জানুয়ারী ৯, ২০২০
পরিবেশ বান্ধব গঙ্গাসাগর মেলার জন্য পদক্ষেপ

দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন আসন্ন গঙ্গাসাগর মেলাকে ঝক্কিহীন ও পরিবেশ বান্ধব করার লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আসন্ন পুন্যার্থীদের যাতে কোনোরকম অসুবিধা না হয়, সেই বিষয়ে নজর রাখতে। এজন্য সরকারের বিভিন্ন দপ্তর একজোটে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে।
এই উদ্যোগের মধ্যে আছে পরিকাঠামো উন্নয়ন, পরিবহণে উন্নয়ন, উন্নত ও বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা। গঙ্গাসাগর মেলার জন্য আয়োজন করা হয়েছে ৩৭০০ বাসের। এর মধ্যে ২৫০০ সরকারি বাস। এছাড়া আরও ৫৫০টি ছোট যান যাতায়াত করবে সাগর দ্বীপে। প্রতিটি বাসে থাকবে জিপিএস। বাস চালকরা যাতে কোনও নেশা না করতে পারে, থাকবে সেই পরীক্ষার বন্দোবস্ত।
আনুমানিক ৬০০ ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে পরিবহণ দপ্তরের তরফে সাগর দ্বীপে কোনও দুর্ঘটনা ছাড়া যান চালানোর জন্য। তিনটি ক্যাম্প অফিস খোলা হয়েছে বিভিন্ন জায়গায়। পুরো অঞ্চলে ২৪ ঘণ্টা নজরদারির জন্য ছটি ফ্লাইং স্কোয়াড নিযুক্ত করা হয়েছে। দ্বীপে বাংলা ছাড়াও হিন্দী, উড়িয়াম তামিল, তেলেগু, ভোজপুরি এবং ইংরাজীতে সব ঘোষণা করা হবে। এই ঘোষণা করা হবে সাগর দ্বীপের বিভিন্ন জায়গায় পুন্যার্থীদের সাহাজ্যার্থে। ভিড় সামলাতে থাকবে ১০টি বাফার জোন। এই বাফার জোনগুলিতে লাইফ ট্রাফিক অবস্থার তথ্য থাকবে।
ব্রেকডাউন ভ্যান মোতায়েন থাকবে বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন জেটিতে থাকবে ৭৫টি জেটি। এই বছর প্রতি পুন্যার্থীর জন্য ৫ লক্ষ টাকার বীমা করানো হবে। আপৎকালীন অবস্থার এয়ার অ্যাম্বুলেন্স, ওয়াটার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টারের জন্য করা হবে গ্রীন করিডোর। ৩০০ শয্যার অস্থায়ী হাসপাতাল থাকবে পুন্যার্থীদের জন্য। থাকবে ৮৫টি অ্যাম্বুলেন্স। থাকবে বিশেষজ্ঞ ডাক্তার। আগুন নেভানর জন্য মজুত থাকবে পর্যাপ্ত পরিমাণে ফায়ার বল।