ বাস দেওয়া হবে।

কলকাতার দুর্গাপুজোয় বরাবরই দেশ-বিদেশের পর্যটকদের ঢল নামে। সেই ভিড় সামাল দিতে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা করা হয়। রাত পর্যন্ত চলে বাস। এবার পুজোর পরই আরও এক ‘ইন্টারন্যাশনাল ইভেন্ট’ অনূর্ধ্ব ১৭ ফুটবল বিশ্বকাপ। ফলে, এখন থেকেই পরিকল্পনা করে রাখা হচ্ছে। খেলার সময় যেহেতু বহু বিদেশি পর্যটক আসবেন, তাই পরিবহণজনিত তথ্য তাঁদের সামনে তুলে ধরতে বিশেষ টোল ফ্রি নম্বর চালুর কথাও বিবেচনা করা হচ্ছে। বর্তমানে সরকারি বাসের তথ্য জানাতে রাস্তার মোড়ে ডিজিটাল বোর্ড লাগানো শুরু হয়েছে। এক্সাইডের পর নিউটাউন, নারকেল বাগান বাসস্টপে তা ইতিমধ্যেই বসানো হয়েছে। ঠিক হয়েছে সল্টলেক স্টেডিয়ামের আশপাশ, রাজারহাট, নিউটাউন এলাকায় কমবেশি ৩০টি এই ধরনের বোর্ড বসানো হবে।

পুজোর আগে-পরে খেলার জন্য পরিবহণ ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হবে। তাতে নতুন কোনও বিশেষ রুট কিংবা নতুন কোনও পরিকল্পনাও করা হতে পারে। বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার ভিড় সামাল দিতে, যা যা ব্যবস্থা নেওয়া যেতে পারে, তার সবই নেওয়া হবে। তাতে সল্টলেক স্টেডিয়ামে পৌঁছাতে দর্শনার্থীদের সমস্যা হবে না।

Centre must not discriminate between states in providing relief funds: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today surveyed the flood-affected districts of North Bengal, even wading through some of the submerged areas in a bid to feel the suffering of the people. She spoke to some affected villagers and prioritised relief measures. Later, she spoke to the media at the Malda Municipality headquarters.

 
Excerpts from the media interface

 

 

The floods have taken place due to the release of water by the DVC and Farakka Barrage. The state of the reservoirs and river beds has become such that people are getting hit more by the release of water rather than by rains.

 
Necessary steps

I have discussed the situation with the district officials. They as well as the State Government are monitoring the situation. These measures have to be followed:

  • It is necessary to stand by the people in their hour of need – to shelter them, to look after their needs.
  • After the flood waters recede, primary healthcare centres, hospitals, tube-wells and schools need to be cleaned on a priority basis.
  • Authorities have to be alert to combat water-borne diseases.
  • The State Government will reconstruct affected schools, colleges, bridges, agricultural land and betel leaf plantations.

 

The floods have occurred due to the abnormal rise in water levels. The Centre should see to it that dredging is done properly. Bengal has become like a boat. Neither the Farakka Barrage nor the reservoirs under the DVC are dredged.

There is no water during the summer and during the monsoon it is the opposite – an excess of water. I am not in favour of submerging people by building dams and releasing water when they cannot hold it. But then everyone should be careful. We want to maintain good relations with everyone. Let everyone be happy. It is everyone’s duty to stand by the affected people.

 
About the destruction due to floods

Till date, 152 people have died due to floods in the State this year. This is not a small number; it is a very unfortunate situation. Almost 1.5 crore people have been affected all across the State. The State Government does not delay in conveying aid, it is trying its best. About four lakh tents have been distributed; more are being provisioned for distribution. There is enough aid material. We are not stingy about distributing them. Many speed boats are also operating in the flooded areas for distributing relief. The floods have caused losses totalling almost Rs 14,000 crore in 11 districts of the State.

 
On Central Government aid

The Central Government has provided aid packages worth Rs 2,000 crore each to Gujarat and Assam. All states must get Central aid. Bengal has been less affected by floods than Gujarat and Assam. We would send a detailed report and expect the help which is needed. I have also written to the Prime Minister a few times regarding the erosion of the Ganga’s banks but no actions have been taken.

 

 

বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জলে নেমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথাও বলেন। এরপর মালদার পৌরভবনে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

বন্যা হচ্ছে নদীর জল ছাড়ার কারণে। দক্ষিণবঙ্গে যখন বর্ষা হয়েছিল তখন ডিভিসির ছাড়া জলে অধিকাংশ লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারতের নদীর গতিপথ এমন হয়েছে যে এখানেও প্রাকৃতিক দুর্যোগের জলের থেকেও নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে। কারণ নদীর নীচ থেকে জল ওঠে।

এই অবস্থায় আমাদের করনীয়ঃ

এই সব জেলার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি। ওনারাও মনিটারিং করছেন।  ওখান থেকেও আমরা অনবরত মনিটারিং করছি।

  • মানুষের বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষকে আশ্রয় দেওয়া, তাদের সুবিধা-অসুবিধা দেখা
  • বন্যার পর প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, হাসপাতাল, নলকূপ, স্কুল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
  • বন্যার পর জল বাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। সেসব দিকে নজর রাখতে হবে।
  • বাড়িঘর, স্কুল-কলেজ, রাস্তা, সেতু, চাষের জমি, পানের বরজ নষ্ট হয়েছে সেগুলো সরকার দায়িত্ব নিয়ে করে দেবে।

 

নদীর জল বেড়ে গিয়ে বন্যা হয়েছে, এগুলি প্রাকৃতিক ব্যাপার। কেন্দ্রের দেখা উচিত, ভালো করে ড্রেজিং করা উচিত। বাংলা একটা নৌকার মত। ফরাক্কা, DVC কিছুরই ড্রেজিং হয় না।

গরমকালে জল পাওয়া যায় না আর বর্ষাকালে বাঁধ ভেঙে দিয়ে ডুবিয়ে দেওয়া হয়। বাঁধ কেটে অন্য কাউকে ডুবিয়ে দেওয়ার পক্ষে নই আমি। তেমন বাকিদেরও খেয়াল রাখতে হবে তাদের সবার একটা সীমানা আছে। আমরা সকলের সঙ্গে ভালো সম্পর্ক maintain করে চলি। সবাই ভালো থাকুক। সকলেরই কর্তব্য মানুষের পাশে থাকা।

বন্যায় ক্ষয়ক্ষতি প্রসঙ্গেঃ

বন্যায় এখনও পর্যন্ত ১৫২ জন মারা গেছেন। সংখ্যাটা কম নয় – এটা খুবই দুঃখজনক। সব জেলা মিলিয়ে প্রায় দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। সরকার ত্রাণ নিয়ে অবহেলা করে না, সরকার তাদের সাধ্যমতো সাহায্য করছে। প্রায় ৪ লক্ষ ত্রিপল দেওয়া হয়েছে। আরও মজুত করা আছে। ত্রাণ পর্যাপ্ত আছে। ত্রাণ দিতে আমরা কার্পণ্য করি না। বন্যায় প্রায় ১৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, প্রায় ১১ টি জেলা ক্ষতিগ্রস্ত। অনেকগুলি স্পিড বোট দেওয়া হয়েছে।

কেন্দ্রের সাহায্য প্রসঙ্গেঃ

কেন্দ্রীয় সরকার আসাম, গুজরাতকে ২০০০ কোটি টাকা করে প্যাকেজ দিয়েছে, আমি চাই সব রাজ্যই পাক। গুজরাট, আসামের চেয়ে বাংলা বন্যায় কম ক্ষতিগ্রস্ত নয়। আমরা আমাদের সম্পূর্ণ রিপোর্ট পাঠাবো এবং আশা করব আমরা আমাদের ন্যায্য পাওনা পাব। গঙ্গার ভাঙন নিয়েও কয়েকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 

Development and grassroots connect are our weapons: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a question-and-answer session at the Rising Bengal summit on August 18 in Kolkata. Presented below are excerpts from that session.
QUESTION (by moderator Bhupendra Choubey): What were the primary challenges during the last six years?

ANSWER: The work culture had eroded. The last government had accumulated a debt of Rs 2 lakh crore. In this state of things, it is difficult to run a government. In spite of that we have done so, and given stress on the social development of the state.

We have started a scheme whereby rice is gives at Rs 2 per kg. Health care is provided for free. There has been development of all sections of people through schemes like Kanyashree and Yuvashree. Bicycles are distributed for free through Sabuj Sathi, making it easier for students to attend school. Hospital beds for newborns have been increased. The State Government provides special ambulances that are available for transporting pregnant mothers to hospitals.

QUESTION (by Rabindra Bharati V-C): Can arrangements be made for creating more awareness about Bengal’s art and culture?
.
ANSWER: We give importance to rural culture; 1 lakh 82,000 folk artistes have got work and are spreading awareness about the various State Government schemes and programmes.

We have created jobs. We have started out on the path of social development.

Isn’t Bengal a part of the country too? In a democracy, one has to take everyone along.

We organise meetings on the progress of work with block-level officers. We regularly evaluate the work of important sectors like agriculture, fishery, etc. through departmental meetings. We are from the grassroots and we keep in touch with the grassroots. There is no other state that nurtures its grassroots like the way we do.

Though industry and culture/education are two separate categories, there are relations between education and industry. We have set up more than 300 polytechnic colleges and industrial training institutes (ITIs), and 46 colleges, and enabled the setting up of eight private universities. Companies have their CSR…it would have been good if their was one common kitty, then several areas would have benefitted. If we get suggestions from industrialists, we will surely look to strengthening the education-industry bond.

QUESTION: What is your USP of development?

ANSWER: There is development of certain sectors through the schemes and programmes implemented under the Biswa Bangla brand, there is progress on the industry front. I discovered Tajpur, and it is being developed into a resort town. A lot of investment is being made on Biswa Bangla brand-related work.

QUESTION: What are you thinking about the next Lok Sabha election?

ANSWER: There’s still one-and-a-half years left. The picture will become clear gradually.

QUESTION: Would you help open more private medical colleges?

ANSWER: We need more doctors. I also want more medical colleges to be opened.

COMMENT by Mamata Banerjee: There was criticism about the Gorakhpur hospital deaths and the way the (UP) government handled it. Children are dying due to lack of oxygen. Yet he (CM Yogi) is not accepting that fact. He is deviating to other issues like asking how can he stop police stations from celebrating Janmasthami.

QUESTION (by a Kolkata-based industrialist): There are no bandhs in Bengal now, manpower has gone up. But we need skilled people, we need a brain bank in Bengal. Also, ancillary industries are required – we need to get bottle caps from other states. Can’t such units be set up here?

ANSWER: Kolkata is the Human Capital of the world. There have been some problems, but things will turn around soon. We are giving all facilities for the IT sector. We will overtake Bengaluru. People have to come forward with proposals for ancillary industries. Investors have to come forward. We have a land bank. Our government will provide all sorts of help.

A Reliance representative has announced that the company has committed an investment of Rs 20,000 crore in Bengal.

QUESTION (by JU V-C): There has been a decrease in funding for education. The UGC has suddenly said it would not be able to fund several schemes beyond September 2018. In addition to the students being hit, several people will lose their jobs. I request the State government to help.

ANSWER: JU performance has been very good. But in this situation, the central government is stopping funds in several other schemes like ICDS as well. We have started NET scholarships. For this case as well, we will do something.

QUESTION: You took part in a meeting with Opposition leaders in Delhi, but Nitish Kumar didn’t attend?

ANSWER: It doesn’t matter. I want a hundred more Lalu Prasads, a hundred more Akhilesh Yadavs.

COMMENT by Mamata Banerjee: There is saffronisation of education.

SUGGESTION by Jhulan Goswami: Please see to it that Gitanjali Stadium is renovated.

SUGGESTION by footballer Gautam Sarkar: It would be nice if sports is made compulsory in the school curriculum.

QUESTION by Bhupen Chaubey: Why are you the Centre’s target number one?

ANSWER: I am happy to be the target number one. I am not zero, I am hero.

COMMENT by Mamata Banerjee: Suddenly the Centre thought that Independence Day is not celebrated in Bengal and so they sent a notice for every school to follow. They are instructing whose picture to put up in schools. Is this the job of the Centre? And whenever this is protested, they are sending their agencies to hound us. They sent Sudip Bandyopadhyay to jail. Why? They sent him to jail by filing a case involving an amount of Rs 5 lakh.

Why should a national channel attack West Bengal? It tells lies unnecessarily. I don’t want publicity from the media. I want it that they remain neutral. A national channel says that Mamata means Muslim. Yet, in many places, BJP people walk around with swords and get away with it. The media promotes the Central Government. I do not want any favour from the media. The Centre is setting its agencies on us. It is my democratic right to express myself. Democracy has been destroyed.

Whenever I say that demonetisation has destroyed the climate of investment, the Centre sets its agencies on us. I won’t just accuse the Prime Minister; his whole party is responsible.

We love all states – be it Gujarat, Uttar Pradesh, Punjab or any other states.

 

উন্নয়ন ও মা মাটি মানুষের সঙ্গে নিবিড় যোগসুত্র আমাদের সাফল্যের চাবিকাঠিঃ মুখ্যমন্ত্রী

১৮ই আগস্ট অনুষ্ঠিত রাইজিং বেঙ্গল সম্মেলনে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভুপেন্দ্র চৌবে’র প্রশ্ন: ৬ বছরের প্রধান চ্যালেঞ্জ কী ছিল?

উত্তর: ৩৪ বছর কর্মসংস্কৃতি চলে গিয়েছে। আগের সরকার ২ লক্ষ কোটি টাকা ঋণ করেছে। এই অবস্থায় সরকার চালানো সমস্যার, তার মধ্যেও সামাজিক ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি।২ টাকা কেজি চালের প্রকল্প চালু হয়েছে, বিনামূল্যে স্বাস্থ্যের ব্যবস্থা হয়েছে। কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে, ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়েছে, আমরা সদ্যোজাতদের জন্য শয্যা বাড়িয়েছি, প্রসূতি মায়েদের আনার জন্য গাড়ি ব্যবস্থা আছে।

রবীন্দ্র ভারতীর সহ-উপাচার্যের প্রশ্ন: শিল্প সংস্কৃতির প্রশিক্ষণ প্রসারের ব্যবস্থা করা যায়?

উত্তর: আমরা গ্রামের সংস্কৃতিকে গুরুত্ব দিই। ১ লক্ষ ৮২ হাজার শিল্পী সরকারি বিজ্ঞাপনে কাজ করেন।৩০০-র বেশি পলিটেকনিক ও আইটিআই করেছি, ৪৬ টি কলেজ তৈরি করেছি। আমরা কর্মসংস্থান করেছি, আমরা সেজন্যই সামাজিক উন্নয়নে যোগ দিয়েছি।

বাংলা কি দেশের থেকে আলাদা? গণতন্ত্রে সবাইকে নিয়ে চলতে হবে, আমরা ব্লক স্তরের অফিসারদের সঙ্গে বৈঠক করি, আমরা কৃষি, মৎস্য চাষ সব কিছুর জন্য আলাদা অনুষ্ঠান করি। শিক্ষা ও শিল্প দুটি পৃথক হলেও সম্পর্ক আছে, ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে। শিল্পদ্যোগীরা প্রস্তাব দিলে, শিক্ষার সঙ্গে শিল্পের যোগসূত্র তৈরির বিষয়ে নিশ্চয়ই ভাবব।

উন্নয়নের ইউএসপি কী? প্রশ্ন অধ্যাপকের

উত্তর: বিশ্ববাংলা প্রকল্পে উন্নয়ন হচ্ছে, শিল্পেও উন্নতি হচ্ছে, গতিতেই উন্নয়ন হচ্ছে, আরও সময় লাগবে। তাজপুর আমি আবিষ্কার করি, বিশ্ব বাংলা প্রকল্পে অনেক বিনিয়োগ হচ্ছে।

প্রশ্ন: দেশের পরবর্তী লোকসভা ভোট নিয়ে কী ভাবছেন?

উত্তর: এখনও দেড় বছর বাকি আছে,যত দিন যাবে তত স্পষ্ট হবে।

প্রশ্ন: আপনি কি বেসরকারি মেডিক্যাল কলেজ খুলতে সাহায্য করবেন?

উত্তর: আমার আরও ডাক্তার চাই, আমি চাই আরও মেডিক্যাল কলেজ খোলা হোক, মেডিক্যাল কলেজ হোক, আমিও চাই।

মুখ্যমন্ত্রীর মন্তব্যঃ উত্তর প্রদেশে অক্সিজেনের অভাবে শিশু মরেছে, মানছেন না। বলছেন থানায় জন্মাষ্টমী কী করে বন্ধ করব, রাস্তায় নমাজ তো বন্ধ করতে পারছি না।

কলকাতার এক শিল্পপতি প্রশ্ন করেন, এখন বাংলায় বন্ধ নেই, কর্মী বেড়েছে। কিন্তু, আমাদের প্রশিক্ষিত কর্মী চাই, ব্রেন ব্যাঙ্ক-ও চাই। আমাদের অ্যানসিলিয়ারি শিল্প চাই, আমাদের বোতলের ছিপি বাইরে থেকে আনাতে হয়, সেগুলো কি এখানে তৈরি করা যায় না?

উত্তর: কলকাতা হল হিউম্যান ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, কিছু সমস্যা ছিল, কিন্তু ছবি পালটাবে, আমরা বেঙ্গালুরুকে ছাপিয়ে যাব, অনুসারি শিল্পের জন্য এগিয়ে আসতে হবে, উদ্যোগপতিদের এগিয়ে আসতে হবে, আমাদের ল্যান্ড ব্যাঙ্কআছে, সবরকম সাহায্য করবে সরকার।

২০ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা, ঘোষণা রিলায়েন্স সংস্থার।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের প্রশ্নঃ শিক্ষাক্ষেত্রে টাকা কমানো হচ্ছে, ইউজিসি হথাত করে জানিয়েছে তারা ২০১৮ সালের সেপ্টেম্বরের পর কিছু ক্ষেত্রে আর অনুদান দেবেন না। এর ফলে ছাত্রদের পাশাপাশি অনেক কর্মচারীও কাজ হারাবেন। আমি রাজ্য সরকারের সাহায্য চাই।

উত্তর: কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে, আমরা এর ব্যবস্থা করব।

প্রশ্ন: আপনি বিরোধীদের নিয়ে দিল্লিতে সভা করলেন অথচ নীতীশ কুমার চলে গেল?

উত্তর: আমি ১০০ লালুপ্রসাদ চাই, ১০০ অখিলেশ যাদব চাই।

মুখ্যমন্ত্রীর মন্তব্যঃ শিক্ষার গৈরিকীকরণ করা হচ্ছে।

ক্রিকেটার ঝুলন গোস্বামীর পরামর্শঃ গীতাঞ্জলী স্টেডিয়ামের সংস্কার করা হোক ও স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য একটি সুরক্ষিত আবাসন বানানো হোক।

মুখ্যমন্ত্রী’র কাছে স্কুল সিলেবাসে খেলাধুলোকে অগ্রাধিকার দেওয়া হোক প্রস্তাব প্রাক্তন ফুটবলার গৌতম সরকারের।

ভুপেন্দ্র চৌবে’র প্রশ্নঃ আপনি কেন কেন্দ্রের টার্গেট নম্বর ওয়ান?

উত্তর: আমি খুশি, টার্গেট নম্বর ওয়ান হওয়ায়, “I am not Zero I am hero”

মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

বাংলায় স্বাধীনতা দিবস পালন হয় না বলে হঠাৎ কেন্দ্রের এমন মনে হল, যে স্কুলে নির্দেশ পাঠাল। কার ছবি লাগানো হবে সেটাও বলে দিচ্ছে, এটা সরকারের কাজ? এসবের প্রতিবাদ করলেই এজেন্সি পাঠাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠাল, কেন পাঠাল জেলে? ৫ লক্ষ টাকার মামলা দিয়ে জেলে পাঠাল।

ন্যাশনাল চ্যানেল পঃবঙ্গ সরকারকে কেন আক্রমণ করে? ন্যাশনাল চ্যানেল অযথা বাজে বলে,মিডিয়ার প্রচারচাই না,নিরপেক্ষ থাকুক, ন্যাশনাল প্রচার করে মমতা মানে মুসলিম, অন্য জায়গায় বিজেপি কেবল তলোয়ার নিয়েঘোরে, মিডিয়া সরকারের প্রচার করে। আমি মিডিয়ার ফেবার চাই না-এটা বললেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। গণতন্ত্র শেষ হয়ে গিয়েছে।

নোট বাতিলে কত বিনিয়োগ চলে গেছে, বললেই এজেন্সি লাগিয়ে দিচ্ছে। কেবল প্রধানমন্ত্রীকে দোষ দেব না, ওঁর দল দায়ী।

আমরা গুজরাত, উত্তরপ্রদেশ, পঞ্জাব সবাইকে ভালবাসি।