Bengal’s popular ‘Fish on Wheels’ in Digha and Puri soon

The popular ‘Fish On Wheels’ concept of Benfish is going to be introduced in Digha and Puri soon.

The named is used for the Benfish service wherein cooked fish is sold in vans. The service is available in Kolkata and is very popular. These tourist spots – on in Purba Medinipur district and the other in Odisha – are very popular with Bengali tourists and hence, Benfish has come up with the decision.

Benfish functions under the State Department of Fisheries. The vans to be introduced in Digha and Puri would also be of the latest model, and the ones in Kolkata would be replaced with these latest models too.

Further, Fish On Wheels would be introduced to tap the tourist market in Jangalmahal, Ayodhya Hills, Malda, Murshidabad, Siliguri, Darjeeling, the Dooars, Cooch Behar.

 

মাছের নানা মুখরোচক পদ নিয়ে এবার বেনফিশের গাড়ি চলবে দীঘা-পুরীতেও

বেনফিশের ‘ফিশ অন হুইলস’ এবার নামতে চলেছে দীঘা-পুরীতে। এতদিন কলকাতা শহরে ঘুরে ঘুরে বিভিন্ন মুখোরোচক মাছের খাবার বিক্রি করত বেনফিশের ‘ফিশ অন হুইলস’ গাড়ি। এবার সেই গাড়িই পৌঁছে যাবে সমুদ্র সৈকতের বুকে।

উল্লেখ্য, দীঘা-পুরী দুই জায়গাতেই পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করেছে বেনফিশ। সারা বছর সেখানে বহু পর্যটক বুকিং করেন, ঘুরতে যান। কিন্তু এতদিন সেই এলাকায় বেনফিশের ‘ফিশ অন হুইলস’ বা গাড়িতে করে খাবার বিক্রির কোনও ব্যবস্থা ছিল না। অবশেষে সেই ব্যবস্থাও শীঘ্র ওই দুই জায়গাতে চালু করতে চাইছে বেনফিশ।

‘ফিশ অন হুইলস’-এর নতুন মডেলের গাড়ি দীঘা ও পুরীতে নামানো হচ্ছে। ইতিমধ্যে নতুন গাড়ির বরাত দেওয়া হয়ে গিয়েছে। গাড়ি এলেই ওই দুই জায়গায় খাবার বিক্রি করা শুরু হবে। ফিশ ফ্রাই, ফিশ ব্যাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, ফিস পকোড়া, ফিশ চপ, ফিশ শিক কাবাব থেকে শুরু করে বিভিন্ন বাহারি খাবার সাজিয়ে ‘ফিশ অন হুইলস’ পৌঁছে যাবে দীঘা এবং পুরীতে।

আগামী দিনে রাজ্যের আরও একাধিক জেলা, বিশেষত পর্যটন এলাকাগুলিতেও ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার। বিশেষ করে জঙ্গলমহল, অযোধ্যা পাহাড়, মালদহ-মুর্শিদাবাদ, শিলিগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স, কোচবিহার থেকে একেবারে দক্ষিণের সুন্দরবনেও অদূর ভবিষ্যতে ‘ফিশ অন হুইলস’ চালু করার পরিকল্পনা রয়েছে সংস্থার।

Source: Bartaman

95% of Mission Nirmal Bangla accomplished, rest on the fast track to completion

The Panchayats and Rural Development Department has created a silent revolution in Bengal with the Nirmal Bangla Mission by constructing 61,21,088 toilets in rural households. Thus, 95 per cent of the target for making the state open-defecation free (ODF) has been reached. The target of 64,15,430 rural toilets is going to be reached soon.

Nadia was India’s first district that was declared ODF. In Bengal, so far eight districts have been declared ODF – Nadia, South 24 Parganas, North 24 Parganas, Purba Bardhaman, Paschim Bardhaman, Cooch Behar, Hooghly and Purba Medinipur.

Howrah and Malda will be declared ODF by March 2018. The other districts that will be soon declared as ODF are Murshidabad, Dakshin Dinajpur and Birbhum. The Panchayats Department is on a fast track to complete the project for the rest of the districts.

 

নির্মল বাংলা মিশনের ৯৫ শতাংশ কাজ শেষ

নির্মল বাংলা মিশনের মাধ্যমে গ্রাম বাংলায় এক বৈপ্লবিক পরিবর্তন আনছে রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ৬১২১০৮৮ টি শৌচালয় নির্মাণ করে ফেলেছে এই দপ্তর, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ শতাংশ। বাকি ৫ শতাংশ শৌচালয় নির্মাণের কাজও খুব শীঘ্রই সম্পন্ন হবে।

দেশের প্রথম নির্মল জেলা ঘোষিত হয় নদীয়া। এখন অবধি রাজ্যের আটটি জেলা নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পেয়েছে। সেগুলি হল, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, হুগলী এবং পূর্ব মেদিনীপুর।

মার্চের মধ্যে হাওড়া ও মালদা জেলাও নির্মল জেলায় রূপান্তরিত হবে। বাকি যে জেলাগুলি ঘুব শীঘ্রই নির্মল জেলা হিসাবে স্বীকৃতি পাবে সেগুলি হল, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং বীরভূম।

Source: Millennium Post

Bengal narrows child mortality gender gap, on top-five list

The gap between male and female child mortality rates has reduced considerably in Bengal, propelling the state to the list of the best five states in terms of this key developmental index.

The latest Sample Registration Survey (SRS 2016) has found 28 deaths per 1,000 among girl children in the 0-4 age group, and 27 among boys. This is a huge improvement: the 2011 figure was 40 and 37 respectively.

The narrowing-down of the gap is a boost to the larger goal of gender equality. This is very good not only in terms of social consciousness, but also in terms of preparing a gender-equal strong workforce. The figures speak of a growing consciousness – that girl children are no more outcasts.

 

শিশু মৃত্যুর হার হ্রাসে নয়া নজির বাংলার

শিশু মৃত্যুর হারে লিঙ্গ-বৈষম্যের ব্যবধান উল্লেখযোগ্য ভাবে কমল বাংলায়। এই সূচকের নিরিখে দেশে প্রথম পাঁচটি রাজ্যের অন্যতম পশ্চিমবঙ্গ।

সাম্প্রতিক স্যাম্পেল রেজিস্ট্রেসন সার্ভে ২০১৬ তে দেখা গেছে ০-৪ বছর পর্যন্ত বয়সের মেয়েদের মধ্যে মৃত্যুর হার প্রতি হাজারে ২৮। একই ভাবে,০-৪ বছর পর্যন্ত বয়সের ছেলেদের মধ্যে মৃত্যুর হার প্রতি হাজারে ২৭। এই পরিসংখ্যানটি ২০১১ তে ছিল যথাক্রমে ৪০ ও ৩৭।

এই পরিসংখ্যানের মাধ্যমে বোঝা যায় ছেলে-মেয়ের সংখ্যার ভারসাম্য নিয়ন্ত্রণে কতটা এগিয়ে এ রাজ্য। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে সচেতনতা বাড়ছে এবং লিঙ্গ ভারসাম্য বজায় রাখতে অনেকটাই সফল হয়েছে রাজ্য।

উল্লেখ্য, বাংলায় সামগ্রিক শিশু মৃত্যুর হার ছয় বছরে (প্রতি হাজারে) ৪২ থেকে কমে ২৫ হয়েছে।

 

Source: The Times of India

 

Kakoli Ghosh Dastidar speaks on the Motion of Thanks on the President’s Address

FULL TRANSCRIPT

Madam, I stand on behalf of the All India Trinamool Congress to speak on the Motion of Thanks in gratitude towards the Hon’ble Rashtrapati ji for addressing a joint session of the Houses.

Madam, I am bemused at his self-contradictions. Whereas I agree to his statement on line number 12 of the printed speech that political democracy cannot survive without social and economic democracy, and I agree again with his last sentence when he stresses on equality and fraternity. But what I am confused about, along with many of my countrymen, my brothers and sisters, is whether the contradiction is in the rule of his government today, in the democracy at the personal level, at the social level, and at the economic and micro-economic levels that exist in today’s India. Doesn’t our Constitution grant each of us freedom of speech, and social, economic and political justice, gives us freedom of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity, of fraternity, assuring us dignity of the individual?

But it is challenged in his rule today. The President, in his speech, invokes Swami Vivekananda often. ‘Bohuroope shommukhe tomar chari katha khunjiche ishwar/ Jeebe prem kore jeijon sheijon shebiche ishwar’. Why are you searching for god in the temples, in the openly armed processions or in the rituals? God is in humanity, god is within you, god is in the human being in front of you. So isn’t it contradictory when Swamiji is quoted but not followed?

Naren, as was he was to be called when he was young, at the age of five or six, he pulled the hukkah meant for Muslims in his house to see whether that would make him lose his ‘dharma’ or religion or jaat. At the end he concluded, that, ‘dharma’ or caste is not such a vanity that would be lost so easily. Ramakrishna Paramhansa Deb is specifically quoted to have said that you practice religion in temples and mosques alike; and he found no difference in reaching God.

Today’s India is different.
Today’s India is difficult.
Today’s India is contradictory.
Today’s India is shortsighted.
Today’s India is myopic.
Today’s India is intolerant.

Honourable Rashtrapatiji has asserted his commitment to weaker sections. But let us define weakness. Who is weak? What is weakness? Whether the weakness is physical, whether the weakness is mental, whether the weakness is social, religious, demographic or ethnic. Which weakness is he talking about in today’s India? The weak have become more vulnerable.

Children are to be protected as they are not yet strong enough, they have not grown up. But everyday children are being kidnapped, sexually harassed, abused, tormented and most important is that their budgetary allocation has been slashed as per the mid-day meal proposals.

Women are our pride and physically less strong. So we can say that they are the weaker sex, as we used to say so. But today, as honourable ministers have been saying that as BSF jawans, they have shown formations during the Republic Day parade, they have flown fighters, so they are not weak anymore. But, everyday they are being raped. Acid is thrown at them. They are molested. But there is no concern as it is shown that only Rs 1 crore has been increased in the Beti Bachao Beti Padhao scheme. Whereas, in our State, our Chief Minister Mamata Banerjee, has empowered 45 lakh girl children through the Kanyashree scheme.

The Adivasis are not getting their dues; their right over their land, their jungles, their water bodies are being snatched and their language is not being given recognition as per the schedule.

And most importantly minorities are trembling in trepidation. Madam, if you don’t believe me ask the families of Pehlu Khan and Mohammad Akhlaq.

Where is dharma today, where is God? He is here in my heart. Where is God, where is dharma? He is here in my mind, in my brain, in my soul, in my thought – that is Hinduism. To take everybody along as we go forward, not maime, not kill, not hurt, abuse as is happening in today’s India.

About economic growth. Equality is not there. If it were there then the large defaulters would not have been let scott-free and the poor depositors dealt with punitive actions for not having minimum balance in their bank accounts; it is not dharma.

The farmers and fishermen are suffering; there is farmer suicide everyday in the country. 12000 farmers have committed suicide, though in our state of Bengal, the tax for the agricultural land has been done away with. The one time deposit money to take electric connection for irrigation in the agricultural land has been done away with. But what about Bundelkhand? What about Vidarbha? What about States like Rajasthan, Madhya Pradesh, Maharashtra, Jharkhand? Minimum Support Price is not in support of the farming community. The farmers are committing suicide – four out of every hundred farmers are committing suicide everyday.

The fishermen are not getting the benefit of what the scientists are doing. The scientists are doing good job in the country. They had forecasted the Cyclone Okhi that had occurred very recently, but, when they could forecast the whole path, the information that it was going to hit these fishermen out in the sea, could not be reached. We have lost many seamen, many fishermen.

We have to look after the farmers, we have to look after the fishermen, the OBCs, the minorities.

In the recent Budget, Bengal’s Railway projects have been slashed, only two lines have been doubled but extension of metro, even in my constituency Barasat, they have been overlooked it looks like, vindictive political agenda is high. The use of central agencies also very high.

And about the security Madam, hamare desh ka 22000 km se bhi jyada international borders hain, koi friendly country, koi not so friendly country, aur jo wahan jawan pehre mein rehte hain, kisi ke pati hain, kisi ke pita, lekin wo sabhi hamare santan hain, and the Government is not looking after them well enough.

The question is, at Rs 90 per day… ek hatta katta jawan jo wahan baithe rehte hain, hamare suraksha ke liye, chain ke liye, jab hum baithe hain gharon mein, jhel lete hain goli hamare liye. Unite liye sirf 90 rupees per day for their ration is not enough. Who is thinking about this? The medical facility for them is not enough, so who is looking after them? This government is not looking after them.

India today is wild with the delirium of hatred, which is contradictory to the rosy picture propagated. We must try to be more tolerant. It is time to ask have we lost our dharma, Madam?

Thank You.

 

Bengal Govt planning online platform for folk artistes

After the hugely successful Lok Prasar Prakalpa, comes another initiative by the Bengal Government for folk artistes – an online platform, using which one can easily approach the government to engage artistes who are enrolled under the Lok Prasar Prakalpa.

Chief Minister Mamata Banerjee had introduced the scheme, Lok Prasar Prakalpa to extend support to folk artistes across the state and to revive many art forms on the verge of extinction. In the first year itself, as many as 84,720 folk artistes were brought under the scheme, and gradually around 2 lakh artistes have been brought under its purview.

The online platform would be made accessible via a link in the official portal of the Bengal Government, Egiye Bangla.

Clicking on the link will take the user to another webpage, on which the details regarding the programme for which artistes enrolled under the Lok Prasar Prakalpa have been sought, need to be typed in. After going through the details of the programme, concerned State Government officials will take the required steps.

At present, one needs to approach district authorities for engaging the artistes enrolled under the scheme. With the introduction of the online platform, engaging them would be possible from any part of the globe.

The plan is to introduce the online platform during the next financial year, that is, 2018-19.

 

লোকশিল্পীদের জন্য ওয়েবসাইট আনছে রাজ্য

লোক প্রসার প্রকল্পের বিপুল সাফল্যের পর রাজ্য সরকার লোকশিল্পীদের জন্য নিল আরও এক উদ্যোগ – একটি নতুন ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে লোক প্রসার প্রকল্পে শিল্পীদের অন্তর্ভুক্ত করতে যে কেউ আবেদন করতে পারবেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোক প্রসার প্রকল্পের সূচনা করেন রাজ্যের লোক শিল্পীদের সাহায্য করতে। পাশাপাশি, বিভিন্ন লোকশিল্প যা বর্তমানে বিলুপ্তির পথে, সেগুলিকে পুনরুজ্জীবিত করাও উদ্দ্যেশ্য এই প্রকল্পের। ২ লক্ষ লোকশিল্পীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

লোকশিল্পীদের ওয়েবসাইটটিতে রাজ্য সরকারের ওয়েব পোর্টাল ‘এগিয়ে বাংলার’ মাধ্যমে ঢোকা যাবে।

এগিয়ে বাংলার ওয়েবসাইটের ওই বিশেষ লিঙ্কটিতে ক্লিক করলে একটি ভিন্ন ওয়েবপেজ খুলবে যেখানে বিভিন্ন অনুষ্ঠানের তালিকা থাকবে। যে অনুষ্ঠানের জন্য শিল্পী নিজের নাম নথিভুক্ত করতে চান, তা টাইপ করতে হবে। এর পর ওই অনুষ্ঠানের ব্যাপারে বিশদে জানার পর, ওই সংক্রান্ত সরকারি আধিকারিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই মুহূর্তে এই নাম নথিভুক্ত করার জন্য জেলা কর্তৃপক্ষকে জানাতে হয়। ওয়েবসাইট উদ্বোধনের হলে এই কাজ পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করা সম্ভব হবে।

Source: Millennium Post

Sukhendu Sekhar Roy speaks Motion of Thanks to the President’s Address

FULL TRANSCRIPT

Sir, thank you very much. Sir, 29th January, Saansad ki Joint Session mein mananiya Rashtrapati ji 20 panna likhit bhashan mein kum se kum 11 Pradhan Mantri Yojana ka ullekh kiya. Jaise ki Pradhan Mantri Ujjwala Yojana, Pradhan Mantri Mudra Yojana, Pradhan Mantri Kisan Sampada Yojana: 11 yojanao ka ullekh kiya gaya, aur usmein kya nahi hai? Toilet bhi hai, digital wallet bhi hai. Start-up bhi hai, stand up bhi hai.

Lekin, start-up hui hai kya? Mera sawal yeh banta hai ki start-up hui hai kya? Aur stand up bhi hum janta kaise karenge kyun ki notebandi aur GST ke double dhamake se aam janta ka kamar toot gaya. Iska koi tareeka nahi diya gaya hai iss bhashan mein. Na toh yatra shuru kar paya aur na hi khare hone ki koshish kar sakti hai janta.

Iss saal kayi rajyon mein aur agle saal ki aam chunayon ko madde nazar rakhte huye, yeh budget bhi chunayovi jumla jaisa hai. Haala ki iss abhibhashan mein Mahamayi Rashtrapati ji ki mann ki baat nahi kahi gayi. Harr Ravivaar hum jo mann ki baat sunte hai, wahi dauharaya gaya is abhibhashan mein. Isse zyaada ismein kuch hai nahi.

Nayi do cheezen bataayi gayi: panna 19 mein bataaya gaya ki simultaneous election hona chahiye aur iske liye sadan ko iska vichaar karna chahiye. Kahaan se aaya yeh prastav? Chunaav Aayog ne aisa koi prastav diya hai kya? Constitution mein aisa koi pravdhaan hai kya? Koi mujhe dikha de ek bhi article, ek bhi provision kahin pe hai, jahaan bataya gaya hai ki kendrya aur rajya ki chunav ek saath karna padhega. Aur sann 1967 se aaj takk shayad hi kabhi kendrya aur rajya ka chunaav ek saath hua hai.

Toh achaanak aap log kendriya aur rajya ka election saath mein karne ke liye aap log shor machane lage kyun? Kyun ki aap samvidhaan ko jar se ukharna chahate hain. Ek naya samvidhan banana chahatein hai, aapke rajnitik swarth ke liye. Iska alag doosra koi karan nahi hai.

Bataye ja rahein hai ki samay ki barbaadi aur kharcha dono ho raha hai bahut. Aapne toh Digital India bana diya, online chunaav kar dijiye. Kharch aur samay dono bach jayenge. Mahine bhar chunaav, paramilitary deployment ki zaroorat nahi padegi. Aap Digital India kijiye. Yeh saare slogan, naarebaazi zyada din tak nahi chalega.

Page number 2 meh Mahamahim ji neh bola ki Triple Talak ka Bill saansad meh pass kiya jaega aur bataya gaya ki hum log virodh kar rahe the. Koi bhi party neh virodh nahi kiya, ek bhi virodhi dal neh virodh nahi kiya. Humare maange thi ki iss Bill meh kuch kamiya hai aur iss Bill ko Select Committee meh bheja jaaye aur scrutiny karne ke baad yaha wapas laya jai aur phir hum batchit karenge. Yeh ek Sansadiya pranali hai aur aap kyu iss sansadiya pranali ko barbaad karne chahatey hai? Iss ka jawab dijiye.
Bohut saare baat bataein gaye hain ki Hindustan bohut aage baad gaya hai lekin kitna aage baada hai? Mere paas do, teen reports hai UNDP development report- manav vikas ki hisaab seh duniya ke 188 desho meh Bharat ka sthan 131 hai matlab Bharat seh jaada manav vikas 130 desh meh hui hai.Humare saath tulna sirf Congo, Namibia aur padosi Pakistan seh kiya jaa sakta hai dusro desho seh nahi aisa humara development hua hai. Humare pasodi Sri Lanka aur Maldives bhi humse aage hai. Yeh UNDP ka report hai, Trinamool Congress ka nahi.

World Economic Forum inclusive development index 2018 hal hi meh nikla aur isske anusaar 6 out of 10 Indians still live on less then 3.20 dollar per day. Iss ka matlab kariban 78 crore Hindustani Rs 6000 mahina meh din gujaarte hai aur yaha GDP growth rate ka kahani sunaya jaa raha hai. CIA ek khufiya agency hai America ka CIA world fact report nikalte hai har saal duniya ki saare desho ka CIA world fact book yeh bola hai apni 29th January ko report nikla hai aur yeh pata chalta hai 1 number santaan paida karte samay garvavati mata ki mrityu ki sankhya meh duniya ki 180 desho ke andar Hindustan 56 number meh hai. Matlab matritakalin mrityu ki sankhya meh bhi humara desh seh 120 desh humse piche hai hum aage baad gaye hai. Kya aise hum naari sashaktikaran karna chahateh hai? Do, baal mrityu meh bhi Bharat 133 desho seh aage hai, 35.7% sishu jinke umar paanch saal seh kum hai woh chinta janak kum vajan ke hai aur iss kum vajan wale sishu ke sankhya meh Bharat duniya meh doosra sthan meh hai.

Abhi dekhiye Global Burden of Disease published in the medical journal ‘The Lancet’. Iss seh pata chalta hai 2016 meh Bharat meh paanch saal ki kum umar ka shishu ki mrityu sankhya 9 lakh ho gaya. Prati 1000 nagrik ko ek doctor ka bhi seva nahi milti hai aur yeh mera report nahi hai. Prati 1000 nagrik ko haspatal meh ek bhi bed nahi milti. Bharat meh 21 lakh janta ko HIV AIDS hai aur hum pure duniya meh tisri sthan meh hai. CIA report ke mutabik 71.5% gramin janta aur 37.4% shahari janta ko koi sanitation facility nahi milta toh Swach Bharat ka nara kyu laga rahe hai. Yeh naare-baji ki sarkar ko jawab degi janta agle election meh.

Aab mein thhori der ke liye is avivasan pe bhi nazar dhalna chahata hu. On page three, it is said, “My government is committed of doubling of farmers income by 2022.” BJP ke 2014 ke election manifesto mein bhi hai. Lekin char saal kyon double nahin hua., iska javaab koun dega. Iska javaab abhi chaar saal mein nahin aaya. Sirf 2015 mein 12,500 kisaano neh aatmahatya kiya. Har din 35 kisaan khudkushi karta hai on an average.
Chaar saal sarkar sothe rahe, aur jab antim samay aa gaya toh bol raha humko 2022 tak mahurat diya jai toh hum 50% double kar denge kisaano ka income. Kariban 40,000 kisaan khudkushi kar chuki hain, aur agar 4 saal mahurat milti hain toh 80 hazar ho jaegi .

Sir, Neeti Aayog ki barishta sadasya neh kya bathaya is bareh mein, mere pas document hain, aagar aap chahata hain toh dek sakta hain. Economic Times ke 31 January, 2018, Rashtrapati ke bhaashan 2 din baad Neeti Aayog ki barishta sadasya ka guest column nikla, “MSP is notified for 23 crops, but effectively insured only for two or three crops.” Dekhiye yeh kaisa dhokabazi hain, 23 fasal ke liya MSP declare kiya jata hain aur 2 or 3 fasal ke liye implement kiya jata hai. Isse bara dhoka bazi kisaanon ke saat nahin hua hai. He says “MP does not generate reasonable surplus income for the farmers, not surprising that the farmers are demanding effective implementation of MSP for all crops and keeping MSP 50% higher than cost.”

Economic Times ki ek report mere pas hain. Sir isme bhi kuch juglery hain aur falacies bhi hain, jaisa ki isme ek mechanism hain, CACP jo mechanism apnaya uske niyamo ke anusar 2 tarah ke cost assessment hota hain: Cost A2 aur cost 2. Cost A2 ke formula ke anusar fasal utpadan ke liye seed, fertilizers, manure, chemicals, human labour, bullocks, machine labours, irrigation expenses, and maintenance cost are the cost A2 mein ati hain. MSP cost A2 plus family labour, yani kisaan ka pariwar ke saat data hain , wo be jorta hain, uspar bhi 50% MSP rakha hain.

Tub bhi laabdayak hain, nahin toh nahin hoga, abhi toh khulasa nahin kya , Budget ko humne suna, kayan nahin baathaya gaya ke MSP kiski aadhar per tai ke gaya. Cost A2 or Cost 2, ahar Cost 2 hain, toh yeh dhokabazi hain. Sir social aur economic democratic ke gaya hain, chai registration ho , bus aada ho, havaee aada ho , sarak ho , jaan subdaya ho,har jaga , Swaach Bharat aur eak Bharat ka vishaal Bill boards hum deekta hain . Toh hali Pradhaan Mantree ji , annual Devos World ke meeting main gaya tha .Jab tak pradaan mantree paucha , tab tak international rights group ke jo ox farm kaya jata hain , woh ox farm ke report nakli aur usma kya batain gaya .

Ek line main bol na chahta hoon, quote “ India reaches to 1% garners 73% of the total wealth generated in the country in 2017”. Sarkar ke aane ke baad teen saal main Hindustan ka yeh chaihra hai, key 2017 main jo 73% wealth generate huwa who 1% ki kaabze main chale gaye, toh saab ka saath saab ka vikas nahi hai. Yeh 1% ke saath 1% ka vikas hai.

Sir, iss adhivasan main kala dhaan ke bare main kuch bhi nahi bataya gaya. Kyunki bolna kuch nahi hai. Ek RTI kiya kisi nagrik nai, Pradhan Mantri Ji ke daftar main bheja tha, saal bhar ghum te rahe who commissioner ke pass, information commissioner, aaj tak unka koi jawaab nahi mila, ki batao itne kala dhaan note bandhi ke baad Sarkar ke paas aiya, ek saal beet chuhka, koi jawaab nahi mila RTI application ka, jo gyar khanoni hai, penalty hona chahiye tha.

Kisne bolatha, agar hum bidesh se kala dhan laa ke, garib janta ki khate main 15 lakh rupeeya nahi jama karte hain, aur agar note bandhi ka shub faal nahi milta hai 6 maina main, toh hum chowrahe pe khare hone ki liya taiyar hai. Kisne bateya tha, main nahi bolna chata hoon, yaad delna chata hoon.

Pehle toh Panama papers nikle, 500 se adhik Hindustani ka naam aiya, phir pechle saal Paradise paper main 900 se adhik naam aiya. Yeh log toh swargwasi toh nahi hai, paradise paper main naam nikle mane yeh bharatiya hi hai, paradise main nahi rahte hain. Agar himaat hai toh white paper nikaliye, batiye, ki paradise paper main aur parama paper main jin Hindustani ka naam aaya hai hum unke khilaf yah caraway kiya hai, jaanta ko aap khulasa kijeya. Hindustan ka janta janna chata hai ki sarkar kyun khamoosh hai, white money ka liya humara maang hai.

Sir, PSU bank ke NPA ke bare main ek shabd nahi bateya giya iss adivesan main. Jo ki aaj yeh NPA 10 lakh crore tak pohunch giya hoga, us se bhi zaada. Agar sarkar mein himmat hain toh wilful default ko criminal offence aiylan kare, kahnoon main badlua laye. Will full default kab hot hai, keh humara pass humara capability hai phir bhi hum nahi deh rahe hai bank ko paisa wapaas, wohi will full defaulter hota hai. According to criminal law, this is the breach of criminal trust and … cheating, so till breach of criminal trust and cheating comes under the purview of criminal law, so aap IPC ko change kijeye, CRBC ko change kijeye, aur unke khilaf criminal proceedings kijeye, Special Court baniye, aagar himmat hain toh aap chu nahi sakte, kyunki yeh sarkar .. capitalist ka sarkar hai kisano ka, garibo ka, mazdooro ka sarkar nahi hai.
Sir, yeh rooz gar ke bare main bari bari shabth pehle bhi ki hai, lekehn Survey Date of The Centre for Monitoring Indian Economy ke unusar 2017 ke pehle 4 mahino main, 15 lakh mazdoor berozgar ho gaye note bandhi ke karan. This is the report of the Survey Date of The Centre for Monitoring Indian Economy, 2017. Sirf 4 mahino main 15 lakh bekaar ho gaye pechle saal, ab tak na jane kitne berozgar ho gaye who bhi note bandi ke Karen, yeh bata rahe hai hum nahi.

So yeh jumla ka fasana hai, hum ne wo purane geet suna tha Mukesh ji ka……..

Shankar Jaikishen aur Shailendraji ne likha tha
– “Kehta hain joker sara jamana, adhi haqueqat, adha fasana”. Yeh haqueqat se duur aisa ek fasana hain jo ki Jumla bhara huya ek fasana hain. Lekin desh ki janta isme fasna nehi chahte

Sir, adarniya Bitto Mantriji, Amritsar me chunao larr rahe the 2014 mein. Unh ape unone bola ki IT ceiling 2 lakh se 5 lakh karna parega. Isse 3 crore janta ko labh milegi. Unhone yeh bi dawa kiya ki agar IT ceiling nehi barte hain to trade aur industry barbaad ho jayega, aur isse karan, China aur Thailand Bharat se age bar gaye hain. Hala ki unhone haar gaye, lekin baad mein unhone 50 lakhs to baraya ceiling lekin baad me ek paisa bhi nehi baraya, is baar bhi nehi bara.

Sir, bitto Mantriji jo kuch bhi bola so bola, lekin abhi ‘cow vigilantism’, ‘love jihad’ shuru ho giye desh me. Ek shabd bhi is bhashan mein nehi hain, pakshme ya bepaksh mein. Hamara Bangal k eek mazdoor ko, kuthaar se mara gaya Rajasthan mein, aur uska baad usko jinda jalaya gaya, aur who tasveer social site me dikhaya giye video recrding korke. Supreme Court bol raha hain uyo social site mein nehi dikhana chahiye. Hum chahte hain ki uyo social site me dikhaye jaye, ta ki sara duniya dekhe Hindustaan mein kya ho raha hain. Kya yeh meri Bharat hain? Kya yeh meri Bharat hain? Go=rakshya ki naam pey hatya ho rahi har roj. Hum Republic of India mein hain yea Republic of Cow mein hain? Kya hum citizen of Republic of India hain yea citizen of Republic of Cow hain? Yeh sawaal banti hain.

Sir, mein antme Kaifi Azmi sahabka Chand Kaliya, jo ki Hemant Kumarji ne apnehi dhun mein ‘Anupama’ film me gaye the, wo mein bolna chahte hun

“Ek khawab khushi ka dekha nehi,
dekha jo kabhi bhul gaye abhi,
manga huya tum kuch na de saake, jo tumne diye wo sahne do,
keya dard kisika lega koi,
itna to kisime dard nehi,
behte hain asoon, aur behen do,
ab aisi tasalli rehne do.
Yah dilki suno duniyawalon.

Student-Youth Convention for North Bengal to be held today at Siliguri

Trinamool Congress Chairperson Mamata Banerjee is going to address the party’s annual Student-Youth Convention for North Bengal at 3 pm today. It will take place at Kanchanjunga Stadium in Siliguri.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party will be present at the convention.

 

 

আজ শিলিগুড়িতে ছাত্র-যুব সম্মেলন, প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হচ্ছে।

উত্তর বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

People have rejected the Opposition: Mamata Banerjee in Assembly

Bengal Chief Minister Mamata Banerjee today delivered a speech in the State Assembly during a discussion on the Governor’s address.

During her speech, she highlighted the major achievements of the government. The CM also took a dig at the Opposition, who, she said, do not feel proud is anything good happens in the State.

She also criticised the Union Budget and said it was a flop-show.

 

Highlights of her speech:

  • The Opposition lacks the courage to listen to us. The people of Bengal have rejected them.
  • Why did the Left Front Govt not hike the honorarium of ASHA, ICDS workers? Centre has stopped funds for these projects. We are providing them incentives from our coffers. Is this my crime?
  • They left behind a huge debt burden. We are facing a legacy. We work with limited resources. 45% of borrowings are spent on development in Bengal.
  • In Bengal, CPI(M) and Congress are made for each other. This is nothing new.
  • How much loss was incurred due to demonetisation? How much black money has been recovered? A white paper must be released. GST has negatively impacted the economy.
  • Opposition is obsessed with criticising the Trinamool. They do not feel proud about Bengal. Look at our achievements in social sector.
  • They blame us for everything. Will they next blame us for cloudy weather or lack of rainfall or if the sun does not come out?
  • Congress is helpless without Trinamool in Parliament. And in Assembly they do not show any courtesy.
  • The Opposition even politicises accidents. What did the previous government do when boats capsized in Kakdwip and Kolaghat?
  • Why were rescue forces not allowed to go near the accident site? Who prevented them?
  • Yesterday’s Union budget was hopeless, flop, bluff budget. Funds have been slashed for National Health Mission. SC/ST welfare has not been looked into.
  • The Centre talks about doubling farmers’ income. We have already done that. Income of farmers in Bengal has increased from Rs 93,000 to Rs 2,39,000 in six years.
  • I would urge the Centre to waive off loans of farmers.
  • I am happy to see the MLAs of Darjeeling present in the House. I will visit Darjeeling on February 6. We want the progress of Hills.
  • We have included 34,000 additional farmers in pension scheme. The pension amount has also been increased.
  • Kanyashree girls are our pride. We have hiked their monthly stipend. We have extended the scheme to university. The scheme has been adjudged the best among 63 nations by the UN.
  • We have given scholarships to 57 lakh SC/ST students. We have distributed 70 lakh cycles. The whole process was carried out by e-tendering.
  • From birth to life – we have schemes for all phases of life. We have introduced a new scheme ‘Ruposree’. Six lakh girls will benefit from the scheme.
  • We have started a new scheme ‘Manobik’ wherein 2 lakh physically challenged people will get monthly pension of Rs 1000.
  • 1.3 lakh farmers have been trained. We have decided to abolish mutation fee for the farmers. We have abolished cess on tea. We have formed a fund of Rs 100 crore for the welfare of tea garden workers.
  • Load Sheddings have become a thing of the past. Has the Left forgotten about the dark days? We are trying to solve the problem of low voltage but sections with vested interests are not allowing a power grid at Bhangor.
  • We have been providing free healthcare for the last two years. We already have Swasthya Sathi insurance scheme. We have Mabhoi scheme for journalists. And Centre has now come up with health insurance scheme.
  • For employment generation, we will set up Silicon Valley Asia in Rajarhat.
  • 108 new Police Stations have been created. Out of proposed 73 Women Police Stations, 48 have already been made functional. Number of departments have been reduced from 63 to 52.
  • NCRB report regarding women trafficking in Bengal was misleading. We have sent a letter to the NCRB asking for a corrigendum to be issued.
  • We will start a pension scheme for journalists from April, 2018. We will soon bring a law to give 10% relief to senior citizens in municipal tax.
  • Trinamool believes in communal harmony. Congress-CPI(M) must remember courts give permission to RSS rallies, not us.

 

 

মানুষ বিরোধীদের বয়কট করেছেঃ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর একটি আলোচনার জবাবী ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার বক্তৃতায় তিনি সরকারের প্রধান সাফল্যগুলি তুলে ধরেন। বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনো তারা রাজ্যের জন্য গর্ব করেন না।

কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে তিনি বলেন যে এটি একটি ফ্লপ-শো ছিল।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

  • রাজ্যপালের ভাষণের জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
  • শুধু হিংসা করলেই হয় না। বিরোধীরা আমার বক্তৃতার সময় উপস্থিত থাকে না। ওরা সরকারের উত্তর শুনতে ভয় পায়।
  • কেন বাম সরকার আই সি ডি এস ও আশা কর্মীদের মাইনে বাড়ায়নি?কেন্দ্রীয় সরকার এই প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমি ওদের ১৫০০ টাকা আর্থিক সাহায্য করেছি। এটা কি অপরাধ?
  • রাজ্যকে দেনায় জর্জরিত করেছে সিপিএম। আমরা সেই ঋণের বোঝা বহন করছি। আমাকে সীমিত টাকার মধ্যে কাজ করতে হয়। যে টাকা আমরা ধার করি তার ৪৫% টাকা উন্নয়নের জন্য খরচ করি বাকিটা দেনা শোধ করি।
  • বাংলায় চিরকাল সিপিএম-কংগ্রেস এক। এটা নতুন কিছু নয়। মানুষ ওদের বয়কট করেছে।
  • নোট বাতিলের ফলে কত ক্ষতি হয়েছে? কত কালো টাকা ফেরত এসেছে? আজও অজানা। এখনও এর কোন স্বেতপত্র প্রকাশ করা হয়নি। জিএসটির ফলে অর্থনীতি ভেঙে পড়েছে।
  • যত তৃণমূল কংগ্রেসের অন্ধ বিরোধিতা করছেন তত মানুষ তাদের দূরে সরিয়ে দিচ্ছে। বাংলা নিয়ে কখনো ওরা গর্ব করে না। আমাদের আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলার উন্নতি নিয়ে কথা বলে না।
  • সব কিছুর জন্য ওরা তৃণমূলকে দায়ী করে। শুধু কুৎসা ও অপপ্রচার করে আর টিভিতে ভাষণ দেওয়া ছাড়া আর কোন কাজ নেই। এরপর বলবে রোদ উঠেছে কেন? তৃণমূল জবাব দাও। বৃষ্টি হচ্ছে না কেন? তৃণমূল জবাব দাও। সূর্য উঠছে না কেন? তৃণমূল জবাব দাও। সব কিছুর একটা লিমিত থাকে।
  • মানুষকে অবজ্ঞা করবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকারকে অশ্রদ্ধা করবেন না।
  • দিল্লিতে তৃণমূলকে ছাড়া কংগ্রেসের চলে না, সংসদ চলে না। আর বিধানসভায় আপনারা কি ব্যবহার করেন। শুধু নোংরা কথা বলা আর dirty game খেলা।
  • একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়েও রাজনীতি করছে বিরোধীরা। কাকদ্বীপ, কোলাঘাটে যখন নৌকাদুবি হয়েছিল আগের সরকার কি ব্যবস্থা নিয়েছিল? কত ক্ষতিপূরণ দিয়েছিল?
  • গতকাল কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়ছে।এটা একটা হোপলেস, সুপার ফ্লপ, ব্লাফ বাজেট। না ঘরকা না ঘাটকা বাজেট। ১০০ দিনের কাজের টাকা, ন্যাশনাল হেলথ মিশনের টাকা কমিয়ে দিয়েছে। SC/ST দের জন্য টাকা সেভাবে বরাদ্দ করা হয়নি। সংখ্যালঘুদের টাকা ৪০০০ কোটি টাকা থেকে কমিয়ে ১০০০ কোটি টাকা করা হয়েছে।
  • কৃষকদের আয় নাকি দেড় গুণ বাড়ানো হবে। অথচ আমরা ইতিমধ্যেই তাদের আয় আড়াই গুন বাড়িয়ে দিয়েছি। ৯১ হাজার টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে বার্ষিক ২,৩৯,০০০ টাকা।
  • কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কৃষকদের সব ঋণ মুকুব করে দেওয়ার জন্য।
  • দার্জিলিং এর বিধায়করা এখানে উপস্থিত আমি খুব খুশি, দার্জিলিঙে শান্তি ফিরে এসেছে। আমরা চাই উন্নয়ন হোক। আগামী ৬ ফেব্রুয়ারী আমি দার্জিলিং যাব।
  • কৃষকদের পেনশন ৭৫০ টাকা থেকে বারিয়ে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। আরও ৩৪,০০০ কৃষক এই প্রকল্পের আওতায় আসবেন।
  • কন্যাশ্রী আমাদের গর্ব। ওদের স্কলারশিপ বৃদ্ধি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়েও এই স্কিম চালু করেছি। ৬৩ টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রীকে প্রথম পুরস্কার দিয়েছে রাষ্ট্রসংঘ।
  • ৫৭ লক্ষ SC/ST ছাত্রছাত্রীদের স্কলারশিপ দেওয়া হচ্ছে। আমরা ৭০ লক্ষ সবুজ সাথী সাইকেল বিতরণ করেছি। সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে ই-টেন্ডারের মাধ্যমে।
  • জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রকল্প চালু করেছি। আমরা একটি নতুন প্রকল্প চালু করেছি যার নাম – রূপশ্রী। এর মাধ্যমে ৬ লক্ষ মেয়ে উপকৃত হবে।
  • আরও একটি নতুন প্রকল্প চালু করা হল যার নাম – মানবিক। এর মাধ্যমে ২ লক্ষ প্রতিবন্ধীদের মাসে ১০০০ টাকা করে পেনশন দেওয়া হবে।
  • ১.৩ লক্ষ কৃষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কৃষকদের কৃষি জমি মিউটেশন ফি মুকুব করা হয়েছে। আগামী আর্থিক বছরে চা পাতা উৎপাদনের ওপর সেস মকুব করার প্রস্তাব রাখা হয়েছে। কৃষকরা যাতে দ্রব্যের ন্যায্য মূল্য পান সেজন্য বিশেষ তহবিল গঠন করা হবে। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
  • লোডশেডিং আজ বাংলার ইতিহাস। বাম সরকার সেই সব অন্ধকার দিনগুলি ভুলে গেলেন?আমরা লো ভোল্টেজের সমস্যা সমাধান করার চেষ্টা করছি।
  • গত ২ বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে বাংলায়। ইতিমধ্যেই স্বাস্থ্য সাথী প্রকল্প চালু হয়েছে। সাংবাদিকদের জন্য মাভৈ প্রকল্প চালু করেছি। কেন্দ্র এতদিন পর স্বাস্থ্য প্রকল্প আনল।
  • কর্মসংস্থানের জন্য আমরা রাজারহাটে সিলিকন ভ্যলি এশিয়া তৈরি করব।
  • আমরা ১০৮ টি নতুন থানা গড়েছি। ৭৩ টি প্রস্তাবিত মহিলা থানার মধ্যে ৪৮ টি কাজ করা শুরু করে দিয়েছে। সরকারী দপ্তরের সংখ্যা ৬৩ থেকে কমিয়ে ৫২ করা হয়েছে।
  • রাজ্যে নারী পাচার নিয়ে বিভ্রান্তিমূলক রিপোর্ট দিয়েছে NCRB। আমরা ওদের চিঠি দিয়ে বলেছি সংশোধনী আনতে।
  • সাংবাদিকদের জন্য আমরা এপ্রিল থেকে নতুন পেনশন প্রকল্প চালু করব। প্রবীণ নাগরিকদের পুরসভা করে ১০% ছাড় দেওয়া হবে।
  • একতা ও সম্প্রীতি তৃণমূলের চোখের মণি। আরএসএস-এর সভার অনুমতি কোর্ট দেয় আমরা নই এটা সিপিএম কংগ্রেসের মনে রাখা উচিত।

Death knell of BJP has been sounded: Abhishek Banerjee at Howrah

Speaking at the student-youth convention of Trinamool Congress, AITYC National President Asbhishek Banerjee today said that the death knell of BJP has been sounded. “They got two goals in Bengal and three goals in Rajasthan. Their downward spiral began in Gujarat. Du hajar unish (2019), BJP finish,” he commented.

He also had a message for the party workers: “Old workers are our assets. The new workers must learn about the struggles and movements of Mamata Banerjee. We all have to work unitedly.”

He took a dig at the Opposition. “For conducting bike rally in Bengal they are hiring workers/bikes from UP. They do not have any base here. Those who used to wear red jerseys for CPI(M) are seeking votes wearing saffron shirts today. People have rejected the negative politics of the Opposition. They only indulge in canards and conspiracies.”

He also said that those who gave the slogans ‘Bhaag Mamata Bhaag’ are nowhere to be seen today.

Regarding the upcoming Panchayat polls, he said, “We have to win people’s trust in Panchayat polls. Let the Opposition indulge in smear campaign, we will continue the surge of development.”

Abhishek maintained, “We never take any anti-people policies. On the other hand, Centre is bringing FRDI Bill. You will never no longer have any control over your savings.”

Abhishek Banerjee reiterated, “We will never bow our heads before anyone. We are answerable to the people. Mamata Banerjee is not in politics for votes. She is committed to the welfare and development of the people of Bengal.”

 

বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়ায়

 

আজ তৃণমূলের ছাত্র যুব সম্মেলনে বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ওরা যত মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছে, তত মুখ থুবড়ে পড়েছে। ৩ গোল খেয়ছে রাজস্থানে, ২ গোল খেয়েছে বাংলায়, গুজরাট থেকেই বিজেপি সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। ২০১৯ বিজেপি ফিনিশ।

দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের পুরনো দিনের কর্মীরা আমাদের দলের সম্পদ। যারা নতুন এসছেন, তাদের তৃণমূলের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলন সম্বন্ধে জানতে হবে। নতুন আর পুরনোর সংমিশ্রণেই একটা দল বলবান হয়, বুথে-ব্লকে পুরনো কর্মীদের চিনতে হবে।

বিরোধীদের উদ্দেশ্যে বলেন, বাইক র‍্যালি করতে হলে উত্তর প্রদেশ থেকে বাইক নিয়ে আসতে হচ্ছে, বাইক জোগাড় করতে পারে না, ভোট চায় কোন মুখে? যারা সিপিএমের হয়ে দুর্নীতি করত, দাদাগিরি করত, তারাই আজ বিজেপির হয়ে ভোট চাইতে যাচ্ছে, কুৎসা ও বিরোধিতার যোগ্য জবাব মানুষ দিয়েছে।

তিনি আরও বলেন, ভাগ মমতা ভাগ যারা বলেছিল, আজ তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়েও বাংলার মাটিতে খুঁজে পাওয়া যায় না।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিনি বলেন, আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের সব জায়গায় গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে আমাদের মানুষের সমর্থন, ভালোবাসা, আস্থাকে পাথেয় করে সেটা অর্জন করতে হবে, মানুষকে আমাদের উন্নয়নে সামিল করতে হবে। যারা কুৎসা করছে, তাদের করতে দিন, আমরা উন্নয়নে ছিলাম, মানুষের পাশে ছিলাম, আমরা মানুষের পাশে থাকবো।

অভিষেক আরও বলেন, এফআরডিআই থেকে শুরু করে, নোটবাতিল, জিএসটি একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এফআরডিআই বিল পাস হলে আপনার কর দেওয়া ব্যাঙ্কে রাখা গচ্ছিত টাকার উপর আগামীদিনে আপনার অধিকার থাকবে না।

তিনি বলেন, মানুষকে আঘাত করবে এরম কোনও সিদ্ধান্ত আমরা নিতে পারব না, আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করেন না, আমরা উন্নয়নের পরিষেবা প্রতি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই।

CPI(M)-Congress and BJP have a secret understanding: Mamata Banerjee at Student-Youth Convention

Trinamool Congress Chairperson Mamata Banerjee today addressed the party’s annual Student-Youth Convention at Dumurjola Stadium in Howrah district.

The annual convention has been divided from this year into two conventions – a North Bengal Convention and a South Bengal Convention.

Besides Mamata Banerjee, AITYC President Abhishek Banerjee, and senior leadership of the party were present at the convention.

 

Highlights of her speech:

Trinamool is a party of the people. We cannot function without their support. Maa, Mati, Manush are our driving force.

We registered an emphatic victory in Uluberia and Noapara. The credit goes to the people and the grassroots workers who have worked tirelessly.

Our workers are our assets. Every block president, student leader must become the pillar of support for the party. There is no place for arrogance.

Leaders do not drop from skies. There is no place for lobbying. Leaders have to be formed among the workers. Election tickets are not for sale in our party.

Food, shelter, clothing – these are the basic necessities of life. There is no place for greed in public life.

I admire the workers who dedicate themselves to the party and will never sell-out the party for selfish needs.

We are paying for the debt incurred by the Left. The amount of work we have done despite financial constraints, is unmatched.

Sabuj Shree, mid-day meal, scholarships, Sabuj Sathi, Samabyathi – from birth to death we have schemes for all phases of life.

Kanyashree girls are our pride. We have increased their monthly stipend. We have abolished khajna tax for farmers.

We have started crop insurance for farmers. 79 lakh Kisan Credit Cards have been distributed.

25 lakh houses have been built for the poor. We have constructed 23,000 km roads. We have generated 81 lakh jobs in 6 years.

We are no. 1 in 100 Days’ Work, MSME, e-tendering, skill development, agriculture, ease of doing business.

We have announced a new scheme ‘Ruposhree’. Six lakh girls will benefit from this initiative. We have started ‘Manobik’ scheme for the physically-challenged people.

BJP does not understand governance. 12,000 farmers have committed suicide. Why have they not waived off loans taken by farmers?

No mechanism, no funds allocated for the announcements. The budget shows the nervousness of the BJP.

BJP has been decimated in Rajasthan. BJP will disappear after 2019.

People have blessed us abundantly in Bengal. Even if all three parties get together, they cannot defeat us.

Dr Amit Mitra said this budget is big bluff. I called it a big flop.

Hinduism is an all-encompassing religion. It is not narrow and petty like the BJP.

Ramakrishna Paramhansa had said joto mot, toto poth. This is our guiding motto.

Trinamool believes in unity, harmony, development, credibility, culture, education, traditions, democracy, humanity.

Our only ideology is the welfare of the people.

BJP only understands the language of money. Bengal cannot be conquered by money power.

Central agencies target us because we oppose their brand of politics. Trinamool does not bow its head before anyone.

CPI(M) and Congress have an understanding with the BJP.

Youth and students must counter the BJP’s propaganda on social media. BJP spends crores on social media.

We do not have the money but we have the support of the youth. We have to focus on making our digital network strong in districts.

The next generation of leaders will emerge from the youth.

We had a traitor in our party. We are thankful to God he is no longer with our party. Trinamool has been saved.

Section of the media targets us. But they remain silent on the wrongdoings of the BJP.

I am committed to the development and welfare of people from all walks of life.

 

সিপিএম, বিজেপি, কংগ্রেসের গোপন বোঝাপড়া আছে, ছাত্র-যুব সম্মেলনে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য বছরের মত এবছরও তৃণমূল কংগ্রেসের বার্ষিক ছাত্র-যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই বছর, উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি পৃথক সম্মেলন হবে।

দক্ষিণ বঙ্গের সম্মেলনটি আজ আয়োজিত হয় হাওড়া জেলার ডুমুরজোলা স্টেডিয়ামে দুপুর ১টায়।

এই সম্মেলনের প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অগণিত সমর্থক।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

তৃণমূল কংগ্রেস মানুষের দল। মানুষকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয় নি। আমাদের একমাত্র সম্পদ মা মাটি মানুষ।

নোয়াপাড়ার ও উলুবেড়িয়ার উপনির্বাচনে এই পরিমাণ ভোটে জেতা সহজ নয়। সব কৃতিত্ব মানুষের। আর ওই ভোট সংগ্রহ করতে যে কর্মীরা এলাকায় এলাকায় রৌদ্রে জ্বলে ঘাম ঝরিয়ে এলাকায় এলাকায় কাজ করে তাদের।

আমার দলীয় কর্মীরা আমাদের সম্পদ। একেকটা ব্লক প্রেসিডেন্ট, দলের একেকটা স্তম্ভ তৈরী হোক। আমি নেতা, এই নিয়ে অহঙ্কার করার জায়গা নেই।

নেতৃত্ব তৈরী করতে হয়, নেতা গাছ থেকে পড়ে না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরী হয়। কে কোথাকার  নেতা, লবি করে বলতে হয় না, তৃণমূল একমাত্র দল যারা টাকা দিয়ে টিকিট বিক্রি করে না, লবি করে না।

নিজের জন্য একটু খাদ্য বস্ত্র বাসস্থান, এর বেশী কিছু লাগে না। লোভ সম্বরণ করা, রাজনীতির একটা বড় হাতিয়ার।

আমি সেই সব কর্মীদের প্রাণ দিয়ে ভালবাসি, যারা লোভ সম্বরণ করে দেখাতে পারে, যে আমরা দলের জন্য সব কিছু করতে পারি, কিন্তু নিজের জন্যও দলকে বিক্রি করি না।

সিপিএমের দেনা আমাদের শোধ করতে হচ্ছে, ওদের দেনায় আমরা জর্জরিত হয়ে গেছি। যে কাজ আমাদের সরকার করেছে, এই কাজ কোন সরকার করে দেখাতে পারবে না।

জন্মালেই সবুজশ্রী, স্কুলে গেলেই মিড ডে মিল, সংখ্যালঘু ভাতা, সবুজ সাথী, সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু আমাদের প্রকল্প আছে।

কন্যাশ্রীর মেয়েরা আমাদের গর্ব, তাদের স্কলারশিপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কৃষকদের জন্য খাজনা মুকুব করা হয়েছে।

বিনা পয়সায় ক্রপ ইনস্যুরেন্স করে দেওয়া হয়েছে। ৬৯ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে।

২৫ লক্ষ গরীব লোকের বাড়ি তৈরী করে দিয়েছি আমরা। ২৫০০০ কিঃমিঃ রাস্তা তৈরী করে দিয়েছি গ্রামে।

১০০ দিনের কাজে, ক্ষুদ্র-মাঝারি শিল্পে, ই-টেন্ডারে, কৃষি কর্মণে, ইজ অফ ডুয়িং বিজনেসে আমরা এক নম্বরে।

আমরা কণ্যাশ্রীর মত রুপশ্রী স্কিম তৈরী করে দিয়েছি। । ছয় লক্ষ মেয়েরা এই সুবিধা পাবে। আমরা শারীরিক প্রতিবন্ধীদের জন্য ‘মানবিক’ স্কিম শুরু করেছি।

বিজেপি কোনও গভর্নেন্স-ই জানে না। ১২,০০০ হাজার কৃষক ভারতবর্ষে আত্মহত্যা করেছে। কেন আজ পর্যন্ত কৃষকদের ঋন মকুব করে নি?

বাজেটে কোনও মেক্যানিজম রাখেনি, কোনও টাকা সেভাবে দেওয়া হয়নি। হতাশার বাজেট, নার্ভাসনেসের বাজেট, ক্ষমতা থেকে চলে যাওয়ার ভয়।

রাজস্থানে বিজেপি হেরে ভূত। এমন হার হারবে ২০১৯ সালে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।

মানুষের আশির্বাদ আমরা অনেক পেয়েছি বাংলায়। তিনটে পার্টি ভোট একসঙ্গে করলেও আমাদের হারাতে পারবে না।

অমিত দা (ডঃ অমিত মিত্র) এই বাজেট-কে বিগ ব্লাফ বলেছে, আর আমি বলেছি সুপার ফ্লপ।

হিন্দু ধর্ম সার্বজনীন ধর্ম। বিজেপি-র মত সংকীর্ণ ও ক্ষুদ্রমণা নয়।  

রামকৃষ্ণ পরমহংস বলে গিয়েছিলেন ‘যত মত, তত পথ। সেটাই আমাদের চলার পাথেয়।

তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে একতা, সম্প্রীতি, উন্নয়ন,বিশ্বাসযোগ্যতা, সভ্যতা, শিক্ষা, সুস্থ-সংস্কৃতি, প্রকৃত গণতন্ত্র, মানবিকতা।      

আদর্শ আমাদের একটাই, আমরা জনগনের পক্ষে।

বিজেপি শুধুমাত্র টাকা ছাড়া আর কিছু চেনে না। কিন্তু টাকা দিয়ে বাংলা জয় করা যায় না।

কেন্দ্রীয় সংস্থাগুলি আমাদের টার্গেট করে, কারণ আমরা তাদের ব্র্যান্ডের রাজনীতির বিরোধিতা করি। কিন্তু তৃণমূল কংগ্রেস কারুর সামনে মাথা নোয়ায় না।

সিপিআই(এম) এবং কংগ্রেসের বিজেপির সঙ্গে বোঝাপড়া আছে।

ছাত্র-যুবদের সোশ্যাল মিডিয়ায় বিজেপি-র প্ররোচনার জবাব দিতে হবে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কোটি টাকা খরচ করে।

চুরি করা হাজার টাকার থেকে ১ টাকার গুরুত্ব অনেক বেশী। জেলায় জেলায় সোশ্যাল নেটওয়ার্ককে স্ট্রং করতে হবে।

আগামী ৫০ বছরের জন্য জেনারেশন তৈরী করে দিয়ে যাব।

দু-একটা গদ্দার সব দলে থাকে, ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছে, এরা গেছে আমি বেছে গেছি। আমার দল বেঁচে গেছে।

সংবাদমাধ্যমের একাংশ শুধু আমাদের টার্গেট করে। বিজেপি যে কোটি কোটি টাকা রোজ খরচা করে, সেটা নিয়ে কটা খবর বেরিয়েছে?

তৃণমূল কংগ্রেসের কেউ কোনদিন জনবিরোধী সিদ্ধান্ত নেবে না।