Latest News

January 2, 2017

KMC to organise dengue awareness rally on Jan 7

KMC to organise dengue awareness rally on Jan 7

Kolkata Municipal Corporation will organise a rally on January 7 to create awareness against dengue. This is a part of a year-long programme organised by the KMC.

This is for first time in KMC’s history when awareness campaign against dengue is being launched during winter.

The Mayor of Kolkata, Municipal Affairs minister and other MPs and MLAs along with celebrities will take part in the walk which will start from KMC headquarters on SN Banerjee Road. Invitation has been sent to people from all walks of life to take part in the awareness campaign against the dreadful disease.

Rallies will be held in all the 144 wards under KMC on that day. The Councillors will organise the rallies in their respective areas. There will be banners and posters to create awareness among the people.

KMC used to launch anti-dengue drive and campaign after the monsoon season which was considered to be the ideal breeding season for dengue bearing mosquitoes. But as the situation has changed, KMC has taken up a year-long programme to control the spread of the disease.

Dengue clinics have been set up in different parts of the city and civic health workers are visiting flats and individual houses to check underground reservoirs and overhead tanks and steps had been taken in case dengue larvae were found there.

Residents have been asked to clean the containers where water is stored at least once a week along with flower pots and vases. KMC is successful in bringing down the number of dengue cases in the areas under its jurisdiction drastically.

 

ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য ৭ই জানুয়ারী মিছিল করবে কলকাতা পুরসভা

ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে ৭ জানুয়ারি এক মিছিলের আয়োজন করবে এই কলকাতা পৌরসংস্থা।  এটি কলকাতা পুরসভা আয়োজিত বছরব্যাপী কর্মসূচির একটি অংশ।

এই প্রথমবার শীতকালে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার করবে পুরসভা যা পুরসভার ইতিহাসে আগে কখনো হয়নি।

কলকাতার মেয়র, অন্যান্য সাংসদ, বিধায়ক এবং সেলিব্রিটিরা অংশ নেবে এই কর্মসূচিতে। এটি শুরু হবে এস এন ব্যানার্জি রোডে পুরসভার কার্যালয় থেকে। সব স্তরের মানুষকে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ওইদিন কলকাতার ১৪৪ টি ওয়ার্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কাউন্সিলররা তাদের নিজেদের এলাকায় সমাবেশের আয়োজন করবে। সেখানে ব্যানার ও পোস্টারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।

সাধারণত বর্ষাকালে কলকাতা পুরসভা এই সচেতনতা মূলক প্রচারের আয়োজন করে যেহেতু বর্ষাকাল এসবের প্রকোপ বেড়ে যায়। কিন্তু পরিস্থিতি বদলে গেছে, কলকাতা পৌরসংস্থা তাই বছরব্যাপী এই সচেতনতা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে।