November 22, 2013
এ বছর ২২ লক্ষ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করল রাজ্য সরকার

এ বছর রাজ্য সরকার ২২ লক্ষ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ সরকারের উদ্দেশ্য চাষিদের অভাবি বিক্রি রোধ করা৷ অন্য দিকে, ধান–চালের বাজারের উপর নিয়ন্ত্রণ রাখা৷ রেশনের দোকানে চালের জোগানে যাতে সঙ্কট দেখা না দেয়, তা–ও অবশ্য লক্ষ্য৷ খোলাবাজারেও সাধারণ মানুষকে যাতে চাল কিনতে গিয়ে যা খুশি দাম দিতে না হয়, তা–ও রয়েছে সরকারি ভাবনায়৷ সাম্প্রতিক অতীতে আর কখনও এত বেশি পরিমাণ ধান সংগ্রহের লক্ষ্য স্থির করেনি রাজ্য৷
এই বিপুল পরিমাণ ধান কিনতে সরকারের দরকার হবে ৪২৩৮ কোটি টাকা৷ ধান সংগ্রহ চলবে বেশ কয়েক মাস ধরে৷ এক–এক দফায় ধান সংগ্রহের পর তা বাজারে বিক্রি করে সরকার টাকা ফেরত পেয়ে যাবে৷ তার পর আবার সেই টাকা নতুন করে ধান কেনায় লাগাতে পারবে৷ চার হাজার কোটি নয়, কার্যত অনেক কম টাকা হাতে নিয়েই সংগ্রহ অভিযানে নামা যাবে ৷ সংগৃহীত ধান সরকার ভাঙানোর জন্য পাঠাবে বিভিন্ন চালকলে৷ চাল হয়ে এলে যাবে সরকারের গুদামে৷ সেখান থেকে রেশন দোকানে৷
২২ লক্ষ ধান সংগ্রহ করা হবে সাতটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংগ্রহ–সংস্থার মাধ্যমে৷ তাদের মধ্যে প্রধান ভূমিকা নেবে পশ্চিমবঙ্গ অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ নিগম৷ তারা একাই ১১ লক্ষ টন ধান সংগ্রহ করবে বলে স্থির হয়েছে৷