August 17, 2017
Trinamool sweeps municipal polls in Bengal, yet again

Maa, Mati, Manush of Bengal once again reposed faith on Mamata Banerjee and Trinamool Congress.
The party swept the municipal polls held on August 13 at Durgapur, Dhupguri, Buniyadpur, Coopers’ Notified Area, Nalhati, Panshkura and Haldia.
Despite heavy rainfall, people turned out in large numbers to exercise their franchise; the polls recorded 77% turnout.
The results of the municipal polls:
Buniyadpur (14 wards) – TMC won 13
Coopers’ Camp (12 wards) – TMC won 12
Dhupguri (16 wards) – TMC won 12
Durgapur (43 wards) – TMC won 43
Haldia (29 wards) – TMC won 29
Nalhati (16 wards) – TMC won 14
Panshkura (18 wards) – TMC won 17
পুরভোটে জয় জয়কার তৃণমূলের
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আবারও আস্থা রাখলেন বাংলার মা মাটি মানুষ। রাজ্যের সাতটি পুরসভায় বিপুল জয়লাভ করল তৃণমূল।
১৩ই আগস্ট দুর্গাপুর, ধুপগুরি, বুনিয়াদপুর, কুপার্স নোটিফায়েড এরিয়া, নৈহাটি, পাঁশকুড়া এবং হলদিয়া’য় পুরসভার নির্বাচন হয়। সেদিন প্রবল বৃষ্টি উপেক্ষা করে ৭৭ শতাংশ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।
পুরসভা নির্বাচনের ফলাফলঃ
বুনিয়াদপুর (১৪টি ওয়ার্ড) – তৃণমূল জিতেছে ১৩টি
কুপার্স ক্যাম্প (১২টি ওয়ার্ড) – তৃণমূল জিতেছে ১২টি
ধুপগুড়ি (১৬টি ওয়ার্ড) – তৃণমূল জিতেছে ১২টি
দুর্গাপুর (৪৩টি ওয়ার্ড) – তৃণমূল জিতেছে ৪৩টি
হলদিয়া (২৯টি ওয়ার্ড) – তৃণমূল জিতেছে ২৯টি
নলহাটি (১৬টি ওয়ার্ড) – তৃণমূল জিতেছে ১৪টি
পাশকুঁড়া (১৮টি ওয়ার্ড) – তৃণমূল জিতেছে ১৭টি