সাম্প্রতিক খবর

জানুয়ারী ৯, ২০২০

পারম্পরিক খেলাধুলা ফিরছে রাজ্যের পাঠ্যসূচীতে

পারম্পরিক খেলাধুলা ফিরছে রাজ্যের পাঠ্যসূচীতে

মোবাইল গেম আর টিভিতে কার্টুন দেখতেই বুঁদ এখন শিশুরা। ছুটোছুটি করে মাঠে খেলাধুলা করতে সেভাবে দেখা যায় না এই প্রজন্মকে। এর ফলে বাড়ছে স্থুলতা।

এই অবস্থায় খুদে পড়ুয়াদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিকে ফিরছে চুকিতকিত, কুমীরডাঙা, এক্কাদোক্কা, দাড়িয়াবান্ধা, লাগ দড়ি, কানামাছি, পিট্টুর মতো খেলা। ক্লাসের মাঝে, ছুটি বা মিড ডে মিল খাওয়ার আগে এবার এই খেলাগুলো খেল্বে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা। ২০২০ সাল থেকেই এই জনপ্রিয় খেলাগুলি ফিরতে চলেছে স্কুলে।

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা চিরাচরিত এই সব খেলা প্রাথমিক স্কুলের আঙ্গিনায় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই বিষয়ে নিরদেশিকাও জারি হয়েছে। এই খেলাগুলো বাছার কারণ ছোট থেকেই শিশুমনে সবার সঙ্গে মিলেমিশে কোনও কাজ করার প্রবণতা তৈরী করা। কারণ, এই খেলাগুলি দলগতভাবে খেলতে হয়, ছেলে মেয়ে সবাই একসঙ্গে খেলতে পারে।

এই খেলার মাধ্যমে বুদ্ধিতে শান ও শারীরিক কসরত দুটোই হয়। যা একটি শিশুর সার্বিক বিকাশে খুব জরুরী।

সৌজন্যেঃ আজকাল