সাম্প্রতিক খবর

অক্টোবর ৩, ২০১৯

কলকাতা পুলিশের উদ্যোগে গুগল ম্যাপ খুললেই মিলবে রাস্তার টাটকা হাল হকিকত

কলকাতা পুলিশের উদ্যোগে গুগল ম্যাপ খুললেই মিলবে রাস্তার টাটকা হাল হকিকত

পুজোয় গুগল ম্যাপ খুললেই জানা যাবে কোন কোন রাস্তা বন্ধ বা কোথায় কতটা জ্যাম। পুজো প্যান্ডেলের পথে পা বাড়ানো মানুষ যাতে রাস্তার বর্তমান অবস্থা সম্পর্কে খবর পান, সে জন্যই কলকাতা পুলিশের এমন উদ্যোগ।

এমনিতেই কলকাতা পুলিশ পুজোর ক’দিন লাখ লাখ মানুষের ভিড় সামলায়। আর এই সময়টায় শহরের রাস্তা গোটা বছরের থেকে বেশী সচল রেখে তারা প্রশংসিতও হয়। কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) বলেন, ‘‘গুগলের সঙ্গে আমাদের পাকা কথা হয়েছে। তাদের সঙ্গে আমরা যোগাযোগ রাখব। আমাদের মারফৎ তারা জানতে পারবেন কখন কোন রাস্তা বন্ধ রাখা হচ্ছে। কখন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুরোটাই প্রতিফলিত হবে গুগল ম্যাপে।”

কলকাতার নগরপাল কলকাতা পুলিশের পুজো গাইড ম্যাপেরও আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। ওই ম্যাপে কলকাতা পুলিশ এলাকার সমস্ত বড় পুজো আলাদা ভাবে চিহ্নিত করা রয়েছে। সেই সঙ্গে ওই পুজোগুলির কাছাকাছি পার্কিং লট কোথায়, কোন রাস্তা দিয়ে পৌঁছনো যাবে তা চিহ্নিত করা রয়েছে। কিন্তু তার পরেও ভিড়ের তারতম্য অনুসারে, কখনও আপৎকালীন পরিস্থিতিতে, দুর্ঘটনার জেরে পূর্ব নির্ধারিত রাস্তায় অনেক সময় যান নিয়ন্ত্রণ করতে হয়। গুগল ম্যাপে চোখ রাখলে এ বার সেই পরিবর্তনগুলো সব টাটকা টাটকা জানতে পারবেন মানুষ। ফলে আগেই সতর্ক হয়ে যেতে পারবেন।

পুলিশ কর্তাদের দাবি, এতে এক দিকে যেমন দর্শনার্থীদের ভোগান্তি কমবে, তেমনই পুলিশেরও সুবিধা হবে। কারণ না জেনে চলে আসা গাড়ি ঘোরাতে গিয়ে ফের যানজটের সৃষ্টি হয়। মানুষ আগে থেকে জানলে সেই সমস্যা হবে না।ট্রাফিক পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে সরাসরি ২৪ ঘণ্টা যোগাযোগ থাকবে গুগলের।