WB Transport Minister proposes ‘no helmet, no petrol’ policy

The state transport minister Suvendu Adhikari has proposed to initiate the state-wide drive “no helmet, no petrol” to bring down the rate of accidents.

He said that he would propose to introduce a system following discussion with petroleum dealers that they will not give petrol if a person comes to refill his or her two-wheeler without putting on a helmet. He placed his proposal before the Chief Minister.

He said that the awareness of people is necessary to bring a change in the scenario and make the attempts of the government, a successful one.

In a bid to bring down the rash driving among public buses, the minister said rationalisation of routes would be undertaken and racing between the buses to get more passengers will be curbed once the rationalisation process is over.

He said that the Chief Minister has already completed the main task to ensure better traffic movement in the past five years by constructing smooth roads. “Now our next task is to make the “Safe Drive Save Life” campaign successful to ensure that road accidents come down,” he added.

 

The image is representative (source)

Mamata Banerjee spreads message of brotherhood and unity

Chief Minister Mamata Banerjee wished the people a very happy and prosperous Eid after attending a programme at Red Road on Thursday.

She said: “I wish a happy and prosperous Eid to all peace loving people. The morning of Eid brings the day of happiness for all. I would like to wish happy Eid to the people all across the world.”

She maintained: “Bengal will show the way to peace. I pray for good health and prosperity of everyone.”Giving the message of brotherhood and unity, Banerjee said: “We all will stay together and spread the message of peace.”

 

ঐক্য ও শান্তির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বৃহস্পতিবার রেড রোডের মঞ্চ থেকে সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বাংলার সম্প্রীতিকে কুর্নিশ জানালেন

তিনি বলেন, “আমি সকলকে খুশির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের এই সকাল সকলের জন্য খুশি নিয়ে আসুক”।

তিনি আরও বলেন “আগামী দিনে বাংলাই বিশ্বকে শান্তির পথ দেখাবে। সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন”। ঐক্য ও শান্তির বার্তা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সকলে একসঙ্গে থাকব এবং শান্তির বার্তা ছড়িয়ে দেব”।

 

WB CM launches State-wide road safety drive

West Bengal Chief Minister Mamata Banerjee today launched a State-wide drive, ‘Safe Drive, Save Life,’ to bring down road accidents and bring in better traffic measures, at Nazrul Manch.

The Transport Department, along with the police, with the help of other departments of the State Government and agencies, will undertake the drive. The main idea behind taking up such a drive is to bring down the number of accidents that take place almost every day due to reckless driving.

The drive will make people aware about road safety measures. Both pedestrians and drivers need to be aware about certain facts to avoid road accidents.

Both in the city and in the districts, the police will be playing an important role along with the Transport Department in bringing down the rate of accidents through the carrying out of the drive.

Already banners and posters carrying the message ‘Safe Drive, Save Life’ have come up in various parts of Kolkata.

 

Highlights of the Chief Minister’s speech:

  • People often ignore safety regulations, thus causing road accidents.
  • Life is precious. Every life lost is sad and tragic.
  • Not everyone violates discipline, but the price of one’s wrong actions is often paid by many of the uninvolved.
  • If Bengal can become a model for Sabuj Sathi and Kanyashree, why not for ‘Safe Drive Save Life’?
  • These days, there are many incidents of riding bikes without helmets; some young people race with bikes on flyovers at night.
  • Lawlessness cannot be tolerated; we cannot allow it.
  • Motor vehicle laws are framed by the Centre; States must also have the power to make such laws.
  • We will raise the issue of road safety in Parliament; we will not allow interference in the federal structure.
  • These days, the Centre is taking away all our money in the name of imposing some cess or the other.
  • Like in Kolkata, we have to ensure road safety in the districts and on national highways too.
  • Overloading and rough driving will not be allowed; riding without helmets must be discouraged.
  • We must sensitise people regarding road safety and our ‘Safe Drive Save Life’ initiative.
  • Local clubs, folk artistes and young people must spread the message of the ‘Safe Drive Save Life’ initiative.
  • We must popularise the ‘Safe Drive Save Life’ initiative on Twitter, Facebook and other social media.
  • We will request Durga Puja committees to promote the ‘Safe Drive Save Life’ initiative.
  • We will install more CCTVs to monitor road safety.
  • ‘Safe Drive Save Life’ is a movement and the Government will do everything possible to make roads safer.
  • After one year, we will reward the blocks with the least number of accidents and penalise those with the most accidents.
  • Stay healthy, stay safe

 

সড়ক নিরাপত্তা নিয়ে নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্যে দুর্ঘটনা ক্রমবর্ধমান হওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনা নিয়ে রাজ্যের মানুষকে সচেতন করতে এবার নিজেই সচেতনতার স্লোগান ‌বেঁধে দিলেন তিনি৷ স্লোগানটি হলঃ ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ (SAFE DRIVE, SAVE LIFE)৷ অর্থাৎ নিরাপদে গাড়ি চালিয়ে গেলে চালক এবং পথচারী উভয়েরই অকালে প্রাণ যাবে না৷ আজ থেকে চালু হল এই অভিযান।

কলকাতা ও রাজ্য পুলিশের শীর্ষব্যক্তিত্বদের নিয়ে পরিবহণ দফতর মুখ্যমন্ত্রীর দেওয়া স্লোগান সামনে রেখে প্রচার অভিযান শুরু করছে। এই প্রকল্পের একটি ‘রোডম্যাপ’ তৈরি করা হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।

কলকাতা সহ অন্যান্য সব জেলায় রাজ্য পরিবহন দফতর ও পুলিশ মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগান সামনে রেখে বিশেষ অভিযানে নামছে৷ উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা প্রতীক দিয়ে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল৷ এবং সেই প্রকল্প ইউনিসেফ-সহ গোটা বিশ্বে আজ সমাদৃত৷

বস্তুত, দুর্ঘটনা রুখতে মুখ্যমন্ত্রীর দেওয়া এই স্লোগানও যে আগামীদিনে গোটা দেশেই সমাদৃত হবে তা মেনে নিয়েছেন রাজ্যের একাধিক পরিবহন সংস্থার শীর্ষব্যক্তিত্বরা৷

কলকাতার পাশাপাশি সমস্ত ন্যাশনাল ও স্টেট হাইওয়ের দু’পাশ জুড়ে এবং কলকাতার সমস্ত রাস্তায় ইতিমধ্যেই এই স্লোগানের হোর্ডিং দেওয়া হয়েছে৷ একইসঙ্গে স্কুল-কলেজ, এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও ‘SAFE DRIVE, SAVE LIFE’ স্লোগান নিয়ে মানুষকে সচেতনত করার কর্মসূচি নেওয়া হবে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • অনেক সময় আমাদের অসচেতোনতার জন্য দুর্ঘটনা ঘটে
  • প্রতিটি জীবন মূল্যবান। প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক
  • সবাই শৃঙ্খলা লঙ্ঘন করে না, কিন্তু কারো কারো ভুলের মাশুল দিতে হয় সকলকে
  • সবুজসাথী, কন্যাশ্রীতে যদি বাংলা মডেল হতে পারে তাহলে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীতে নয় কেন?
  • হেলমেট না পরে বাইক চালানোর কারণে দুর্ঘটনা ঘটে। আজকাল রাতে ফ্লাইওভার গুলোতে অনেকে বাইক রেস করছে
  • অরাজকতা সহ্য করা যাবে না. আমরা এসব বরদাস্ত করব না
  • আমাদের ট্রাফিক আইন পরিবর্তন করতে হবে
  • মোটর ভেহিকেল আইন কেন্দ্র তৈরি করে। রাজ্যগুলিরও এই ক্ষমতা থাকা উচিত
  • সড়ক নিরাপত্তার বিষয়টা তৃণমূল পার্লামেন্টে তুলবে। আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপ বরদাস্ত করব না
  • এখন কেন্দ্র নতুন কিছু সেস চালু করছে আর আমাদের থেকে সব টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে
  •  এখন কলকাতার সিগ্ন্যাল সিস্টেম অনেক উন্নত হয়েছে
  • কলকাতার মত সব জেলা এবং জাতীয় সড়কগুলিতেও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে
  • ওভারলোডিং এবং রাফ ড্রাইভিং আমরা বরদাস্ত করব না
  • সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর মাধ্যমে আমরা জনগণকে সংবেদনশীল করব
  • লোকাল ক্লাব, লোক শিল্পীরা এবং তরুণ প্রজন্ম সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর বার্তা পৌঁছে দেবে
  • ফেসবুক, টুইটার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীকে জনপ্রিয় করতে হবে
  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীকে দুর্গা পুজোর থিম করার জন্য পুজা কমিটিগুলিকে অনুরোধ করব
  • সড়ক নিরাপত্তা মনিটর করতে আমাদের আরও সিসিটিভি বসাতে হবে
  • ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ একটি আন্দোলন এবং সরকার সড়ক নিরাপত্তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করবে
  • যে ব্লকে কম দুর্ঘটনা ঘটবে তাকে এক বছর পর পুরস্কৃত করবে সরকার
  • সুস্থ থাকুন, নিরাপদ থাকুন

Rs 300-cr tourist hub to come up in Gajoldoba

The State Tourism Department will set up a tourism hub in Bhorer Aalo, formerly known as Gajoldoba, in North Bengal, the State Tourism Minister, Goutam Deb, said on Wednesday.

He called this the biggest such hub in the country and said that the estimated cost of the project would be around Rs 300 crore, of which Rs 200 crore would be spent to improve the infrastructure. The total area of the hub is 208 acres.

Chief Minister Mamata Banerjee had renamed the area Bhorer Aalo. Tourists can enjoy the sight of Kanchenjungha on a bright sunny day, the rivers Teesta and Torsa, and the beautiful forests.

The place is likely to be a major tourist destination in the State by 2017. Development will be carried out in phases, Goutam Deb said. A star hotel will also come up. There will be a mini golf course and facilities for adventure sports, including rafting on the river Teesta.

 

৩০০ কোটি টাকায় একটি পর্যটন হাব তৈরি হবে গাজলডোবায়

রাজ্য পর্যটন বিভাগ একটি পর্যটন হাব গঠন করবে যার নাম ‘ভোরের আলো’। এটি তৈরি হবে উত্তরবঙ্গের গাজলডোবায়। বুধবার পর্যটন মন্ত্রী গৌতম দেব একথা জানান।

তিনি জানান, এটি দেশের বৃহত্তম পর্যটন হাব। এই প্রকল্পের জন্য বরাদ্দ খরচের পরিমান প্রায় ৩০০ কোটি টাকা। যার মধ্যে ২০০ কোটি টাকা পরিকাঠামো উন্নত করার জন্য ব্যয় করা হবে। এটি তৈরি হবে ২০৮ একর জমির ওপর।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকার নামকরণ করেছেন ‘ভোরের আলো’। পর্যটকরা রোদজ্জ্বল দিনে তিস্তা, তোর্সা নদী, বন জঙ্গলের সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন।

২০১৭ সালের মধ্যে এই জায়গাটি একটি জনপ্রিয় পর্যটন স্থানে পরিণত হবে। গৌতম দেব জানান, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একটি হোটেলও এবং একটি মিনি গলফ কোর্সও তৈরি হবে।

WB CM Mamata Banerjee inaugurates Kolkata Rath Yatra

Like every year, West Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the famous Kolkata Rath Yatra organised by ISKCON.

Lakhs of devotees pulled the chariots of the deities – Lord Jagannath, Balaram and Subhadra – on the occasion.

ISKCON is celebrating its golden jubilee this year. The Chief Minister reached the temple at around 11 am, and after a darshan, flagged off the annual journey of the three deities.

The chariots, or raths, moved through the Minto Park crossing, Sarat Bose Road, Hazra Road, SP Mukherjee Road, Ashutosh Mukherjee Road, then on to Exide crossing, JL Nehru Road, Outram Road, to end at Brigade Parade Ground, where daily special darshan of Lord Jagananth from July 7 to 14 has been arranged. Prasad will also be distributed during the darshans.

Cultural programmes, special contests for empowerment, a youth festival, and performances by Russian dancers and a Kolkata-based dance troupe will be held during the week-long festival. Students will hold classes on reducing stress and mental fatigue.

The Ulta Rath Yatra will start at noon on July 14, when the raths will return to the Albert Road temple. During the return journey, the chariots will pass through JL Nehru Road, Esplanade, SN Banerjee Road, CIT Road, Suhrawardy Avenue and Shakespeare Sarani, to finally end on Hungerford Street.

 

কলকাতায় রথযাত্রার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ ইস্কনের রথ যাত্রার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বছর সুবর্ণজয়ন্তী উদযাপন করছে ইস্কন। সকাল ১১টা নাগাদ ইস্কনের মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী এবং দর্শনের পর রথের রশি টেনে শুভ সূচনা করেন এই উৎসবের।

মিণ্টো পার্ক, শরৎ বোস রোড, হাজরা রোড, হাজরা ক্রসিং, এস পি মুখার্জি রোড, এটিএম রোড, এক্সাইড ক্রসিং, জওহরলাল নেহেরু রোড, আউট্রাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে যায় রথটি।  ব্রিগেড প্যারেড গ্রাউণ্ডে ৭ই জুলাই থেকে জগন্নাথ দর্শনের ব্যবস্থা করা হবে, যেখানে প্রসাদও বিতরণ করা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান, যুব উত্সব জন্য বিশেষ প্রতিযোগীতা এবং রাশিয়ান নর্তকীদের পারফরমেন্স, সহ কলকাতা-ভিত্তিক নৃত্যোৎসবও অনুষ্ঠিত হয় এই সময়।

শিক্ষার্থীদের মানসিক ক্লান্তি কমানোর ওপর বেশ কিছু প্রশিক্ষণমূলক ক্লাস করানো হয়। আগামী ১৪ই জুলাই দুপুরে ‘উল্টো রথযাত্রা’ শুরু হবে সেখান থেকে যখন আলবার্ট রোড মন্দির ফিরে আসবে রথটি।

উল্টো রথযাত্রার দিন রথটি জওহরলাল নেহেরু রোড, ধর্মতলা, এস এন ব্যানার্জি রোড, সিআইটি রোড, সাদার্ন অ্যাভিনিউ ও শেক্সপিয়ার সরণি দিয়ে যাবে।

NREGA: West Bengal surpasses target of person-days

West Bengal has created more than six crore person-days of work over and above the target set for the financial year 2015-16, under MGNREGS.

This was revealed in the performance report for the project, titled ‘Performance, Initiatives and Strategies FY 2015-16 and FY 2016-17,’ released recently by the Union Ministry of Rural Development.

The State created 28,65,000 person-days of work under MGNREGS, also known as the 100 Days Work Scheme, during the last financial year, which was almost six crore above the target of 22,19,000.

The scheme is meant to create permanent infrastructure in rural regions, including the building and maintenance of roads, irrigation dams and water canals, planting of trees, building of permanent toilets, anganwadi centres, etc.

 

একশো দিনের কাজে শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল বাংলা

২০১৫-১৬ আর্থিক বছরে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্পে (এমএনআরইজিএস) লক্ষ্যমাত্রার থেকে ছ’কোটিরও বেশি শ্রমদিবস সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জারি পারফরম্যান্স রিপোর্ট থেকে এই তথ্য জানা যাচ্ছে।

পারফরম্যান্স রিপোর্টে গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, লেবার বাজেটের তুলনায় অতিরিক্ত শ্রমদিবস সৃষ্টি করেছে রাজ্য সরকার।

২০১৫-১৬ আর্থিক বছরে পশ্চিমবঙ্গের জন্য একশো দিনের প্রকল্পে ২২ কোটি ১৯ লক্ষ শ্রমদিবস মঞ্জুর করেছিল কেন্দ্র। এই আর্থিক বছরে পশ্চিমবঙ্গের একশো দিনের প্রকল্পে শ্রমদিবস সৃষ্টি হয়েছে ২৮ কোটি ৬৫ লক্ষ। এটা লেবার বাজেটের ১২৯ শতাংশ। ২০১৪-২০১৫ আর্থিক বছরে ১৬ কোটি ৯৬ লক্ষ শ্রমদিবস একশো দিনের প্রকল্পে সৃষ্টি হয়েছিল। অর্থাৎ এক বছরের মধ্যে রাজ্য প্রায় ১২ কোটির বেশি শ্রমদিবস সৃষ্টি করতে পেরেছে।

২০১৫-২০১৬ আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পের জন্য রাজ্য সরকার দেড়শো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।

এই প্রকল্পের আওতায় গড়ে প্রতি পরিবার কাজ পেয়েছে ৪৬ দিন। প্রত্যেকের মজুরি ১৬৯ টাকা।

এই প্রকল্পের মাধ্যমে গ্রামে স্থায়ী সম্পদ সৃষ্টির উপর জোর দেওয়া হচ্ছে। সড়ক ও সেচ বাঁধ নির্মাণ, জলাশয় সৃষ্টি ও সংস্কার, বনসৃজন প্রভৃতির পাশাপাশি গ্রামের বাড়িতে শৌচাগার তৈরি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ প্রভৃতি প্রকল্প এর আওতায় আসার পরিকল্পনা রয়েছে।

 

 

 

West Bengal registers positive growth in tourism, says Central Govt report

Ever since she assumed office in 2011, West Bengal Chief Minister Mamata Banerjee has been focusing on boosting the tourism infrastructure of the State. Thanks to her manifold initiatives, the State Government has now put its best foot forward to woo tourists, both domestic and foreign.

According to the latest report by the Union Ministry of Tourism, Bengal registered positive growth in both domestic and foreign tourist visits in 2015.

West Bengal improved its position among the States, moving up to fifth, with 1.49 million foreign tourists visiting the State in 2015.

Since 2011, the West Bengal Government has taken several steps to improve the tourism infrastructure of the State, with special initiatives being taken for the safety and comfort of tourists. Focus has been laid on eco-tourism as well as on homestays. Lasting peace in the Hills and in the Jangalmahal region has also added to the increase in the footfall of tourists. The Government has also actively participated in various national and international tourism fairs.

 

পর্যটনের বিকাশ ঘটছে বাংলায়, বলছে জাতীয় রিপোর্ট

২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসায় পর থেকেই পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পর্যটনের পরিকাঠামোর উপর বিশেষ জোর দিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে থেকে পর্যটকদের আকৃষ্ট করতে নানাবিধ উদ্যোগ  নিয়েছে রাজ্য সরকার।

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে দেশী এবং বিদেশী পর্যটনে বিকাশ ঘটেছে  পশ্চিমবঙ্গে।

অন্যান্য রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থান উন্নত হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ তালিকার পঞ্চম স্থানে। ২০১৫ সালে এই রাজ্যে প্রায় ১.৪৯ মিলিয়ন বিদেশী পর্যটক এসেছেন।

২০১১ সাল থেকে, পশ্চিমবঙ্গ সরকার রাজ্য পর্যটনের পরিকাঠামো উন্নত করার জন্য পর্যটকদের নিরাপত্তা ও সব রকম সুযোগ সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। ইকো-ট্যুরিজমের পাশাপাশি হোম স্টে–র ওপরও জোর দেওয়া হচ্ছে। জঙ্গলমহল এবং পাহাড়ে এখন শান্তি বিরাজমান। জঙ্গলমহলে পর্যটক আকর্ষণ বাড়াতে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন পর্যটন মেলায় সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।

Singapore firm to invest Rs 70 cr in Barasat based agri-lab

A Singapore-based company has decided to invest Rs 70 crore after entering into a partnership with EFRAC (Edward Food Research and Analysis Centre) laboratory at Barasat in North 24 Parganas.

The discussion with the Singapore based company Mandala Capital Limited that focuses on long term investment in the food and agri sector in the Indian sub-continent had initiated during the Chief Minister’s Singapore visit. Moreover, there was also a discussion on the matter during the Bengal Global Business Summit.

Dr Amit Mitra, the state finance minister, said that at present, 68 scientists work in the laboratory. With the investment, the number will go up to 150 and in the next three to four years there will around 300 to 400 scientists working in the laboratory.

The money will be utilised in bringing further development in infrastructure and capabilities of the laboratory. The group also has a plan to further invest the equal amount of money after it’s initially success.

 

The image is representative (source)

West Bengal Government to set up lab to boost fish productivity, eliminate diseases

The State Fisheries department will set up a laboratory to find out the cause of various diseases of fishes and help augment its production.

The proposed laboratory will come up on 10 acre of land at Chakgeria in South 24 Parganas. The laboratory will help find out causes of various diseases that affect fish population.

Before the fisherman releases fish seed, it was necessary to test the soil.

This testing will be done in the laboratory. Also, when a disease breaks out, it is necessary to do intense research to find out the cause as in fishes disease spreads very fast. Once the cause is detected it is easier to tackle the situation.

Also, the laboratory will be of immense value as it will help in augmentation of fish production.

A large chunk of fish in the state comes from Andhra Pradesh and if there is transport strike or something of that sort, the supply is affected and there is crisis in the city and state markets. Steps have been taken to make the state self sufficient in fish production.

From time to time the farmers will be given training on how to increase fish production and maintenance of the ponds.

 

মাছের রোগ প্রতিরোধ ও উ९পাদন বৃদ্ধির জন্য গবেষণাগার তৈরি করবে রাজ্য সরকার   

মাছের নানা রোগের কারণ এবং তাদের উ९পাদন বৃদ্ধির জন্য রাজ্য ম९স্য বিভাগ একটি গবেষণাগার স্থাপন করবে।

দক্ষিণ ২৪ পরগনার চাকগেরিয়াতে ১০ একর জমির ওপর তৈরি হনবে এই গবেষণাগার। বিভিন্ন রোগ নির্ধারণে সাহায্য করে মাছের উ९পাদন বৃদ্ধিতে সহায়তা করবে এই পরীক্ষাগার।

মাছের বীজ লাগানোর আগে মাটি পরীক্ষা করার প্রয়োজন।

সবরকম পরীক্ষা-নিরীক্ষা করা হবে এই গবেষণাগারে। যখন কোন একটি রোগের প্রকোপ বেড়ে যায়, ত९ক্ষণা९ তার কারণ খুঁজে বের করা প্রয়োজন। রোগের কারণ জানা গেলে পরিস্থিতি মোকাবিলা করা সহজতর হয়।

এছাড়াও,  মাছের উ९পাদন বৃদ্ধিতে সাহায্য করবে এই পরীক্ষাগার।

অন্ধ্রপ্রদেশ থেকে অনেক মাছ রাজ্যে আসে, আর যদি কোন রকম পরিবহন ধর্মঘট হয় সেক্ষেত্রে মাছের যোগাণ ক্ষতিগ্রস্ত হয় এবং তার প্রভাব পড়ে শহরের বাজারে। রাজ্যে মাছ উ९পাদন যথেষ্ট করার জন্য ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

মাছের উ९পাদন বৃদ্ধি কি করে সম্ভব এবং পুকুরের রক্ষণাবেক্ষণ কিকরে করতে হয় এখন থেকে সেই ব্যাপারে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

Bengal to set up grid connected solar PV power plants in schools

The State government is planning to set up rooftop grid-connected Solar PV power plants in 1,000 schools in West Bengal, Power and Non-Conventional Energy Sources Minister Sobhandeb Chattopadhyay told the Assembly on Wednesday.

The State Power Minister said the solar panels would be installed at 1,000 schools and in all State government offices.

Under the Integrated Power Development Scheme (IPDS), the West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) will invest Rs 43 crore for setting up rooftop solar PV power plants in the next five years.

So far power plants of total 6 mW (approximate) capacity have been set up throughout the State.

Some of the important projects are Garden Reach Shipbuilders & Engineers Limited (100 KWp), Central Glass & Ceramic Research Institute (HT) (37.5 KWp), Ramkrishna Mission Vidyamandir, Belur Math (153.4 KWp), Dinabandhu Andrews College (20 KWp), Modernland Girls’ High School (10 KWP) and Bijioygarh Vidyapith (10 KWp), the Minister said.

Private sector organisations have also set up this kind of power plants and such organisations included Auckland Jute Mill (500 KWp), Patton International Limited (Behala Works) (100 Kwp), ILEAD Foundation, Matheswartala Road (20 Kwp), he said.

This rooftop power plant with Net-metering facility has drastically reduced monthly energy bill of institutions, he said adding that this success has brought a paradigm shift in the State’s approach towards setting up of Solar PV power plants.

 

রাজ্যের স্কুলগুলিতে সোলার পাওয়ার প্লান্ট বসানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গের ১০০০ টি স্কুলের ছাদে গ্রিড-সংযুক্ত সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার বিধানসভায় একথা জানান, বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বিদ্যু९ মন্ত্রী জানান রাজ্যের সব সরকারী অফিসেও বসানো হবে এই সোলার পাওয়ার প্লান্ট।

ইন্টিগ্রেটেড পাওয়ার ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যু९ বিতরণ কোম্পানি আগামী পাঁচ বছরে সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের জন্য ৪৩ কোটি টাকা বিনিয়োগ করবে।

সারা রাজ্য জুড়ে প্রায় মোট ৬ মেগাওয়াট পাওয়ার প্লান্ট স্থাপন হবে।

এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হল – গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (১০০ কিলোওয়াট), সেন্ট্রাল গ্লাস ও সিরামিক রিসার্চ ইনস্টিটিউট (৩৭.৫ কিলোওয়াট),রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড় মঠ (১৫৩.৪ কিলোওয়াট), দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ (২০ কিলোওয়াট), মডার্নল্যান্ড গার্লস হাইস্কুল (১০ কিলোওয়াট) এবং বিজয়গড় বিদ্যাপীঠ (১০ কিলোওয়াট), মন্ত্রী জানান।

তিনি আরও বলেন, বেসরকারি সংস্থাগুলিও এই ধরনের পাওয়ার প্লান্ট সেট আপ করছে। যেমন – অকল্যান্ড জুট মিল (৫০০ কিলোওয়াট), প্যাটন ইন্টারন্যাশনাল লিমিটেড (বেহালা ওয়ার্কস) (১০০ কিলোওয়াট), ILEADফাউন্ডেশনের মহেশ্বরতলা রোড (২০ কিলোওয়াট)।

সোলার পাওয়ার প্লান্ট Net-metering পরিষেবা এই সব সংগঠনের বিদ্যুতের খরচের পরিমান অনেক কমিয়ে দিয়েছে। মন্ত্রী আরও বলেন যে এই সাফল্য সোলার পাওয়ার প্লান্ট স্থাপনে দৃষ্টান্ত সৃষ্টি করেছে।