অক্টোবর ১১, ২০১৯
এবছরের কার্নিভ্যালের রেড রোড সাজছে 'রাঙা মাটির বাংলা'

আজ রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে চতুর্থ দুর্গাপুজোর কার্নিভ্যাল। রাজ্য পর্যটন ও তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে রাঙ্গামাটির বাংলার রূপ পেতে চলেছে মহানগরীর রেড রোড।
তথ্য সংস্কৃতি দপ্তর জানিয়েছে, বাংলার প্রাচীন পোড়ামাটির শিল্প বা টেরাকোটার কাজে এ বার রেড রোডে সাজানো হবে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে রাঙামাটির বাংলা। এখান থেকেই এই শিল্প কর্মের মধ্য দিয়ে বাংলার সম্প্রীতির বার্তা তুলে ধরবে রাজ্য সরকার। সে কারণেই একই সঙ্গে রাঢ়বঙ্গের মন্দির, মসজিদ-সহ সমস্ত ধর্মস্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শিল্পের নানা নিদর্শন এখানে তুলে ধরা হবে।
তথ্য-সংস্কৃতি দপ্তরের এক আধিকারিক বলেন, ‘টোরাকোটা ইতিমধ্যেই জিআই তকমা পেয়েছে। কার্নিভ্যাল দেখার জন্য রেড রোডের দু’দিকে ভিভিআইপিদের বসার জন্য তৈরী মণ্ডপে এই টেরাকোটা শিল্পের প্রতিফলন ঘটানো হচ্ছে। এ জন্য বাঁকুড়া ও বীরভূমের টেরাকোটা শিল্পীদের আনা হয়েছে।’ কার্নিভ্যাল দেখার জন্য এ বার ১৫ হাজার আসনের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে চার হাজার আসনই ভিভিআইপি ও বিদেশী আমন্ত্রিত পর্যটকদের জন্য থাকবে। সরাসরি সম্প্রচারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করারও ব্যবস্থা করছেন।
তথ্য সংস্কৃতি দপ্তর আরও জানিয়েছে, কলকাতা সহ শহরতলির জেলার বিশ্ববাংলা শারদ সম্মান প্রাপ্ত প্রায় ৭০ টি পুজোর প্রতিমা এই কার্নিভ্যালে যোগ দেবে। থাকবে ঢাকি, ছৌ নাচ, আর চন্দননগরের আলোর গেট। শুরুতে থাকবে কলকাতা পুলিশের কমব্যাট কম্যান্ডোদের মোটর সাইকেলে কসরত প্রদর্শন, যার নাম ‘টর্নেডো’। টর্নেডোতে তিন জন মহিলা-সহ ৪৫ জন অংশ নেবেন। যাঁদের ৮০ শতাংশই কমব্যাট কম্যান্ডো। গত বছরও এই দলটি কলাকৌশল প্রদর্শন করেছিল। মুখ্যমন্ত্রী তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে পুরস্কৃত করেছিলেন।