Bengal’s Muslin to travel to Rome and Milan

The centuries-old fabric of muslin is now going overseas – to Rome and Milan, to be specific. After getting a lot of attention and appreciation all across the country, following the ardent efforts of Chief Minister Mamata Banerjee in reviving the making of this fine cloth, muslin is now going to capture hearts abroad.

The West Bengal Khadi & Village Industries Board has joined hands with the Italian Government to have some of the iconic traditional handloom and handicrafts of West Bengal exhibited in Rome and Milan this coming September.

Along with muslin sarees, baluchari sarees, and sitalpati and dokra artefacts would form part of a month-long exhibition spread across two of these biggest fashion markets in the world. The formalities for holding the exhibition were completed recently after the Italian consul-general in Kolkata met the chairman of the Khadi Board.

Since becoming Chief Minister, Mamata Banerjee has been putting in unprecedented efforts towards revitalising the handlooms and handicrafts industry of the State. As a result, the industry is making good profit. About 11,000 people have been given loans to produce more and better goods. About 3,000 people have been engaged by the State Government to revive the muslin industry, specifically. All these efforts have enabled a lot of people become self-sufficient.

 

বাংলার মসলিন এবার যাচ্ছে রোম ও ইটালিতে

মসলিনের ঐতিহ্য ফেরাতে বিশেষ উদ্যোগ। এবার বিশ্বের দরবারে খাদি হস্তশিল্পকে তুলে ধরতে উদ্যোগী রাজ্য সরকার। মসলিনকে বিশ্বের দরবারে পৌছে দিতে রোমের সঙ্গে হাত মেলাল রাজ্য খাদি বোর্ড।

বিশ্ব আসরে মসলিনকে জনপ্রিয় করতে রোমে প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।মসলিন নিয়ে সেপ্টেম্বরে একমাসব্যাপী প্রদর্শনী হবে রোম ও মিলান শহরে।

এ মাসেই মসলিন সহ বালুচরী, শীতলপাটি এবং ডোকরার জিনিসপত্র পাঠানো হবে রোম ও মিলান শহরে। রোম ট্রেন্ডি পোশাকের শহর – ঐতিহ্য ও আধুনিকতার চমত্কার মিশেল। এই শহরে প্রদর্শনী হলে মসলিনের প্রতি আগ্রহ আরও বাড়বে। সেই ভাবনা থেকেই এই পদক্ষেপ। মঙ্গলবার খাদি ভবনে এসে পুরো বিষয়টি পাকাপাকি করেন রোমের কনসুলেট জেনারেল।

উদ্যোক্তাদের আশা, মসলিন যেভাবে গোটা ভারতের মন জয় করেছে, তেমনই মন জয় করবে ইতালিরও। বিশ্বের দরবারে এভাবেই পৌছে গিয়ে ঐতিহ্য ফিরে আসবে বাংলার গর্বের মসলিনের।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁত ও হস্তশিল্পের উন্নতির ওপর জোর দিয়েছেন। ফলস্বরূপ, শিল্প ভাল মুনাফা অর্জন করেছে। ভাল পন্য উতপাদনের জন্য ১১০০০ মানুষকে ঋণ দেওয়া হয়েছে। মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য প্রায় ৩০০০ জনকে নিযুক্ত করেছে রাজ্য সরকার।  রাজ্য সরকারের এই উদ্যোগে অনেক মানুষ স্ব-নির্ভর হয়েছেন।

 

 

Biswa Bangla scripts the revival of Bengal’s doll art

At a time when the ancient art forms of the world are on the brink of extinction, the West Bengal government has launched an effort to revive the craft of ‘doll’ making.

This exquisite craft, prevalent in rural Bengal, has been passed on for generations. For example, artists make dolls made of palm leaves in Burdwan; in East Midnapore, shellac dolls are still made.

Recently a workshop – organised jointly by the State MSME and I&CA departments – was conducted in Kolkata where around 40 craftsmen from 20 districts participated with more than 50 types of dolls.

Doll Revival Project

A unique collection of 27 types of dolls are being made for the seven Biswa Bangla stores across the country, where these will be showcased.

Biswa Bangla will go for association and tie-ups to promote these dolls. A pilot project has been taken up to understand the demand for these products in the market. The doll revival project has included 50 artisans from various parts of Bengal including places like Nadia, Midnapore, Burdwan, Murshidabad, Bankura among others.

Every doll would come with a written note, narrating its history and place in Bengal’s folklore, the place it comes from and the name of the artist who crafted it.

Some dolls are as cheap as Rs 10; some on the higher side are about Rs 3,000 per piece. Some dolls are made of clay, some in wood, or sponge, palm leaf or jute. The most expensive ones available at the stores will be the dancing ‘beni’ – the local word for braided long hair – dolls of Midnapore.

 

Image source: prokerala.com

বাংলার হারানো পুতুল শিল্প পুনরুদ্ধারে নামল রাজ্য সরকার

ক্রমশ বাংলার পুতুল শিল্প তার নিজস্ব ঐতিহ্য হারিয়ে ফেলছে। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকারের উদ্যোগ বাংলার পুতুল কর্মশালা।

এই নিপুণ হস্তশিল্প গ্রাম বাংলায় পর পর প্রজন্ম ধরে চলে আসছে। উদাহরণস্বরূপ, বর্ধমানের শিল্পীরা তালপাতা দিয়ে বিভিন্নরকম পুতুল নির্মাণ করেন, পশ্চিম মেদিনীপুরে এখনোও লাক্ষা পুতুল তৈরি হয়।

MSME এবং  I&CA দপ্তরের উদ্যোগে যৌথভাবে কলকাতায় একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ২০টি জেলা থেকে প্রায় ৪০জন হস্তশিল্পী এখানে অংশগ্রহণ করবে,  প্রায় ৫০ রকমের হাতের তৈরি পুতুল এখানে প্রদর্শিত হবে।

পুতুল পুনর্নবীকরণ শিল্প

২৭ রকমের পুতুল তৈরি করা হচ্ছে যা সমগ্র রাজ্যে ৭টি বিশ্ব বাংলা স্টোরের প্রদর্শিত হবে।

বাজারে এসব পণ্যের চাহিদার কথা মাথায় রেখে এই পাইলট প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। বাংলার বিভিন্ন জায়গা যেমন- নদিয়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ বাংলার বিভিন্ন অংশ থেকে ৫০ জন কারিগরদের নিযুক্ত করা হয়েছে।

প্রত্যেকটি পুতুলের গায়ে তার ইতিহাস, জায়গা, বাংলার লোকসাহিত্য, কোন জায়গা থেকে এটি এসেছে, শিল্পীর নাম সহ বিস্তারিত পরিচয় থাকবে।

কিছু পুতুল খুব কম দামে ১০ টাকায় পাওয়া যাওয়ার পাশাপাশি কিছু কিছু পুতুলের দাম রয়েছে ৩০০০ টাকা। এগুলি তৈরি হয়েছে মূলত মাটি, কাঠ, স্পঞ্জ, তাল পাতা ও পাট থেকে। সবচেয়ে জনপ্রিয় পুতুল হল পশ্চিম মেদিনিপুরের ‘বেণী’।

 

 

Bengal Safari in north Bengal a big hit among tourists

‘Bengal Safari’, a unique open-air zoo in the Baikunthapur forest of Salugara (near Siliguri in Darjeeling district) has become a huge hit among tourists. The Safari, which was inaugurated in January, 2016 by West Bengal Chief Minister, registers an average footfall of around 500 tourists every day.

With more than 1.5 lakh visitors in the last seven months, the tourism department has now decided to procure at least five more 20-seater buses. Thus more tourists can be ferried to the Safari zone in forest every day.

The 700-acre Safari Park will soon feature royal Bengal tigers, cheetahs, Himalayan black bears apart from deer and bison and varieties of birds. A separate zone has been dedicated for alligators and gharials. Elephants will also be a part of the attraction.

 

উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক এখন পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র

বেঙ্গল সাফারি পার্ক – খোলা আকাশের নিচে চিড়িয়াখানা। শিলিগুড়ির কাছে সালুগাড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের একাংশে বন দপ্তর দেশের প্রথম খোলা আকাশের নিচে চিড়িয়াখানা চালু করেছে, এই বছর জানুয়ারি মাসে এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রতিদিনে প্রায় ৫০০ পর্যটকের ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

গত সাত মাসে এই সাফারি পার্কে পর্যটকদের ভিড় প্রায় দেড় লক্ষ ছাড়িয়ে গেছে, তাই এই সাফারি পার্ক পরিদর্শনের জন্য ২০টি আসনের ৫টি বাসের আয়োজন করেছে বন দপ্তর। তা সত্ত্বেও রোজ প্রচুর পর্যটক সাফারিতে যাওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি এই সাফারি পার্কে, খুব শীঘ্রই স্থান পাবে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছাড়াও হরিণ, বাইসন এবং বিভিন্ন প্রজাতির পাখি। ঘড়িয়াল ও কুমিরের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাতি এই পার্কের আরও একটি আকর্ষণীয় অংশ।

WB Govt goes the extra mile to ensure time-bound service delivery

With an aim to ensure that people get proper services from all the departments of the government within a stipulated time, the West Bengal Right to Public Services Commission (WBRPSC) has upped its vigilance and is conducting inspections at various places.

In a landmark legislation, the West Bengal Government had promulgated the West Bengal Right to Public Services Act, 2013 to provide time-bound services to the citizens, thereby fixing the accountability of the public servants at various departments. This Act helps common people to avail the notified public services with a specified time.

The State Government is keen on strengthening and improving a transparent delivery mechanism in public service. The Act is applicable to all state government departments and local self government bodies, such as three-tier panchayats, municipalities, municipal corporations or any organisation controlled and financed by the state government.

 

সময়মত জনপরিষেবা দিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্যসরকার

নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের সব বিভাগের কাছ থেকে সাধারণ মানুষ যাতে যথাযথ পরিষেবা পায় তা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এখন যথেষ্ট তৎপর এবং বিভিন্ন তারা বিভিন্ন স্থানও পরিদর্শন করছেন।

নির্দিষ্ট সময়ে জন পরিষেবা দিতে ২০১৩ সালে পশ্চিমবঙ্গ জন পরিষেবা আইন ২০১৩ চালু প্রণয়ন করে রাজ্য সরকার।সময়মত জনপরিষেবা পেতে এই আইন সাধারণ মানুষদের অনেক সাহায্য করবে।

জনপরিষেবা আরও শক্তিশালী উন্নত ও স্বচ্ছ করার জন্য উৎসাহী রাজ্য সরকার। এই আইন সব সরকারি বিভাগের জন্য কার্যকরী, যেমন- ত্রিস্তর পঞ্চায়েত, পৌরসভা, পৌর কর্পোরেশন বা কোন সংগঠন রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হত।

 

 

 

2,200 new factories came up in Bengal in last 4 years

Chief Minister Mamata Banerjee’s initiative to boost up medium scale industries has resulted in action as around 2,200 new factories have come up in West Bengal in the last four years.

The state government has simplified the process of registration by introducing online submission of fees for the grant and renewal of license through the GRIPS (Government Receipt Portal System) portal of the state Finance department.

These new factories that have come up in last few years are mostly of large and medium scale. During FY 2011-12, there were a total of 15,592 registered factories in the state while in FY 2015-16 the number has gone up to 17,803.

Even the fees collected as registration has gone by a huge margin. The department has altogether collected an amount of around Rs 8.6 crore in 2015-16 as the registration of new factories whereas the figure stood at Rs 1.4 crore in 2011-12.

 

গত ৪ বছরে বাংলায় ২২০০টি নতুন শিল্প কারখানা তৈরি হয়েছে

মাঝারি শিল্পে আরও অগ্রগতি আনতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৪ বছরে পশ্চিমবঙ্গে প্রায় ২২০০টি নতুন শিল্প কারখানা তৈরি হয়েছে।

রাজ্য অর্থ দপ্তরের GRIPS পোর্টালের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া, লাইসেন্স পুনর্নবীকরন ইত্যাদির মাধ্যমে রাজ্য সরকার এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সরলীকরণ করে দিয়েছে।

গত কয়েক বছরে যে নতুন কারখানাগুলি এসেছে সেগুলি মূলত ভারী ও মাঝারি শিল্পে। ২০১১-১২ আর্থিক বর্ষে, মোট নথিভুক্ত কারখানার সংখ্যা ছিল ১৫,৫৯২ এবং ২০১৫-১৬ আর্থিক বর্ষে এই সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৮০৩।

২০১৫-১৬ আর্থিক বর্ষে দপ্তর কারখানার রেজিস্ট্রেশন ফি হিসেবে মোট ৮.৬ কোটি টাকা সংগ্রহ করেছে; ২০১১-১২ আর্থিক বর্ষে এর পরিমাণ ছিল ১.৪ কোটি টাকা।

State to launch app to give prompt flood updates

An app, which will promptly give the flood updates of the state, is set to take the state’s flood management system to a new high. The state irrigation and waterways department has developed the smart phone application and it is all set to be inaugurated.

Earlier, the department had developed a system – Soft Requirement Specification (SRS) which enables the administration to instantly take a stock of flood situations in districts on a real time basis. The system, which has been incorporated in the department’s website, is now transferred to a mobile app.

With the use of new app, the dissemination of flood related information will be easier. It will just take some minutes of update the flood information from the spot.

 

বন্যা সম্পর্কিত সবরকম আপডেট পেতে অ্যাপ চালু করল রাজ্য সরকার

উচ্চ পর্যায়ের বন্যা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশন চালু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যা অবিলম্বে রাজ্যের সব জায়গার বন্যা সংক্রান্ত সব আপডেট দেবে। রাজ্য সেচ ও জলপথ বিভাগ এই স্মার্ট ফোন অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে এবং এটি শীঘ্রই উদ্বোধন করা হবে।

আগেও এই দপ্তর একটি প্রক্রিয়া তৈরি করেছিল – সেটি হল SRS (Soft Requirement Specification)। এর মাধ্যমে অবিলম্বে বন্যা পরিস্থিতি সম্পর্কিত সব তথ্য পাওয়া যেত। এই প্রক্রিয়াটি দপ্তরের ওয়েবসাইটে আগেই সংযোজিত ছিল, বর্তমানে সেটিকেই অ্যাপে পরিবর্তন করা হল।

এই অ্যাপের মাধ্যমে এখন বন্যা সংক্রান্ত সব রকম তথ্য খুব সহজেই পাওয়া যাবে। নির্দিষ্ট এলাকা থেকে খুব সহজেই কিছু মিনিটের মধ্যেই মানুষের কাছে আপডেট পৌঁছে যাবে।

 

 

WB CM Bengal Global Summit

Floods in Bengal ‘man-made’ due to release of water by DVC: WB CM

West Bengal Chief Minister today accused the Damodar Valley Corporation (DVC) of releasing water as per its own wishes, thus causing ‘man-made’ floods in parts of Bengal. She said, DVC should not release water without consulting the State or else the government would have to look for legal recourse.

WB CM was addressing the press after an administrative review meeting for the districts in north Bengal. West Bengal is the only State to regularly conduct administrative review meetings at block level, she said. Review meetings for only four districts are pending, of which the one in Hooghly will be held in September.

The Chief Minister inaugurated several projects today and took stock of the progress of various schemes and programmes. She announced that a court of the Labour Department in Siliguri and Malda. She added that beginning 29 August, 2016, a week-long cleanliness drive will be undertaken in every block.

Accusing the Centre of discriminating against States on financial matters, the Chief Minister said that her government had created a special fund of Rs 100 Crore for the welfare of tea garden workers and set up a separate directorate for tea gardens in north Bengal. She also registered her protest against the attempts to shift Tea Board HQ outside Bengal.

 

ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলে বাংলায় ম্যান-মেড বন্যাঃ মুখ্যমন্ত্রী 

নিজেদের খুশিমতো জল ছাড়া নিয়ে আজ দামোদর ভ্যালি কর্পোরেশনকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি খুশিমতো জল ছাড়ছে বলেই বাংলার বিভিন্ন অংশে ম্যান-মেড বন্যা হয়েছে। তিনি বলেন, রাজ্যের সঙ্গে কথা না বলে ডিভিসির জল ছাড়া উচিত নয়।

উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যারা নিয়মিত ব্লক স্তরে প্রশাসনিক বৈঠক করে। আর ৪টি জেলার প্রশাসনিক বৈঠক বাকি রয়েছে, সেপ্টেম্বর মাসে হুগলিতে প্রশাসনিক বৈঠক হবে।

আজ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি চলতি প্রকল্পগুলির অগ্রগতি নিয়েও খবর নেনে তিনি। শিলিগুড়ি ও মালদায় জন্য শ্রম দপ্তরের আলাদা কোর্ট গঠন করার কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, ২৯ অগাস্ট থেকে এক সপ্তাহব্যাপী ‘ক্লিনলিনেস ড্রাইভ’ হবে ব্লকে ব্লকে।

রাজ্যের কাজে কেন্দ্র হস্তক্ষেপ করছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “চা বাগানের শ্রমিকদের জন্য আমরা ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছি। চা বাগানগুলির জন্য উত্তরবঙ্গে আমরা আলাদা ডিরেক্টোরেট গঠন করেছি। টি বোর্ডের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত চলছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি”।

 

WB CM inaugurates India’s first 10 MW Canal Bank Solar PV Plant

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated India’s first 10 MW Canal Bank Solar PV Plant today during an administrative review meeting at Chopra, North Dinajpur. The project, which has been successfully implemented by WBSEDCL, incurred a cost of Rs 65.88 lakh.

Chief minister Mamata Banerjee arrived at Bagdogra airport Monday afternoon for a three-day tour of north Bengal. She proceeded straight towards Sukuna Guest House.

Today’s meeting was a crucial one as she will take stock of three districts at a time.

Like all other administrative review meetings, the Chief Minister will be discussing on the present status of progress of different projects and at the same time the projects those will be taken up for an overall development of the districts will also be discussed.

 

দেশের প্রথম ক্যানাল ব্যাংক সোলার পিভি পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

উত্তর দিনাজপুরের চোপরায় ভারতের প্রথম ১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ক্যানাল ব্যাঙ্ক সোলার পিভি পাওয়ার প্ল্যান্ট-এর আজ শুভ উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। WBSEDCL এর এই প্রকল্পের রূপায়ক। প্রকল্পটির জন্য বরাদ্দ খরচের পরিমাণ ৬৫ কোটি ৮৮ লক্ষ টাকা।

আজ চোপড়ার সোনাপুর মহাত্মা গান্ধী হাইস্কুল প্রাঙ্গণে তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা সভা করেন মুখ্যমন্ত্রী।

সোমবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে শুকনা গেস্ট হাউসে যান মুখ্যমন্ত্রী। আজ প্রশাসনিক বৈঠক শেষে তিনি ইসলামপুর থেকে শিলিগুড়ি ফিরবেন। আগামীকাল মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন।

যেহেতু তিনটি জেলার অধিকর্তাদের নিয়ে একসঙ্গে এই বৈঠক তাই আজকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

অন্যান্য প্রশাসনিক পর্যালোচনা সভার মতো মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্তমান অবস্থা এবং ঐ জেলাগুলির  সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বিভিন্ন কাজের খতিয়ান পর্যালোচনার পাশাপাশি উত্তরের উন্নয়নে বেশ কিছু নয়া প্রকল্পেরও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

 

Trinamool gains ascendancy in Maldah, Jalpaiguri Zilla Parishads

The Zilla Parishads in Maldah and Jalpaiguri came under the control of Trinamool on Monday.

In Maldah Zilla Parishad, eight Left Front members, along with six Congress and two Samajwadi Party members joined TMC at a function at the party’s headquarters at Trinamool Bhavan. Current strength of Trinamool in the Zilla Parishad thus became 22 out of a total 37.

In Jalpaiguri , six Left Front members joined Trinamool thus taking the party’s tally to 10 in the 19 member Zilla Parishad.

Opposition leaders in the State are joining Trinamool to become a part of the surge of development initiated by Mamata Banerjee in the Bengal.

 

মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদ এল তৃণমূলের দখলে

সোমবার মালদা ও জলপাইগুড়ি জেলা পরিষদ এল তৃণমূল কংগ্রেসের দখলে।

সোমবার তৃণমূল ভবনে একসঙ্গে বামেদের আটজন, কংগ্রেসের ছয়জন এবং সমাজবাদী পার্টির দু’জন মিলিয়ে মোট ১৬ জন মালদা জেলা পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন৷ এর ফলে সেখানে মোট ৩৭টি সদস্যের জেলা পরিষদের মধ্যে ২২ জন সদস্য তৃণমূলের।

জলপাইগুড়ি জেলা পরিষদে ৬ জন বাম সদস্য তৃণমূলে যোগদান করলেন। এর ফলে ১৯ জন জেলা পরিষদ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১০।

বিরোধী দলের নেতারাও এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়নের শরিক হতে চলেছেন।

 

Mamata Banerjee’s Facebook page crosses 2 million ‘likes’

West Bengal Chief Minister and All India Trinamool Congress Chairperson, Mamata Banerjee has crossed a new milestone on social media. Her Facebook profile recently crossed 2 million ‘likes’.

In the course of her formidable presence on Facebook, she has achieved significant firsts like being the first politician in India to have a 360-degree video of her rally up on her page. Her ‘Facebook Q&A’ generated an overwhelming response from the audience. Both of these happened last April, as part of the campaign for the Assembly elections.

Mamata Banerjee has been one of the pioneering politicians in India in terms of using the power of social media to communicate her and her Government’s and party’s views to the people. She has a strong presence on Twitter too.

You can like her Facebook page or follow her on Twitter to stay updated with all her posts.

Here is her Facebook post thanking everyone for 2 million likes on her page:

 

মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজের ‘লাইক’ ২০ লক্ষ ছাড়াল

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক নতুন নজির গড়লেন। সম্প্রতি তার ফেসবুক প্রোফাইলে লাইকের সংখ্যা ২০ লক্ষ অতিক্রম করল।

ফেসবুকে তার দুর্দান্ত উপস্থিতির পাশাপাশি তিনি ভারতের প্রথম রাজনীতিক যার ফেসবুক পেজে তার পদযাত্রার ৩৬০ ডিগ্রি ভিডিও আছে। এছাড়া তার ফেসবুক লাইভও ব্যাপক সাড়া পেয়েছে। গত এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনের প্রচারের অংশ হিসেবে এই দুটি হয়েছে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ করতে, এছাড়া সরকারের এবং দলের মতামত মানুষের কাছে পৌঁছে দিতে ভারতের জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে তিনি একজন। টুইটারেও তার জনপ্রিয়তা যথেষ্ট।

ফেসবুকে তার পেজ লাইক বা ফলো করার পাশাপাশি টুইটারের মাধ্যমেও তার সব আপডেট পাওয়া সম্ভব।