জানুয়ারী ৮, ২০২০
গঙ্গাসাগরের জন্য কেন্দ্র কিছুই করেনি: মমতা বন্দ্যোপাধ্যায়

গঙ্গাসাগর মেলাগামী পুণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আজ আউট্রাম ঘাটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলকে আহ্বান জানান শান্তিপূর্ণভাবে, ভালোবাসা ও প্রেমের সঙ্গে মেলা উপভোগ করতে।
মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরে আগত সকল পূণ্যার্থীদের জীবন যাতে সুরক্ষিত থাকে, সেটা নিশ্চিত করে সরকারের কর্তব্য। তিনি আক্ষেপ করেন যে গঙ্গাসাগর মেলার জন্য কোনও টাকা কেন্দ্র দেয়নি।
ওনার বক্তব্যের কিছু অংশ:
কুম্ভ মেলার জন্য কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দেয়। সেই মেলা সড়ক পথ ও রেলপথ দিয়ে যুক্ত। কিন্তু গঙ্গাসাগর মেলায় মানুষকে জলপথ দিয়ে আসতে হয়। গঙ্গাসাগরের জন্য কেন্দ্র কিছুই করেনি।
গঙ্গাসাগর মেলা উপলক্ষে অনেক মানুষের রুটিরুজি তৈরি হয়। গঙ্গাসাগর মেলায় যারা অংশগ্রহণ করেন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের।
আগে গঙ্গাসাগর দ্বীপে কোনও পরিকাঠামো ছিল না। সরকারে আসার পর গঙ্গাসাগরে যত পরিকাঠামোগত উন্নয়ন করেছি আমরা।
আগে গঙ্গাসাগর যেতে হলে তীর্থকর দিতে হত। আমরা সরকারে এসে সেই কর তুলে দিই।
আপনাদের কাছে অনুরোধ শান্তিপূর্ণভাবে, ভালোবাসা ও প্রেমের সঙ্গে মেলা উপভোগ করুন।
আগামী ১৭ তারিখ পর্যন্ত পূণ্যার্থীদের জন্য ৫ লক্ষ টাকার জীবন বিমা করে দিয়েছি।
জীবন সবথেকে মূল্যবান। গঙ্গাসাগরে আগত সকল পূণ্যার্থীদের জীবন যাতে সুরক্ষিত থাকে সেটা দেখাই আমাদের কর্তব্য।
আমরা পয়সা চাই না। আমরা চাই এই গঙ্গাসাগরের যাতে সুনাম হয়। কারোর কোনও যাতে অসুবিধে না হয়।