August 18, 2017
Bengal Agriculture Dept issues advisory for the flood-affected farmers

The Bengal Agriculture Department has issued an advisory for the flood-affected farmers of the State. This is the latest in a range of measures adopted by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government since coming to power in 2011, including writing off tax, cess and surcharge on agricultural land. All Block Agriculture Department officials would be available to render help.
The advisory:
- If seedbeds are destroyed, select a high ground for a new seedbed. Saplings grown on the seedbeds can be planted in fields till the first week of September. Quick-growing varieties of paddy (which can be grown in 115 to 120 days), like MTU-1010, IET-4786, Gatra Vidhan-1, Gatra Vidhan-3, IR-36, Rajendra Bhagwati, DRR-42, IR-64 Sub-1, Chiarang Sub-1, Bina-11, Ajit, Pushpa, Phalguni (SR Dhan-801) and DRR-45 may be planted.
- After the water level goes down, sprinkle anti-mushroom spray on the seedbed, and mix 400 gm of urea and 150 gm of muriate of potash per cottah. And when the water level on the seedbed goes down, paddy cultivated on some other seedbed can be transplanted there.
- If paddy saplings are unavailable, cut grafts from the earlier cultivated paddy and plant them. Apply proper fertilizers.
- Once the water from the seedbed goes down, apply to the still intact paddy 4 kg muriate of potash per bigha, followed one week later by 8 kg urea. If the paddy becomes affected by pests, contact the block officer of the Agriculture Department and apply the pesticide suggested.
- Aman rice may be cultivated wherever possible.
- If the high-yielding varieties of paddy are unavailable, local varieties like Bhashamanik, Kabirajshal, Jamainaru, Kamala-222, Nagra and Bahuroopi, which flower during the first week of November (or the third week of Kartik, according to the Bengali calendar) can be cultivated, using the drum seeder method.
- Where Aman rice cannot be cultivated, sow tori mustard and kalai.
- To the vegetable, flower, fruit and betel leaf gardens which have been less affected, apply organic fertilizers, potash fertilizers and copper oxychloride (4 grams per litre of water).
- The soil beds which have been completely destroyed can be planted with raddish, red lettuce (lal shaak), lettuce, coriander, gourd, pumpkin and kalmi shaak.
- Saplings of winter vegetables like cauliflower, tomato, brinjal, chilli, etc. may be grown on shaded higher grounds, under shade nets and in polyhouses using pluck trays.
- The destroyed Aman rice may be used as fodder for animals.
Source: Aajkal
বন্যা কবলিত এলাকার কৃষক ভাইদের সাহায্যার্থে কৃষি বিভাগ
মা মাটি মানুষের সরকার ২০১১ তে ক্ষমতায় আসার সময় থেকেই সব সময় কৃষকদের পাশে থেকেছে। কৃষকদের সব খাজনা মুকুব করে দিয়েছে রাজ্য সরকার। এই বন্যা পরিস্থিতিতেও কৃষকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। যেকোনো সহযোগিতার জন্য খোলা থাকছে নির্দিষ্ট ব্লকের সহ-কৃষি অধিকর্তার অফিস।
এছাড়াও, বন্যা কবলিত অঞ্চলের কৃষকদের কিছু পরামর্শ দিয়েছে রাজ্য সরকারঃ-
- বীজতলা নষ্ট হয়ে গেলে, স্বল্প সময়ে নতুন বীজতলা তৈরির জন্য উঁচু জমি বেছে নিন। এখনই ১১৫-১২০ দিন মেয়াদি জলদি জাত যেমন এমটিইউ-১০১০, আই.ই.টি-৪৭৮৬, গোঁটরা বিধান-১, গোঁটরা বিধান-৩, আই.আর.-৩৬, রাজেন্দ্র ভগবতী, ডি.আর.আর.-৪২, আই.আর.-৬৪ সাব-১, চিয়ারাং সাব-১ বাঁ বীণা-১১, অজিত, পুস্প, ফাল্গুনী (সি আর ধান-৮০১), ডি.আর.আর-৪৫ ধানের বীজতলা তৈরি করা যেতে পারে। বীজতলা থেকে তৈরী চাড়া সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রোপণ করা হবে।
- জল নেমে গেলে ক্ষতিগ্রস্ত বীজতলাতে বেঁচে থাকা চারার পরিচর্যার জন্য ছত্রাকনাশক স্প্রে করুন এবং কাঠা প্রতি ৪০০ গ্রাম ইউরিয়া ও ১৫০ গ্রাম মিউরেট অফ পটাশ প্রয়োগ করুন।
- জল সরে যাওয়ার পর রোয়া জমির ক্ষতিগ্রস্ত অংশে পূর্বে রোয়া চারার গুছি ভেঙে রোয়া করা যেতে পারে।
- রোয়ার জন্য চারা পাওয়া না গেলে পূর্বে রোয়া চারার গুছি ভেঙে রোয়া করুন। সুপারিশকৃত হারে মূল সার অবশ্যই দিতে হবে এবং রোয়ার ১০ দিন পরই চাপান সার দিন।
- জমি থেকে জল নেমে যাওয়ার পর রোয়া জমিতে বেঁচে থাকা ধান গাছে বিঘা প্রতি (৩৩ দশকে) প্রথমে ৪ কেজি মিউরেট অফ পটাশ, এক সপ্তাহ পরে ৮ কেজি ইউরিয়া প্রয়োগ করে ঘেঁটে দিতে হবে। বাদামি দাগ, খোল পচা, ব্যাক্টিরিয়া জনিত ধ্বসা রোগের প্রকোপ দেখা দিলে সহকারী কৃষি অধিকর্তার পরামর্শ নিয়ে রোগনাশক প্রয়োগ করতে হবে।
- যে জমিতে সম্ভব সেখানে শ্রী পদ্ধতিতে (আগস্টের শেষ পর্যন্ত রোপণ) ও ড্রাম সিডার পদ্ধতিতে (২০ শে আগস্ট পর্যন্ত) জলদি জাতের আমনধান চাষ করা যেতে পারে।
- উচ্চ ফলনশীল ধান বীজের অভাবে, যে সমস্ত দেশী ধানে নভেম্বরের প্রথম সপ্তাহে বাঁ কার্ত্তিক মাসের তৃতীয় সপ্তাহে ফুল আসে, সেই ধান গুলি ড্রাম সিডারের মাধ্যমে কাদা জমিতে বোনা যেতে পারে যেমন ভাসামানিক, কবিরাজশাল, জামাইনাড়ু, কমলা-২২২, নাগরা, বহুরুপী।
- যে জমিতে আর আমনধান চাষ সম্ভব নয়, সেখানে জলদি টোরি সর্ষে ও কলাই চাষের পরিকল্পনা গ্রহণ করুন।
- অল্প ক্ষতিগ্রস্ত সবজি ও ফুল ক্ষেত, পান বরোজ, ফল বাগানে রোগের প্রকোপ কমাতে জীবাণু সার, পটাশ সার ও কপার-অক্সি-ক্লোরাইড (৪ গ্রাম প্রতি লিটার জলে) প্রয়োগ করুন।
- সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ক্ষেতে দ্রুত বর্ধনশীল ও জলদি জাতের মূলা, লাল শাক, পালং শাক, ধনে পাতা, পাতা শাক হিসাবে লাউ, কুমড়ো ও কলমি লাগানো যেতে পারে।
- শীতকালীন সব্জি যেমন কপি, টমাটো, বেগুন, লঙ্কা প্রভৃতির চারা তৈরির জন্য পলিথিনের ছাউনিযুক্ত উঁচুজমি, শেডনেট বাঁ পলিহাউসে প্লাক ট্রে ব্যবহার করতে পারেন।
- ক্ষতিগ্রস্ত আমনধানের খড়ের বিকল্প হিসাবে পশু খাদ্যের জন্য গাইমুগ ও বরবটির চাষ করা যেতে পারে।