সাম্প্রতিক খবর

জানুয়ারী ১৭, ২০২০

তৃতীয় বর্ষে কলকাতা পুলিশের 'সুকন্যা' প্রকল্প

তৃতীয় বর্ষে কলকাতা পুলিশের 'সুকন্যা' প্রকল্প

তৃতীয় বর্ষে পড়লো কলকাতা পুলিশের ‘সুকন্যা’ প্রকল্প। গত ৬ই জানুয়ারী চালু হল এই আত্মরক্ষার প্রশিক্ষণ। এবছর এই প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে ১০০টি স্কুল ও কলেজ।

‘সুকন্যা’ প্রকল্পের মাধ্যমে স্কুল ও কলেজের ছাত্রীরা আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। স্কুলের অষ্টম, নবম, একাদশ শ্রেণীর ছাত্রীরা এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। 

কলকাতা পুলিশের এই উদ্যোগ শহরাঞ্চলের স্কুল ও কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য শুরু হয়। মহিলা ও শিশু কল্যাণ দপ্তর এই প্রকল্পের খরচ বহন করে।