Latest News

August 20, 2017

Bengal Assembly passes motion to congratulate CM for Kanyashree

Bengal Assembly passes motion to congratulate CM for Kanyashree

The state Assembly on Friday passed a motion congratulating Chief Minister Mamata Banerjee on the success of Kanyashree Prakalpa in winning the first prize in United Nations Public Service Award in Netherlands.

It has been stated that the House expressed happiness over the state’s success in reaching the top of the world with Kanyashree Prakalpa that has been acclaimed all over the world. Receiving the United Nations Public Service Award has set a unique example. People of all walks of life in the state have congratulated the Chief Minister for implementing the scheme that was her brainchild. The Chief Minister has also been congratulated for deciding to bring university students under Kanyashree Prakalpa.

In this connection, the Women and Child Development and Social Welfare minister Sashi Panja said the scheme was implemented equally among girls across the state without seeing any political colour. “It was a moment of honour for all when the Chief Minister was taking the award on June 23 in The Hague,” she said adding that it was the Chief Minister who had named the project and even had drawn its logo.

She further said that the scheme is going to leave a long term positive impact on society.

 

কন্যাশ্রীর বিশ্বজয় – মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালো রাজ্য বিধানসভা

কন্যাশ্রী প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রস্তাব পাস হল রাজ্য বিধানসভায়। নেদারল্যান্ডে এক অনুষ্ঠানে রাষ্ট্রসংঘের তরফে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পায় কন্যাশ্রী প্রকল্প।

প্রস্তাবে বলা হয় বাংলার এই প্রকল্প এখন বিশ্বে সেরা। কন্যাশ্রীর এই আন্তর্জাতিক স্বীকৃতির জন্য খুশি বিধানসভা। এই পুরস্কার গ্রহণ করার সময় মুখ্যমন্ত্রী বলেন সব স্তরের মানুষের জন্য কাজ করে তার মন্ত্র। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য কন্যাশ্রী চালু করার সিদ্ধান্তকেও সাধুবাদ জানায় বিধানসভা।

রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন কোনও রাজনৈতিক রঙ না দেখেই এই প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। তিনি আরও বলেন আগামী দিনে এই প্রকল্পের ফলে এক সদর্থক প্রভাব পড়বে।