August 14, 2017
Kanyashree Scheme produces aspiring scientist and inventor

The Kanyashree Scheme has spawned success stories galore in Bengal. One such story is of Digantika Basu, a Class IX student of RS Balika Vidyalaya in Memari in Purba Bardhaman district and a recipient of the benefits of the Kanyashree Scheme.
Digantika’s visits to her uncle’s house in the Sundarbans inspired her to create gear that can be of immense help to honey-collectors. Collecting honey from the deep mangrove jungles and selling it is one of the primary occupations of the people of the Sundarbans region.
She has created a special pair of spectacles, which has two mirrors attached to the two arms. The mirrors would help the honey collectors to be on the lookout for tigers approaching from the back, which is a constant danger and a major reason for loss of life among the honey collectors.
Digantika has also created a pair of boots which help in climbing even tall-standing trees like palm trees quickly. Being able to climb quickly is another essential requirement for collectors to escape danger.
The State Government has given recognition to this young inventor. Her achievements have prompted the district Kanyashree authorities to make a short film on her. This film would be shown to school students to inspire them towards scientific endeavours.
Similar creations by Kanyashree beneficiaries have generated a lot of interest among visitors to state and district-level science fairs, and as a result, have made the likes of Digantika mini-celebrities. Digantika is even now thinking of patenting her inventions.
Source: Sangbad Pratidin
খুদে কন্যাশ্রী-বিজ্ঞানীর সাফল্য নিয়ে তথ্যচিত্র
বনবিবির পুজো শুধু করলে হবে না বিজ্ঞানের, প্রযুক্তির সহায়তাও নিতে হবে মউলিদের। আর সেই চশমা থেকেই তৈরি করেছে বিশেষ চশমা। যা গভীর অরন্যে মধু সংগ্রহের সময় পিছন দিক থেকেও নজর রাখা সম্ভব। বাঘ পিছন দিক থেকে আক্রমন করলে তা আগে থেকেই ওই বিশেষ চশমার মাধ্যমে দেখতে পারবেন মধু সংগ্রহকারীরা। আত্মরক্ষার জন্য খাড়া কোনও গাছে উঠে পড়াও বাঞ্ছনীয়। সেই ভাবনা থেকে বানিয়েছে বিশেষ জুতোও। মউলিদের আত্মরক্ষার নয়া দিগন্ত খুলে দিয়েছে দিগন্তিকা।
রাজ্য সরকার তার স্বীকৃতিও দিয়েছে। শুধু এই বিশেষ চশমাই নয়, আরও অনেক কিছুই ইতিমধ্যেই তৈরি করেছে এই কন্যাশ্রী। তালগাছে ওঠার বিশেষ জুতো বানিয়েছে মেমারির আরএস বালিকা বিদ্যালয়ের এই ছাত্রী। পূর্ব বর্ধমান জেলা সর্বশিক্ষা মিশন তথা কন্যাশ্রী প্রকল্পের আধিকারিক শারদ্বতী চৌধুরী বলেন, কন্যাশ্রীদের কাছে অনুপ্রেরনা দিগন্তিকা। তার সাফল্যের কাহিনি অন্যান্য পড়ুয়াদের জানাতে তাকে নিয়ে ছোট তথ্যচিত্রও বানানো হয়েছে। যা ছাত্রছাত্রীদের দেখানো হবে। তার উদ্ভাবনী শক্তি অন্যদের উৎসাহ দেবে।
দিগন্তিকার বাবা সুদীপ্ত বসু জানালেন মেয়ের বিজ্ঞানের প্রতি আগ্রহের কথা। খুব ছোট থেকেই নতুন কিছু করার তাগিদ ছিল তার। সুন্দরবন এলাকায় এক আত্মীয়বাড়ি বেড়াতে গিয়ে মউলিদের দুঃখের কাহিনী শুনেছিল দিগন্তিকা। রাজ্য ও জেলাস্তরের বিজ্ঞান মেলায় আলোড়ন ফেলেছে এই চশমা ও জুতো। বিড়লা তারামণ্ডল কর্তৃপক্ষ পুরস্কৃত করেছে দিগন্তিকাকে। পাশাপাশি পেটেন্ট পাওয়ারও চেষ্টায় রয়েছে।