January 5, 2017
Present Budget after 8 March and pass it before 31 March: Trinamool Congress
Trinamool Congress, INC, SP, BSP, JDU, RJD and some other Opposition parties held a meeting with the Election Commissioner at 11am. The Subject of the meeting was that the Union Budget date too close to the Assembly polls in Uttar Pradesh, Manipur, Punjab, Uttarakhand and Goa.
Three MPs from Trinamool Congress including party Chief National Spokesperson and Leader of the party in Rajya Sabha, Derek O’Brien, Lok Sabha MPs Dinesh Trivedi, Saugato Roy were part of Opposition party delegation to meet Election Commissioner in Delhi.
Trinamool’s statement after the meeting:
Today an 11 member delegation of 15 to 16 Opposition parties met the Election Commission. The simple solution is to present budget after 8 March and pass it before 31 March. That is the fair way to do it.
– Derek O’Brien, Chief National Spokesperson and Leader of the Parliamentary Party, Rajya Sabha
৮ মার্চের পর বাজেট পেশ করে ৩১ মার্চের মধ্যে তা পাশ করিয়ে দেওয়া হোকঃ তৃণমূল কংগ্রেস
আজ সকাল ১১টায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, এস পি, বি এস পি, জে ডি ইউ, আর জে ডি সহ বেশ কিছু বিরোধী দলনেতা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন। সামনেই পাঁচ রাজ্যের (উত্তর প্রদেশ, মণিপুর, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া) নির্বাচন। ইউনিয়ন বাজেটের দিন নির্বাচনের খুবই কাছে এই প্রসঙ্গেই তারা নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন।
তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন তিনজন সাংসদ – দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্য সভার সংসদীয় দলের নেতা ডেরেক ও ব্রায়েন, লোকসভার দলনেতা দীনেশ ত্রিবেদী, সৌগত রায়।
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের বিবৃতিঃ
আজ আমরা ১৫-১৬ টি বিরোধী দলের মোট ১১ জন সদস্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছি। আমাদের কাছে একটি সহজ সমাধান আছে। ৮ মার্চের পর বাজেট পেশ করে ৩১ মার্চের মধ্যে তা পাশ করিয়ে দেওয়াই হল । এটাই সবচেয়ে ভাল উপায়।
– ডেরেক ও ব্রায়েন, দলের জাতীয় মুখপাত্র এবং রাজ্য সভার সংসদীয় দলের নেতা