জানুয়ারী ১৭, ২০২০
সম্পর্কের ক্ষেত্রে পদবী কোনও প্রভাব ফেলে না, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মানুষের সঙ্গে মানুষের সম্পর্কে পদবী কোনও ভূমিকা রাখে না, এমনটাই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদাহরণ দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজের গাড়ির চালকের পদবীও জানেন না তিনি, এমনকি তাঁর প্রশাসনে যাঁরা কাজ করেন তাঁদের কার কি পদবী তাও কোনওদিন জানতে চাননি মুখ্যমন্ত্রী।
ঠিক যে রকম অ্যাকোরিয়ামে বা সমুদ্রে একসঙ্গে বিভিন্ন ধরণের মাছ বাস করে, ঠিক তেমনি একটি সমাজে জাতি,বর্ণ ও ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধরণের মানুষ একত্রিত হন। “আমি খুবই কষ্ট পাই যখন দেখি যে আমরা একসঙ্গে একসূত্রে বেঁধে থাকার বদলে ভেদাভেদের পথে চলেছি, মানুষের মধ্যে এই ধরণের ভেদাভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে”, বলেন তৃণমূল নেত্রী।
দেশের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতেই সিএএ, এনআরসি প্রয়োগের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার, এমনটাও অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।