August 29, 2017
Process of dialogue for restoring normalcy in the Hills has begun: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today held a meeting with political parties from the Hills to end the ongoing impasse in the Darjeeling Hills and restore normalcy in the region.
Four major political parties (GJM, JAP, GNLF and TMC) were present at the meeting.
Here is what the Chief Minister said after the meeting:
Today’s meeting was positive and cordial. A dialogue process has been initiated to restore normalcy in the Hills and bring back peace in the region.
Dialogue is a continuous process. Regular interaction will continue. We will meet again on September 12 in Uttarkanya at 3 PM.
We are all in favour of restoring peace and normalcy in the Hills. We requested them (the Hill parties) to withdraw the bandh, as common people are suffering. Tea, tourism, transport sectors have been hampered.
Let them take their time. They have their own political considerations. Government is bound by its constitutional mandate. But the process of dialogue should continue.
We thank the representatives of all the Hill parties who were present today. We want peace and progress in the Hills.
পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনা প্রক্রিয়া চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়
পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাহাড়ের ৪ টি বড় রাজনৈতিক দল (GJM, JAP, GNLF and TMC) আজকের এই বৈঠকে উপস্থিত ছিল।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
আজকের এই বৈঠক ইতিবাচক হয়েছে। আজকের এই বৈঠকের মাধ্যমে একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আজকের এই বৈঠক।
এখন থেকে নিয়মিত আলোচনা হবে। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ৩ টেয় উত্তরকন্যায় বৈঠক হবে।
আমারা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক, সমস্যার সমাধান হোক। বনধ তুলে নেওয়ার জন্য আমরা ওদের (পাহাড়ের দলগুলিকে) অনুরোধ করেছি। চা বাগান বন্ধ হয়ে গেছে; পর্যটন, পরিবহণ সব কিছুর ক্ষতি হচ্ছে।
পাহাড় নিয়ে আলোচনা শুরু হল, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে। এবার ওদের (পাহাড়ের দলগুলি) নিজেদের আলোচনা করতে দিন, ওদের কিছু সেট আপ রয়েছে। তবে নিয়মিত আলোচনা হবে।
পাহাড়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমার ধন্যবাদ। পাহাড়ের ভাই-বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। পাহাড়ের উন্নয়ন হোক।