October 7, 2019
মানব-নির্মিত’ অভূতপূর্ব বেকারত্ম ও অর্থনীতির সংকট । ডঃ দেবনারায়ণ সরকার

চার্লস ডারউইন বিখ্যাত “জার্নাল অব রিস্যারচ” গ্রন্থে লিখেছিলেন “যদি দরিদ্রদের চরম দুর্দশা প্রাকৃতিক কারণে না ঘটে, বরং আমাদের প্রাতিষ্ঠানিক কারণে ঘটে তাহলে সেটা আমাদের পাপ” (If the misery of the poor be caused not by the laws of nature, but by our institutions, great is our sin)। অবশেষে মোদি সরকারের নীতি আয়োগের উপাধ্যক্ষ রাজীব কুমারও ভারতের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে স্বীকার করতে বাধ্য হলেন, “আর্থিক ক্ষেত্রে এমন সঙ্কট অভূতপূর্ব, যা গত ৭০ বছরে দেখা যায়নি।”
সরকারের ঘরের লোক হিসাবে চাহিদার অভাবের কারণে অর্থনীতির দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার বিষয়টি প্রথম তুলেছিলেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য রথীন রায়। গোড়ায় সেভাবে মুখ খোলেনি কেন্দ্র। কিন্তু ২০১৭-১৮র এমএসএসও’র তথ্যে ৪৫ বছরের মধ্যে ভারতে সর্বোচ্চ বেকারত্বের তথ্যকে সরকারিভাবে স্বীকার করতে বাধ্য হওয়া থেকে শুরু করে।
To read the full article, collect your copy of ‘Jago Bangla Festive Edition 2019’ from the Jago Bangla stall at your nearest Durga Puja. The e-paper of the special edition will be available online after Bijoya Dashami.
এই প্রবন্ধের বাকি অংশটুকু পড়তে ‘জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৬’ সংগ্রহ করুন আপনার নিকটতম দুর্গাপুজো মণ্ডপের জাগো বাংলা স্টল থেকে। বিজয়া দশমীর পর অনলাইনে পাওয়া যাবে ‘জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৬’।