November 25, 2013
Trinamool sweeps Municipal Polls
After sweeping the July panchayat polls and September municipal elections, the Trinamool Congress today continues its winning streak in the civic bodies that went to the polls last Friday.
Trinamool has got an emphatic victory in Howrah Municipal Corporation, apart from Krishnanagar, Medinipur and Jhargram municipalities. Trinamool has also increased the vote share in Behrampore municipality elections from 2.8% in 2008 to 29% this year; the party won 2 seats in Behrampore.
Reacting to the huge mandate given by the people, the state president of All India Trinamool Congress, Shri Subrata Bakshi said, “people of Bengal have reposed their faith on the developmental work of Mamata Banerjee. This is a victory of the people.“
In the by-elections that took place in 29 wards across the State, Trinamool Congress has won in 23 wards. These include – Coochbehar (ward no. 17), Malbazar (ward no. 15), Bidhannagar (ward no. 13), Rajarhat-Gopalpur (ward no. 23), Ashoknagar (ward no. 5), Asansol (ward no.s 1,4, 47), Egra (ward no. 11), Naihati (ward no.s 6 and 26), Bhatpara (ward no. 21), Siliguri (ward no. 11), Madhyamgram (ward no. 11), Maheshtala (ward no. 2), Chanpdani (ward no. 8), Bhadreswar (ward no. 22), Raghunathpur (ward no. 9), Purulia (ward no. 7), Bankura (ward no. 23), Kulti (ward no. 20), and Kolkata (ward no.s 1 and 24).
Results at a glance:
- Howrah: Party won 42 out of 50 seats (result on hold for 1 seat)
- Krishnanagar: Party won 24 out of 24 seats
- Jhargram: Party won 16 out of 17 seats
- Medinipur: Party won 13 out of 25 seats
- Behrampore: Party won 2 out of 28 seats
—
রাজ্যের ৫ পুরসভার মধ্যে চারটিই দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শুন্য বহরমপুরে এবার দুটি ওয়ার্ড জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস।
৩০ বছর পর ঝাড়গ্রাম পুরসভা হাতছাড়া বামেদের৷ ১৭টির মধ্যে ১৬টি ওয়ার্ডে জয়ী তৃণমূল৷ মেদিনীপুর পুরসভার ২৫টির মধ্যে ১৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল৷ কৃষ্ণনগর পুরসভা তৃণমূলের দখলে৷ ২৪টির মধ্যে ২২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল৷
হাওড়া পুরসভার ৫০টির মধ্যে ৩৫টি ওয়ার্ডে জয়ী তৃণমূল৷ এখন অবধি অবশ্য ৪২টি ঘোষণা হয়েছে; গণনা এখনো চলছে।
এই বিপুল পর তৃনমূলের রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সীর প্রতিক্রিয়া: “এই জয় মানুষের জয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উন্নয়নের যে বৃহত কর্মকান্ড করে চলেছেন, তার প্রতি মানুষ আস্থা রেখেছে।“
তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন: “পুরভোটে এই বিপুল জয়ের মমতা বন্দোপাধ্যায়ের পক্ষে জানাই বাংলার মা, মাটি, মানুষকে অভিনন্দন। বাংলার মানুষ মমতা বান্দপাহ্যায়ের উন্নয়নেরমূলক কাজের পক্ষে ভোট দিয়েছেন। লোক সভা ভোটের আগে এই জয় এই বার্তাই দেয় যে মানুষ মমতা বন্দোপাধ্যায়ের কাজে খুশি। এই জয় আমরা মা, মাটি, মানুষ কে উত্সর্গ করব ৩০শে জানুয়ারী ব্রিগেড ময়দানের জনসমাবেশে।“