Latest News

November 13, 2013

সরকারী উদ্যোগে তৈরী হতে চলেছে কর্ড ব্লাড ব্যাঙ্ক

সরকারী উদ্যোগে তৈরী হতে চলেছে কর্ড ব্লাড ব্যাঙ্ক

শিশুর জন্মের পরে কর্ড ব্লাড সংরক্ষণ নিয়ে জোর প্রতিযোগিতা শুরু হয়েছে বছর কয়েক আগেই রাজ্যে প্রথম সরকারি কর্ড ব্লাড ব্যাঙ্কটি চালু হতে চলেছে কলকাতায় স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, রাজ্যে স্টেম সেল প্রতিস্থাপনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কর্ড ব্লাড নিয়ে বাণিজ্যে খানিকটা রাশ টানতেই সরকারের এই সিদ্ধান্তমুখ্যমন্ত্রী স্বয়ং এই বিষয়টি নিয়ে আগ্রহ প্রকাশ করেন মূলত তাঁর উদ্যোগেই কর্ড ব্লাড ব্যাঙ্কের কাজ গতি পেয়েছে

তবে সরকারি ওই ব্যাঙ্কে আপাতত আলাদা ভাবে কেউ নিজের সন্তানের কর্ড ব্লাড রাখতে পারবেন না বিভিন্ন মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগ থেকে কর্ড ব্লাড সংগ্রহ করে রাখা হবে যাঁদের চিকিৎসায় স্টেম সেল দরকার, তাঁরা ওই কর্ড ব্লাড থেকে পাওয়া স্টেম সেল ব্যবহার করতে পারবেনএই প্রকল্পে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ৯০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে

রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, “এই স্টেম সেলের জন্য হাজার হাজার টাকা খরচের প্রয়োজন পড়বে না দরিদ্র রোগীদের জন্য এই ব্যাঙ্ক থেকে নিখরচয়া স্টেম সেল পাওয়া যাবে এত দিন পর্যন্ত যাঁদের টাকা রয়েছে, শুধু তাঁরাই কর্ড ব্লাড সংরক্ষিত রাখতে পারতেন বারে বড়লোকের একচেটিয়া অধিকারটা বন্ধ করা হচ্ছে।“

নবজাতকের শরীর থেকে সংগৃহীত স্টেম সেল ভবিষ্যতে কী কাজে আসতে পারে? বিভিন্ন বেসরকারি স্টেম সেল ব্যাঙ্কের কর্তাদের দাবি, এই মুহূর্তে থ্যালাসেমিয়া এবং লিউকেমিয়া রোগীদের চিকিৎসার জন্য স্টেম সেল ব্যবহৃত হচ্ছে কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্যানসার, হার্ট অ্যাটাক, ডায়াবিটিস, অ্যালজাইমার্সসহ বিভিন্ন দুরারোগ্য অসুখের চিকিৎসা, এমনকী দুর্ঘটনায় কোনও অঙ্গ বাদ গেলে তা তৈরি করা যেতে পারে স্টেম সেলের সাহায্যে যাঁর স্টেম সেল, তাঁর নিজের এবং ভাইবোনের ক্ষেত্রে সেটি তো কাজে লাগেই, পরিবারের অন্য সদস্যদের চিকিৎসার ক্ষেত্রেও ভাল ফল দিতে পারে এটি

স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, “এই পরিষেবা যাতে কোনও ভাবেই গরিব মানুষের নাগালের বাইরে না যায়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর