Latest News

January 12, 2017

Mishti Hub in Burdwan to be inaugurated on March 14

Mishti Hub in Burdwan to be inaugurated on March 14

Within two days after Chief Minister Mamata Banerjee announced that Mishti Hub in Burdwan will be inaugurated in the next two months, traders have started receiving orders for traditional sweets which will be prepared in the under-construction hub.

On January 9, the Chief Minister announced that the proposed Mishti Hub will be inaugurated on March 14. She made the announcement from the inaugural ceremony of Mati Utsav.

The decision to set up the hub was taken considering the business potential of the locally made traditional sweets and it was decided to sell the sweets in small packets in all the outlets of Biswa Bangla. She had also announced that the same sweets will be marketed abroad.

 

Image is representative (source)

 

বর্ধমানে ‘মিষ্টি হাব’ উদ্বোধন হবে ১৪ই মার্চ

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী দুমাসের মধ্যে উদ্বোধন হবে বর্ধমানের মিষ্টি হাবের। মুখ্যমন্ত্রীর ঘোষণার দুদিনের মধ্যে কারিগররা মিষ্টি তৈরির অর্ডার পেতে শুরু করেছেন।

গত ৯ জানুয়ারি মাটি উৎসবের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আগামী ১৪ তারিখ ‘মিষ্টি হাব’ এর উদ্বোধন হবে।

বাংলার জনপ্রিয় মিষ্টিগুলোই এখানে তৈরি হবে।বিশ্ব বাংলা স্টলগুলিতে প্যাকেটে করে এই মিষ্টি বিক্রি হবে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে একই মিষ্টি বিদেশেও বাজারজাত করা হবে।