জানুয়ারী ৩, ২০২০
সারা রাজ্যে আয়োজিত হচ্ছে শ্রমিক মেলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে শ্রম দপ্তর সারা রাজ্যে পালন করবে শ্রমিক মেলা। ৬৭টি জায়গায় পালিত হবে এই মেলা। গত বছরেও এই মেলা যথেষ্ট সাফল্য অর্জন করেছিল। জানুয়ারি মাসটিকে পালন করা হচ্ছে “সামাজিক সুরক্ষা মাস” হিসেবে।
আজ থেকে প্রথম মেলা আয়োজিত হচ্ছে কলকাতায়। চলবে ৪ তারিখ পর্যন্ত। শেষ মেলা হবে ফেব্রুয়ারি মাসের ২ তারিখে। ৬৭টি জায়গাতেই মেলার মেয়াদ হবে তিনদিনের। মেলা চলবে প্রতিদিন দুপুর ২টো থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত। প্রবেশ অবাধ।
প্রতিদিন সন্ধ্যেবেলা মেলায় বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হবে শ্রমিকদের। সামাজিক সুরক্ষা যোজনার অধীনে শিক্ষা, স্বাস্থ্য, জীবন বীমা এবং মৃত্যু বা দুর্ঘটনাজনিত সহায়তার বিভিন্ন তথ্য দেওয়া হবে। এই প্রকল্পে নথিভুক্ত হওয়ার প্রক্রিয়াও চলবে এখানে। সন্ধ্যায় আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
যে কোনও তথ্যের জন্য আছে টোল ফ্রি নম্বর ১৮০০-১০৩-০০০৯। অনলাইনেও নথিভুক্ত করা যাবে এই সাইটে গিয়ে https://ssy.wblabour.gov.in.