Healthcare must be provided at affordable cost: Mamata Banerjee

Chief Minister of Bengal Mamata Banerjee today met with the representatives of private hospitals and nursing homes at Town Hall to take stock of the functioning of the functioning of these hospitals.

In the meeting, the Chief Minister said, “There are some complaints against private hospitals, but people should not take law in their own hands.”

The Chief Minister highlighted several achievements of the state government in improving the medical facilities in State. She said, “27000 beds have been increased in the government hospitals in the last few years. Four lakh people have been registered under the Swastha Sathi programme and government hospitals have also started e-prescriptions.”

The Chief Minister also mentioned, “The people choose which hospital they will get treated in. Bengal is the gateway to North East India, Bangladesh and Nepal from where people also come here for treatment. Patients trust the hospitals with their lives, they must be treated humanely. The treatment must be provided with ease and simplicity. This is a social responsibility.”

She suggested to the private hospitals that they must maintain e-records of patients. The Chief Minister also mentioned that the Government will bring in an amendment to the West Bengal Clinical Act in the upcoming session of the Assembly.

She ended the meeting stating that the government will set up West Bengal Health Regulatory Commission headed by a former judge for monitoring private hospitals.

 

সহজ-সরল-সুলভ খরচে স্বাস্থ্য পরিষেবা দিতে হবেঃ মুখ্যমন্ত্রী

আজ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম  গুলির সঙ্গে টাউন হলে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কিছু কিছু বেসরকারি হাসপাতালের নামে অভিযোগ আসছে। কিন্তু তাই বলে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না”।

মুখ্যমন্ত্রী জানান, গত ৫ বছরে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। হাসপাতালে বেডের সংখ্যা ২৭০০০ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ৪ লক্ষ মানুষ রয়েছেন। সরকারি হাসপাতালে ই-প্রেসক্রিপশন চালু করা হয়েছে।”

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ কোথায় চিকি९সা করাবেন সেটা তাদের স্বাধীনতা। বাংলা উত্তর-পূর্ব ভারতের গেটওয়ে, বাংলাদেশ ও নেপাল থেকেও অনেক মানুষ এখানে আসেন চিকি९সার জন্য। মানুষ হাসপাতালগুলিকে বিশ্বাস করে। তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। মানুষকে স্বাস্থ্য পরিষেবা সহজ-সরল-সুলভে দিতে হবে। এটাও একটা সামাজিক দায়িত্ব”।

তিনি আরও বলেন, “দিল্লি ও মুম্বাইয়ের জীবনযাত্রার মান কলকাতার থেকে অনেক বেশি তাই ওখানকার খরচের সাথে কলকাতার খরচ তুলনা করা যায় না।”

তিনি বলেন, কোনও হাসপাতাল থেকে এমারজেন্সি রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত না।

হাসপাতালগুলিকে ‘বাজেট সেকশন’ চালু করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী যেখানে সাধারণ মানুষ সুলভে স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন।

মুখ্যমন্ত্রী বলেন “সরকারি ও বেসরকারি হাসপাতাল একে অপরের পরিপূরক। বর্তমানে শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে হয়েছে ২৬। মা ও শিশুদের সুরক্ষাই আমদের লক্ষ্য। রোগীদের সাথে মানবিক আচরণ করতে হবে। কিন্তু হাসপাতালে কোনরকম অশান্তি আমরা সমর্থন করি না। হাসপাতাল মানুষের সেবার জায়গা। হাসপাতালগুলির উচিত রোগীদের ই-রেকর্ড রাখা”।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল অ্যাক্ট এমেন্ড করা হবে এবং করব বেসরকারি হাসপাতালেগুলিকে মনিটর করতে একটি West Bengal Health Regulatory Commission গঠন করা হবে।

 

 

Organic colours made by Adivasi women of Jangalmahal to be available for Holi

The Bengal State Government, in collaboration with Jadavpur University, is training Adivasi women of Purulia district (part of the Jangalmahal region) to create organic red, blue and yellow-coloured powders for Holi (abir), from palash (flame-of-the-forest), aparajita (butterfly pea) and genda (marigold) flowers, respectively. These are going to be sold under the Biswa Bangla brand in bamboo containers of two sizes – 250 g (to be priced at Rs 90) and 500 g – from State Government stalls across the State.

Presently, 60 Adivasi women from seven gram panchayats of Purulia have been selected for the project, for which the West Bengal SC ST Development and Finance Corporation (WBSCSTDFC) is spending Rs 15.5 crore. This project has also fulfilled a long-standing demand of the State flower growers’ and flower sellers’ association.

These coloured powders would not be just like any ordinary ones – essential oils derived from these flowers would be mixed with them to create scented abir. The bamboo containers would be manufactured by members of the Kalindi family, traditionally famous in the Jangalmahal region for bamboo crafts.

 

 

জঙ্গলমহলের আদিবাসীদের তৈরি ভেষজ আবিরে রঙিন হবে এবছরের দোল উ९সব

এবার বাংলার দোল যাত্রাকে রাঙিয়ে দেবে পুরুলিয়ার আদিবাসীদের তৈরি ভেষজ আবির ‘বনপলাশী’।পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে সাহায্য করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ। তাঁদের প্রশিক্ষণেই আবির তৈরির পদ্ধতি শিখছেন আদিবাসী মহিলারা।

পলাশ, অপরাজিতা, গাঁদা ফুল থেকে তৈরি এই আবির দোলের আগেই চলে আসবে প্রত্যেক সরকারি স্টলে। সব ঠিক থাকলে বিশ্ববাংলা ব্র্যান্ডের নামেই বাঁশের তৈরি পাত্র করে বিক্রি করা হবে এই ভেষজ আবির। আড়াইশো গ্রামের ছোট পাত্রের দাম হবে মাত্র নব্বই টাকা। আর বড় পাত্রে থাকবে ৫০০ গ্রাম আবির।

বর্তমানে সাতটি গ্রাম পঞ্চায়েতের ষাট জন আদিবাসী মহিলাকে প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ তফশিলি জাতি, তফশিলি উপজাতি উন্নয়ন ও অর্থ নিগমের প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকায় সূচনা হয়েছে এই প্রকল্প। এই প্রকল্প ফুলচাষিদের দীর্ঘদিনের চাহিদা ও পূরণ করবে।

এই আবির একেবারে পরিবেশবান্ধব।ফুলের নির্যাস থেকেই আবিরে সুগন্ধী মেশানো হবে। আর বাঁশের পাত্র তৈরি করবে জঙ্গলমহলের বাঁশের কাজ করার জন্য বিখ্যাত কালিন্দী পরিবার।

 

Respect all languages but do not neglect Bangla: Mamata Banerjee

Like every year, Bengal Government commemorated International Mother Language Day today in the presence of Chief Minister Mamata Banerjee at Deshapriya Park, Kolkata. Earlier in the day, the Chief Minister paid her tributes at Bhasha Shahid Smarak at 21se Udyan.

Speaking on the occasion, the Chief Minister announced that the Government has decided to give recognition to Kurukh language and also form a committee for the recognition of Rajbongshi/Kamtapuri language. The committee will be headed by Nrisingha Prasad Bhaduri.

The CM expressed sadness at the fact that Bengali language is ignored today. “We have to respect all languages but why should we neglect Bangla,” she said.

Last year the Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the Bhasha Shahid Smarak at the Ekushe Udyan park, opposite MP Birla Planetarium here. It has been built in memory of the martyrs of the Language Movement or Bhasha Andolan in Bangladesh, who gave their lives for the cause of Bengali to be made the national language, on February 21, 1952.

 

সব ভাষাকে শ্রদ্ধা করুন, বাংলা ভাষাকে ভুলবেন নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণ করল রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৯৯ সালে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। পরে ২০০৮ সালে জাতীয়সংঘও এই দিনটিকে স্বীকৃতি দেয়।

মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ আজ বাংলা ভাষাকে ভুলতে বসেছে। আমাদের উচিত সব ভাষাকে শ্রদ্ধা করা, কিন্তু কেন আমরা বাংলা ভাষাকে ভুলে যাব।হিন্দি, উর্দু, গুরুমুখী, অল চিকি ভাষাকে আমরা মান্যতা দিয়েছি। আজ ভাষা দিবস উপলক্ষে আমরা কুরুক ভাষা কে মান্যতা দিচ্ছি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ির অধীনে একটি কমিটি গঠন করা হচ্ছে রাজবংশী/কামতাপুরি ভাষাকে মান্যতা দিতে”।

সবশেষে তিনি বলেন আজ বনশ্রীদি আমাদের মধ্যে নেই। তিনি আমাদের মধ্যে না থাকলেও তার গান আমাদের সাথে চিরকাল থাকবেন।

গত বছর মুখ্যমন্ত্রী বিড়লা প্ল্যানেটরিয়ামের বিপরীতে ২১শে উদ্যানে একটি ভাষা শহীদ স্মারকের উদ্বোধন করেন। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতিতে তৈরী হয়েছে এই স্মারক।

Bengal Govt taking steps to ensure sufficient drinking water supply in rural areas

In a bid to ensure sufficient supply of drinking water in major parts of Basirhat and Bongaon in North 24-Parganas, the state government is planning to engage an international firm that will set up water treatment plants to produce potable water from salt water.

Subrata Mukherjee, minister, state Public Health Engineering department, said: “There is a necessity to take steps to ensure sufficient supply of potable water in areas including Basirhat, Taki, Hingalganj and Bongaon. There is no scarcity of salty water in the area. But they need to be recycled to potable condition so that they can be supplied to the people.”

Lakhs of people will be benefitted as there would be no shortage of water with setting up of the treatment plants. At the same time, the state government has taken initiative to ensure sufficient supply of drinking water in Bankura and Purulia. Water is supplied in half of the Bankura district from the Damodar River.

Initiatives have been taken to ensure supply of safe drinking water in the remaining parts of the district. ADB is funding the project for Bankura district. Quite a similar project has been taken up for Purulia district to ensure that scarcity of potable water becomes a thing of the past in the district. Japan International Cooperation Agency is funding the project in Purulia.

With implementation of the projects, people of the area would not have to face any trouble due to short supply of water.

 

গ্রামীণ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী রাজ্য

উত্তর ২৪ পরগনার বসিরহাট ও বনগাঁ এলাকায় জলের কষ্ট মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত বাবু বলেন, সুন্দরবন এলাকার পানীয় জল সমস্যা চিরদিনের। সেই সমস্যা দূর করতে পরিকল্পিতভাবে এগোচ্ছে রাজ্য। বসিরহাট এলাকায় বিশেষ প্রকল্প নেওয়া হবে। এখানে জলে ৪০ শতাংশ লবণ রয়েছে। সেই জল শোধন করে মানুষকে দেওয়া হবে। এডিবি আর্থিক সাহায্য করবে। হিঙ্গলগঞ্জ, টাকি, হাসনাবাদ নিজে গিয়েছি, সমস্যা বুঝেছি। একটি বিদেশী সংস্থা এই ধরনের প্রকল্প গড়ে। ওই সংস্থার সাহায্য নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পুরুলিয়া ও বাঁকুড়ার মত রুখাশুখা এলাকার জন্যও জলপ্রকল্প নেওয়া হচ্ছে। বাঁকুড়ার একটি অংশে জল দিচ্ছে ডিভিসি। বাকি অংশের জন্য এক হাজার কোটি টাকা পাওয়া যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে। পুরুলিয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়েছে জাইকা। রাজ্যে ৮৩টি ব্লক আর্সেনিক, ফ্লোরাইড প্রবণ। সেই সমস্যাও মিটিয়ে ফেলা হচ্ছে। কাজ চলছে।

নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সর্বত্র জলদি পাইপলাইনের কাজ শেষ হয়ে যাবে বলে দাবি করেন তিনি।

Full-fledged cultivation of Singur land by February end

Cultivation of crops on the entire 997 acre of land in Singur will start in full swing by the end of February.

The state government had returned the plots in cultivable condition to farmers in Singur following the Supreme Court’s verdict. The Apex Court had directed the state government to return the land within 12 weeks. The Mamata Banerjee government had completed the task much ahead of the deadline.

Mamata Banerjee government took elaborate schemes to ensure cultivation of crops on the acre of the land that had almost turned barren with construction of sheds and other facilities of the automobile factory. A total of 56 submersible pumps were installed and irrigation facility has also been restored. There was already full-fledged cultivation of mustard, potato and pulses on 500 acre of land and the growth of the crops in record time has removed doubts from the mind of the farmers who were brainwashed by some people with vested interest that cultivation would be next to impossible on the “barren land”. Sowing of paddy seeds has also started on the land.

Now, by the end of February, the remaining work to help farmers for a better cultivation would get completed.

 

সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে হল উচ্চপর্যায়ের বৈঠক

সিঙ্গুরে চাষের অগ্রগতি নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হল রবিবার। উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান কৃষি উপদেষ্টা, পিডব্লুডি–র প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্য কৃষি দপ্তরের সহকারী আধিকারিক, জেলাশাসক, পুলিস সুপার, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বেচারাম মান্না প্রমুখ। কাজের অগ্রগতি ছাড়াও কোথায় খামতি রয়েছে, কীভাবে তা কাটিয়ে ওঠা যায় তা নিয়েই হয় এদিনের বৈঠক।

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, ‘‌রবিশস্য চাষ শুরু হয়েছে। ৫০০ একরের বেশি জমিতে চাষ হচ্ছে। চাষের জমি আরও বাড়ানোর কাজ চলছে। আগামী সপ্তাহে আলু তোলা হবে। সেই সময় আমি উপস্থিত থাকব।’‌

সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততার সঙ্গে যাতে সিঙ্গুরের জমিতে উৎকর্ষ মানের চাষ সম্ভব হয়, সে–ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০০ একরের বেশি জমিতে চাষ শুরু হয়েছে। ৫৬টি অগভীর নলকূপ বসানোর কাজও শেষ। একই সঙ্গে সেই নলকূপগুলি চাষের কাজে ব্যবহার শুরু হয়েছে। ধাপে ধাপে বাকি জমিতেও চাষ শুরু হবে।

Mamata Banerjee invites Dipa Karmakar’s coach to set up gymnastics academy in Bengal

Bengal Chief Minister Mamata Banerjee today invited Bisheswar Nandi, coach of gymnast Dipa Karmakar to set up a gymnastics academy in Bengal, on the sidelines of ‘Khel Samman’ award ceremony at Netaji Indoor Stadium.

The CM honoured sporting legends on the occasion. She conferred Khel Samman on 13 sportspersons, Banglar Gourab Samman on 15 sportspersons, Krira Guru Samman on 5 coaches. Samar Banerjee and Naresh Kumar were honoured with the Lifetime Achievement Award.

Atanu Das, Soumyajit Ghosh, Mouma Das and Debasree Majumder were honoured with ‘Bishesh Samman’ and Dipa Karmakar was felicitated with ‘Ananya Samman’. The CM also distributed financial aid to 4000 new and 8653 old clubs for developing their sports infrastructure. This programme, launched in 2011-12 is aimed at developing sporting talent in the State.

The CM lashed out at demonetisation again and pointed out that the move has adversely affected sponsorship of sports, but said that the government will always stand by the sports persons. She also announced that 13 clubs will get Rs 50 lakh from the state sports department for development of sports.

Enlisting her government’s achievements in building sports infrastructure, she said, “We have built 16 new stadiums, refurbished 46 and built 23 youth hostels.” She also said that she will compose a theme song for the sports department, and emphasised that there is need for one since it will foster identity and as sense of pride.

 

খেলাধুলোর প্রসার করা আমাদের কর্তব্যঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে খেল সম্মান এর থেকে জিমনাস্ট দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীকে বাংলায় একটি জিমনাস্টিক অ্যাকাডেমি তৈরির জন্য আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “২০১৫ সালে বাংলায় ক্রীড়া নীতি তৈরি হয়েছে। বাজেটে এর বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বাংলায় খেলাধুলোর অনেক প্রতিভা রয়েছে। সল্টলেক স্টেডিয়ামে ফুটবল অনুর্দ্ধ-১৭ বিশ্বকাপ হবে। আশা করা যায় এটি বাংলার খেলাধুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে। ১৩ টি ফুটবল ক্লাবকে ৫০ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে”।

তিনি আরও বলেন, “১৫ টি নতুন স্টেডিয়াম তৈরি হচ্ছে, ৪৬ টি সংস্কার করা হচ্ছে। ২৩ টি যুব আবাস তৈরি হয়েছে, ১৯ টি সংস্কার করা হয়েছে। ২৮৪ টি মাল্টি জিম তৈরি হয়েছে। জঙ্গলমহল, হিমাল-তরাই-ডুয়ার্স ও সুন্দরবন এলাকায় এখন ক্রীড়া প্রতিযোগিতা হয়। যেখানে ৭০০০০ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি হয়েছে। রবীন্দ্র সরোবর স্টেডিয়াম সংস্কার করা হয়েছে”।

আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে ৪০০০ নতুন ক্লাবকে আর্থিক অনুদান দেওয়া হল তাদের পরিকাঠামো উন্নয়নের জন্য। আগে ৮৬৫৩ টি ক্লাবকে দেওয়া হয়েছে। অলিম্পিক কমিটিগুলিকেও ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

বিশিষ্ট কৃতী ক্রীড়াবিদদের সম্মাননা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।

 

১৩ জন  ক্রীড়াবিদ খেল  সম্মান পেলেন 

১)শ্রী চন্দন বাউরি

২)শ্রীমতী লিলি দাস

৩)জনাব শাহাবাজ আদিল খান

৪)শ্রী দীপ্তায়ন ঘোষ

৫) শ্রীমতি রুমেলি ধর

৬)শ্রী সুদীপ চ্যাটার্জী

৭)শ্রী প্রণয় হালদার

৮)শ্রীমতী পায়েল ভট্টাচার্য

৯)শ্রীমতি প্রণতি দাস

১০)শ্রী রাজেশ মন্ডল

১১)শ্রীমতী সুতীর্থা মুখার্জি

১২)শ্রী ভোলানাথ দলুই

১৩)শ্রীমতী লীলা সাহা

 

১৫ জন পেলেন বাংলার গৌরব সম্মান

১) শ্রী হরিশঙ্কর রায়

২) শ্রীমতী লোপামুদ্রা ব্যানার্জী

৩)শ্রীমতী জুডালিন ডি সিলভা

৪) শ্রী কার্তিক শেঠ

৫) শ্রী মিলন দত্ত

৬) শ্রী শম্ভুনাথ সাহা

৭) শ্রী অশোক কুমার সিং

৮) শ্রীমতী শম্পা গুহ

৯) শ্রী সঞ্জীব চক্রবর্তী

১০) শ্রী সুরজিৎ ঘোষ

১১) শ্রীমতী অনিন্দিতা চক্রবর্তী

১২) শ্রী কমলাকান্ত সাঁতরা

১৩) শ্ৰীমতী জ্যোত্স্না মুখার্জি

১৪) শ্রী প্রবীর সরকার

১৫) শ্রী সোমনাথ মালো

 

ক্রীড়াগুরু সম্মান পেলেন

১)শ্রী শিশির দাস

২)শ্রী সঞ্জয় সেন

৩)শ্রী জয়নারায়ণ দাস

৪)শ্রী বিশ্বজিৎ দে চৌধুরী

৫)শ্রী জগবন্ধু মন্ডল

 

জীবনকৃতী সন্মান পেলেন

১)শ্রী সমর (বদ্রু ) ব্যানার্জি

২)শ্রী নরেশ কুমার

 

 

Bengal’s Animal Resource Dept comes up with a new gift for food lovers

There is good news for all the foodies who savour meat like nothing else in the world. Now, in Kolkata, you can get six chicken cutlets for just Rs 120.

The West Bengal Livestock Development Corporation Limited, a Bengal government undertaking, has recently started selling chicken cutlets that come six in number, in a 300 gram packet.

People have already loved this product, after Minister of State, Animal Resource Development (ARD) flagged off the sale at recently concluded Poultry Fair in Kolkata.

The Livestock Development Corporation is mulling to launch the second variety – a 500 gram packet which would contain 10 such pieces of cutlet costing Rs 210.

 

ভোজন রসিকদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার

ভোজন রসিক বাঙালির জন্য সুখবর। রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবার থেকে ৬টি চিকেন কাটলেট পাওয়া যাবে মাত্র ১২০ টাকায়।

রাজ্য সরকারের অধীনে থাকা West Bengal Livestock Development Corporation Limited এবার থেকে বিক্রি করবে চিকেন কাটলেট। ৩০০ গ্রামের প্যাকেটে ৬টি করে চিকেন কাটলেট থাকবে। কলকাতায় পোলট্রি মেলায় এর বিক্রয় শুরু হয়।

ভবিষ্যতে ৫০০ গ্রামের প্যাকেটে ১০ টি কাটলেট বিক্রি করার পরিকল্পনা রয়েছে রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের। এই প্যাকেট গুলির দাম হবে ২১০ টাকা।

 

Bengal makes great strides in constructing rural roads

State Panchayat and Rural Development minister Subrata Mukherjee on Friday said that the state government had constructed 12,000 km rural roads in the past five years and steps have been taken to ensure that the remaining rural roads are completed in the next five years.

He said, the detailed project report for another 2,000 km rural road had been submitted to the Centre and the Centre is likely to give clearance shortly.

It may be mentioned that the erstwhile Left Front government had constructed only 10,000 km roads in 10 years and in those days, the entire money was given by the Centre under PMGSY. Earlier the Centre used to fund the entire construction cost of rural roads. But now, it is providing funds on a 60-40 basis and it is the responsibility of the states to maintain them.

It may be recalled that after coming to power in 2011, Chief Minister Mamata Banerjee had given priority to setting up rural roads and ensuring that drinking water problem in the rural areas is resolved.

 

গ্রামীণ রাস্তা তৈরীতে অসামান্য সাফল্য বাংলার

কেন্দ্র বরাদ্দ কমিয়েছে। সরাসরি টাকা দেবে পঞ্চায়েতে। তবুও গ্রামীণ পাকা রাস্তা সংস্কার তো বটেই নির্মাণেও ঢিলেমি দিতে চায় না রাজ্য।

প্রথম পাঁচ বছরে ১২ হাজার কিলোমিটার সড়ক তৈরি করে রেকর্ড করেছে তৃণমূল সরকার। পরবর্তী ধাপে ৮০০ ও ১২০০ কিলোমিটার রাস্তা গড়ার কাজ চলছে। তার ডিপিআর শেষ। যে সব সড়ক ভেঙ্গেচুরে গিয়েছে সেগুলির দিকেও নজর দিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর।

উল্লেখযোগ্য, বাম আমলে ১০ বছরে মাত্র ১০০০০ কিমি রাস্তা তৈরী হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পুরো টাকাটাই দিত কেন্দ্র। কিন্তু এখন কেন্দ্র নিজের বরাদ্দ কমিয়ে দিয়েছে। রাজ্যকে দিতে হয় ৪০% টাকা।

২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ফোকাস ছিল গ্রামীণ রাস্তা উন্নয়ন ও জলের সমস্যা মেটানো।

Dr Amit Mitra moves Finance Bill that would benefit 1.06 lakh traders

State Finance minister Amit Mitra on Friday tabled the West Bengal Finance Bill, 2017 which is likely to give benefit to 1.06 lakh traders.

Tabling the Bill, Dr Mitra said it would give relief from payment of tax to dealers having turnovers more than Rs 10 lakh and upto Rs 20 lakh by increasing the threshold of the turnover for VAT liability from the present Rs 10 lakh to Rs 20 lakh. So long, traders having turnovers upto Rs 50 lakh used to enjoy the benefit of the composition scheme.

From now onwards, small manufacturing dealers with upto Rs 50 lakh turnovers have been brought under the scheme. The mandatory VAT audit report has been removed and this is going to benefit businessmen immensely. Mitra said that the state government would give benefit those dealing with biodiesel by completely exempting tax.

Similarly, those doing business with hairbands and hairclips would not have to pay tax. Such benefits would be extended to those dealing with water heaters, kerosene stoves, leaf plates and cups and terracotta tiles. The rate of tax has been lowered from 14.5 percent to 5 percent on sale of machinery for generation of electricity from waste.

Dr Mitra said the steps would help small traders and manufacturers whose number would be around 1.06 lakh. The Bill also seeks to amend the Indian Stamp Act, 1899 and the West Bengal Taxation Tribunal Act, 1987. Also, the West Bengal Tax on Entry of Goods into Local Areas Act 2012 was sought to be amended.

Dr Mitra also said as an effect of demonetisation, middle class people were finding it difficult to buy flats as they have to pay seven per cent stamp duty on the value of the property on the date of booking a flat or a housing property. It may be recalled that the state government has decided to give Rs 50,000 to 50,000 craftsmen who used to work in other states in the gems and jewellery industry and those who lost jobs due to demonetisation.

The state government has also enhanced the remuneration of anganwadi and Asha workers by Rs 500. The West Bengal Appropriation Bill was passed by the state Assembly on Friday with the House approving Rs 14,708 crore as additional expenditure for social infrastructure projects.

Moving the Appropriation Bill 2017, state Finance minister Amit Mitra said a sum of Rs 14,708 crore would be spent for social infrastructure projects like housing, rural electrification and supply of rice to APL and BPL families. A sum of Rs 3,137 crore would be spent on supplying rice to families belonging to the APL and BPL categories, Mitra said, adding Rs 1,022 crore was proposed to be spent for rural electrification.

 

বিধানসভায় ফিনান্স বিল পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র

‘‌মা–‌মাটি–‌মানুষের বাজেট পাখির চোখে দেখতে হবে। ৩৫ মিটার উঁচু থেকে দেখুন। বুঝতে পারবেন সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা মোকাবিলার লক্ষ্য নিয়ে আমরা বাজেট করেছি।’‌ বৃহস্পতিবার বাজেট আলোচনায় বিরোধীদের সমালোচনার জবাব এভাবেই দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

ফের বিরোধী সদস্যদের তিনি বোঝালেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার পরিচালনার চিন্তাভাবনার কথা মাথায় রেখেই এই বাজেট করেছেন তিনি। বোঝালেন, নোটবন্দীতে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত একেবারে নিচুতলার মানুষ। তাঁদের একটু সাহারা দেওয়ার লক্ষ্যকে সামনে রেখেই এই বাজেট পরিকল্পনা করা হয়েছে। আর এই বাজেটে ভর করেই বাংলা নতুন দিশায় পা বাড়াবে, ভারতসেরা হয়ে উঠবে।

অর্থমন্ত্রী তাঁর ভাষণে জোর দিয়েছেন নোটবন্দী দশায় অসহায় শ্রমিক–‌কৃষকের সহায়তার প্রশ্নে। বলেছেন, এটা মমতা ব্যানার্জির সরকারের বাজেট, তাই মানবিকতাকে বিশেষ জোর দিয়েছেন তিনি। কীভাবে রাজ্যের জিডিপি বছরের পর বছর বাড়ছে আর তা কেন্দ্রীয় সরকারের উন্নয়নের গড়কে ছাপিয়ে গিয়েছে, তার তথ্য, হিসেব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, নোটবন্দীর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভিনরাজ্যে কাজ হারিয়ে ফেরা শ্রমিকরা। এমন ৫০ হাজার শ্রমিকের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য রাখা হয়েছে ১০০ কোটি টাকা। আইসিডিএস কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে ৫০০ টাকা করে। সবই করা হয়েছে মানবিক দৃষ্টিতে। অর্থমন্ত্রী বলেন, ধারের সঙ্গে গড় অভ্যন্তরীণ উৎপাদনের অনুপাত অর্থনীতির গুরুত্বপূর্ণ মাপকাঠি। সেটাই আমরা এই ৬ বছরে কমিয়ে আনতে পেরেছি। এটা আমাদের সাফল্য। এই সাফল্যের ও মানবিকতার পথ ধরেই বাংলা দেশের সেরা রাজ্য হওয়ার দিকে।

Turning Bengal around is our determination, dedication and devotion: Mamata Banerjee

Speaking at the inauguration of a pumping booster station at Harish Park in Kolkata, Bengal Chief Minister said that Bengal will turn around. “It is our determination, dedication and devotion,” she said.

The CM said that those who were in power earlier did not do any work and now they are giving lectures. “We have inherited a huge debt burden from the previous govt. Despite financial constraints, we are constantly working for people. We have initiated social welfare schemes like Kanyashree, Sikkha Shree, Sabuj Shree, Yuvashree”.

She added, “Students are getting books, uniforms, shoes for free. We are distributing cycles to students of Class IX-XII. We have improved the infrastructure of govt hospitals. Healthcare is free at govt hospitals. Eight crore people in the State are receiving rice at Rs 2/kilo under Khadya Sathi”.

“When we came to power institutional delivery was 65%. The figure has risen to 90% now. Infant mortality rate has decreased from 32 to 26 in the last five years. We have set up SNCUs, HDUs, SNSUs, Mother & Child Hubs across districts. We started a breast milk bank,” the Chief Minister said.

Mamata Banerjee said that earlier everyone used to say ‘Bengal is finished’. Now people praise the huge progress in the State. She urged the Opposition not to indulge in destructive politics but participate in constructive development.

“CPI(M) is a lost case. Congress should focus on Delhi first. BJP should set its house in order,” she said.

She also came down heavily on demonetisation. “We work for the people. The BJP cannot intimidate anybody by misusing the agencies,” Mamata Banerjee said.

 

 

বাংলাকে ঘুরে দাঁড় করানোই আমাদের ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

হরিশ পার্কে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা ঘুরে দাঁড়াবেই। তিনি বলেন, ‘এটা আমদের ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড ডিভোশন’।

মুখ্যমন্ত্রীর বলেন, “যারা আগে ক্ষমতায় ছিলেন তখন তারা মানুষের জন্য কোনও কাজ করেননি, এখন শুধু ভাষণ দিচ্ছেন। আগের সরকারের বিপুল ঋণের বোঝা আমরা বহন করছি। অর্থনৈতিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের জন্য আমরা কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী এইসব উন্নয়নমূলক প্রকল্প চালু করেছি”।

 তিনি আরও বলেন, “ছাত্রছাত্রীরা এখন বিনামূল্যে বই, ইউনিফর্ম, জুতো পাচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দিচ্ছে রাজ্য সরকার। সরকারি হাসপাতাল গুলির পরিকাঠামো আরও উন্নত করা হয়েছে, সরকারি হাসপাতালে আজ বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাচ্ছে। রাজ্যের ৮ কোটি মানুষ এখন ২ টাকা কেজি দরে চাল পাচ্ছেন”।  

মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন ইন্সটিটিউশনাল ডেলিভারি ছিল ৬৫% এখন তা বেড়ে হয়েছে ৯০%। গত ৫ বছরে শিশু মৃত্যুর হার ৩২ থেকে কমে হয়েছে ২৬। এসএনসিইউ, এইচডিইউ, এসএনএসইউ, মাদার ও চাইল্ড হাব তৈরি করা হয়েছে। মাতৃ দুগ্ধ ব্যাঙ্ক তৈরি করা হয়েছে”।  

আগে প্রত্যেকে বলত বাংলা শেষ হয়ে গেছে। এখন মানুষ বাংলার উন্নতি ও প্রগতির প্রশংসা করে। তিনি বিরোধীদের আবেদন করেন ধ্বংসাত্মক রাজনীতি না করে কনস্ট্রাকটিভ উন্নয়নে অংশগ্রহণ করুন।

 তিনি বলেন, “সিপিআই(এম) শেষ হয়ে গেছে। কংগ্রেসের উচিত দিল্লির প্রতি নজর দেওয়া। বিজেপি আগে নিজের ঘর সামলাক”।  

নোট বাতিল প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ ব্যাঙ্ক থেকে নিজেদের টাকা তুলতে পারছে না, বিজেপি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করে কাউকেই ভয় দেখাতে পারবে না”।