Rs 2.35 lakh crore investment proposals received at Bengal Global Business Summit 2017: Bengal CM

Speaking at the Plenary Session of the Day 2 of Bengal Global Business Summit, Bengal Chief Minister Mamata Banerjee announced that the Summit has received an investment proposal to the tune of Rs 2 lakh 35,200 crore (US$ 36 billion).

 

 

The Chief Minister announced that the investments in the major sectors as follows:

  •         Manufacturing sector: Rs 61,765 crore
  •         MSME sector: Rs 50,710 crore
  •         Urban Development sector: Rs 46,600 crore
  •         Transport sector: Rs 36,801 crore

The Chief Minister said that China will invest Rs 27,200 crore in the State while South Korea will be investing in Green City project and MoU has been signed with HIDCO in this regard

The Bengal Chief Minister said that this was the first time 29 countries participated in the Bengal Global Business Summit. In the previous two years Bengal received investment proposals worth Rs 4.93 lakh crore, she informed.

For detailed sector-wise report click here.

২.৩৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭য়: মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ২০১৭র দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবারের সম্মেলনে ২ লক্ষ ৩৫ হাজার ২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে।

প্রধান খাতে বিনিয়োগ:

নির্মাণ শিল্প: ৬১,৭৬৫ কোটি

ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প: ৫০,৭১০ কোটি

নগর উন্নয়ন: ৪৬,৬০০ কোটি

পরিবহণ: ৩৬,৮০১ কোটি

রাজ্যে চিন ২৭,২০০ কোটি টাকা বিনিয়োগ করবে, দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করবে গ্রীন সিটি প্রকল্পে। এই বিষয়ে হিডকো’র সঙ্গে মৌ সাক্ষরিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, এই প্রথম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ২৯টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আগের দু’টি বাণিজ্য সম্মেলনে মোট ৪.৯৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিল বাংলা।

 

 

 

Bengal to focus on girl, EWS students: Partha Chatterjee

Bengal government will lay special emphasis on progress and welfare of girl students and those coming from economically weaker sections of the society, state Education Minister Partha Chatterjee said.

“We will give special focus on girl students and those coming from the economically weaker sections (EWS). The government will also look into excellence in education as well as employability of the passing out students,” he said at the 10th convocation of St Xavier’s College.

He added, “I will also request all the universities to undertake a review of their curricula and to take steps to meet today’s requirements and also to interact with industrial houses.”

 

অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের ওপর বিশেষ গুরুত্ব দেবে রাজ্য সরকারঃ পার্থ চট্টোপাধ্যায়

অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার অগ্রগতি ও কল্যানের জন্য তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

সেন্ট জেভিয়ার্স কলজের সমাবর্তন অনুষ্ঠানে এসে শিক্ষামন্ত্রী বলেন, যেসকল ছাত্রীরা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে (EWS) তাদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের দিকেও নজর দেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

তিনি আরও বলেন আমি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করব তাদের পাঠক্রম নিয়ে পর্যালোচনা করার এবং বর্তমান প্রয়োজনীয়তা সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার জন্য এবং শিল্প সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখার জন্য।

 

Shramik Mela to be organised in 36 different places in state

In a bid to help all workers from both the organised and unorganised sectors derive the benefits given by the state government, the state Labour department has taken a unique initiative of making people aware of the benefits by organising state-wide Shramik Mela.

Besides providing different benefits to workers of organised sectors, the state Labour department is targeting to provide Samajik Mukti Card to all the 1.5 crore workers in the unorganised sector. After the change of the guard in the state, the state Labour department has given Samajik Mukti Card to around 90 lakh workers. While from 2000 to 2011, the erstwhile Left Front government had brought only 23 lakh workers from unorganised sector under the scheme to provide them different benefits.

The Shramik Mela will get organised at 36 different places including Darjeeling, Kalimpong, Raiganj, Alipurduar, Cooch Behar, Malda, Berhampore, Kalyani, Bolpur, Burdwan, Katwa, Asansol, Purulia, Bankura, Khatra, Tamluk, Haldia, Baruipur, Barrackpore, Diamond Harbour, Chinsurah, Arambagh and Kolkata. In each of the places, the mela will continue for two days in January.

In Kolkata, the Shramik Mela will be organised on January 27 and 28 at Jatin Das Park. There will be discussions on different issues related to labour laws and other aspects of the lives of workers. There will be stalls in the Shramik Mela from where visitors will get aware of the labour laws.

There will also be awareness camp on minimum wages of labourers. At the same time, they could also learn what their family members should do in case they face any accident while working in their respective places of work. There will also be programmes like financial assistance distribution among workers from 61 different unorganised sectors. There will also be awareness camp in the Shramik Mela about the employment bank.

 

রাজ্যের ৩৬টি স্থানে অনুষ্ঠিত হবে শ্রমিক মেলা

সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা যাতে রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা সকল সুযোগ সুবিধার ব্যাপারে অবগত হতে পারেন, তাই রাজ্যের ৩৬টি জায়গায় শ্রমিক মেলা অনুষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে রাজ্য শ্রমিক দপ্তর।

শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, বহরমপুর, কল্যাণী, বোলপুর, বর্ধমান, কাটোয়া, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, খাটরা, তমলুক, হলদিয়া, বারুইপুর, বারাকপুর, ডায়মন্ড হারবার, চুঁচুড়া, আরামবাগ ও কলকাতা সহ রাজ্যের ৩৬টি জায়গায়। প্রতিটি স্থানে ২দিন করে মেলা অনুষ্ঠিত হবে।

কলকাতায় শ্রমিক মেলা অনুষ্ঠিত হবে ২৭ ও ২৮শে জানুয়ারি যতীন দাস পার্কে।

এই মেলার বিভিন্ন স্টল থেকে শ্রমিক আইন সম্বন্ধে বিস্তারিত জানতে পারা যাবে। ন্যুনতম মজুরির ব্যাপারেও সচেতনতা বাড়ানো হবে। শ্রমিক পরিবারের লোকেরাও জানতে পারবেন কর্মস্থলে দুর্ঘটনা ঘটলে তাঁদের কি করনীয়। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ব্যাপারেও সচেতনতা ক্যাম্প থাকবে শ্রমিক মেলায়।

উল্লেখ্য, সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নানারকম সুবিধা প্রদানের পাশাপাশি, রাজ্য শ্রমিক দপ্তর অসংগঠিত ক্ষেত্রে দেড় কোটি শ্রমিককে ‘সামাজিক মুক্তি কার্ড’ প্রদান করার লক্ষ রেখেছে। সরকার বদলের পর রাজ্য শ্রমিক দপ্তর ৯০ লক্ষ সামাজিক মুক্তি কার্ড ইতিমধ্যেই প্রদান করেছে। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তৎকালীন বাম সরকার মাত্র ২৩ লক্ষ সামাজিক মুক্তি কার্ড প্রদান করেছিল।

 

Raising ATM withdrawal limit a “eyewash announcement”: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Monday dubbed as an “eyewash announcement” the hike in daily ATM withdrawal limits announced by the RBI and demanded all restrictions be lifted.

She maintained money is not available in banks.

“Government eye wash announcement. Money not available in banks. All restrictions should be withdrawn immediately,” tweeted Mamata Banerjee.

The RBI hiked the daily ATM withdrawal limit from Rs 4,500 to Rs 10,000 and doubled the weekly Current Account withdrawal limit to Rs 1 lakh.

 

এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বৃদ্ধি একটি “লোক দেখানো ঘোষণা”: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার রিজার্ভ বাঙ্কের ঘোষিত এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বৃদ্ধিকে একটি “লোকদেখানো ঘোষণা” বলেন। তিনি দাবি জানান অবিলম্বে টাকা তোলার ওপর সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার প্রত্যাহার করতে হবে।

তিনি ট্যুইট করে বলেন, “এটা সরকারের লোক দেখানো ঘোষণা, ব্যাঙ্কে টাকা নেই। এখনই সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার করা উচিত”

 

Below is her tweet:

Bengal’s sitalpati gets UNESCO recognition

Sitalpati from Cooch Behar district of Bengal has been recognised as an ‘Intangible Cultural Heritage’ by the United Nations Educational, Scientific and Cultural Organisation (UNESCO).

Bengal Chief Minister Mamata Banerjee’s untiring effort towards reviving the cultural heritage of the State and bringing it to the notice of the world has played a major role behind this recognition.

Weaving sitalpati mats (‘sitalpati’ translates to ‘cool mat’, from the fact that it helps to keep cool, be it as a mat for sitting on or to hang on doors or windows during summer) is an age-old cultural tradition of Cooch Behar region. It consists of weaving together the green cane slips of the murta plants, indigenous to the region. The gradual decline of sitalpati weaving was arrested by the proactive efforts of the Chief Minister to gain for it global recognition and thus, funds for its revival.

As a result, sitalpati has found a place in the UNESCO-sponsored Rural Craft Hub project, under which, at 10 locations in nine districts of the State, training and marketing centres and museums have been set up to help promote and market crafts indigenous to those regions, to national and international tourists.

Now, the traditional sitalpati-weaving families have earned respect and renown. Through 50 self-help groups (SHGs), promoted by the Department of Micro, Small and Medium Enterprises (MSME) of the State Government, the weavers have access to loans on easy terms.

They are given training to improve on the technical and marketing aspects. A museum showcasing the various types of sitalpati has been set up in Ghughumari, a well-known centre for the craft in Cooch Behar district. Importantly, the State Government is also promoting tourism centred on sitalpati.

Through these measures, the State Government is acting as a facilitator between the artistes and their crafts, and helping in bringing long-term stability to the craft and the craftspeople.

 

 

Image is representative

ইউনেস্কোর প্রশংসা পেল রাজ্যের মাদুর

ঐতিহ্যের পুনরুজ্জীবন করেছে রাজ্য। আর সেই উদ্যোগকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো।

বর্তমানে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের উদ্যোগে। এক বছর ধরে এই শিল্পের সঙ্গে জড়িত অন্তত ছয় হাজার কারিগর ঋণ পাচ্ছেন ব্যাঙ্ক থেকে। সরাসরি যাতে বিক্রি করা যায়, সেই ব্যাবস্থাও হয়েছে। আর এমন ঘটনাকেই দরাজ স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো।

‘ঐতিহ্যশালী কুটিরশিল্প’ হিসেবে স্বীকৃতি দিয়ে দফতরকে জানিয়েছে। বাংলার শীতলপাটি এখন বিদেশে পাড়ি দিচ্ছে। কারিগররা শীতলপাটি, মাদুর বিক্রি করে আর্থিকভাবে লাভবান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই জোয়ার এসেছে। শীতলপাটি, মাদুর বা শালপাতার থালা, প্লেট এখন লাভজনক ব্যাবসা। এই শিল্পকে স্বীকৃতি জানিয়ে বার্তা পাঠিয়েছে ইউনেস্কো। বস্তুত, বিদেশের বাজারে এই শিল্পকে তুলে ধরতে ব্যাপক সাহায্য করছে ইউনেস্কো।”

কোচবিহারের বিভিন্ন অংশে পাটি চাষ হয়। মাদুর কাঠির চাষ হয় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। কিন্তু ঘটনা হল, চাষের শুরুতেই একশ্রেণির মহাজন আগাম অর্থ দিয়ে কিনে নিত। মাদুর কাঠি বা শীতল পাটি শুকিয়ে গেলে সেই মহাজনরা কিনে নেন। একরকম বাধ্য হয়েই কম দামে পাটি, মাদুর বিক্রি করতে বাধ্য হতেন কারিগররা। কিন্তু সরকারি সাহায্য মেলায় সেই সমস্যা মিটেছে।

অন্তত ৫০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাঁদের সহজে ব্যাঙ্ক ঋণ পাওয়ারও ব্যাবস্থা করে দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও যন্ত্রসামগ্রীও দেওয়া হয়েছে। আবার সহজে বিক্রির জন্যও সরকারি সংস্থা এগিয়ে এসেছে।

কোচবিহারে শীতলপাটির সংগ্রহশালা তৈরি হয়েছে সরকারি উদ্যোগে। সংগ্রহশালাতে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের শীতলপাটি। এই শীতলপাটিকে কেন্দ্র করে পর্যটকদের আনাগোনাও বাড়ছে।

 

Biogas-driven buses to ply Kolkata soon

India’s first eco-friendly bus to run on biogas is going to debut in Kolkata in a few months.

As many as 12 60-seater non-AC buses running on human and animal waste would ply 12 routes in the city, starting with the 17.5-km Ultadanga-Garia route. Two other routes that have been decided are Ultadanga-Tollygunge and Ultadanga-Sector V (Salt Lake). Nine other routes are yet to be finalised.

The State Transport Department would run these buses, which are part of a Central project. Once the pilot run is successful, these biogas-run buses would be introduced on a bigger scale, across the country.

The buses would initially charge a nominal fare of Re 1, irrespective of the distance covered. Even later, the fares are expected to be extremely low, given a kg of biogas costs only Rs 30.

Biogas is a non-toxic, colourless and flammable gas that can be used as fuel for vehicles, cooking and generating electricity. It principally consists of methane.

 

কলকাতায় চালু হচ্ছে বায়োগ্যাস চালিত বাস

লাগামহীন দূষণ থেকে তিলোত্তমাকে মুক্তি দিতে এবার বায়োগ্যাস চালিত বাস নামাচ্ছে রাজ্য পরিবহন দপ্তর। দেশের মধ্যে কলকাতাতেই এই ধরনের বাস প্রথম যাত্রা শুরু করছে। ৩০ মার্চ থেকে এই বাসে চড়তে পারবেন শহরবাসী।

উল্টোডাঙা থেকে গড়িয়া – প্রায় ১৭.৫ কিলোমিটার রুটে চলবে এই বাস। উল্টোডাঙা-টালিগঞ্জ ও উল্টোডাঙা-সেক্টর ৫ পর্যন্ত দুটি রুট আপাতত চিহ্নিত হয়েছে। যে পথে বাসভাড়া বর্তমানে ১২ টাকা, বায়োগ্যাস চালিত বাসে সেই রুটের ভাড়া হবে ১ টাকা।

প্রথমে একটি, পরে ধীরে ধীরে এক ডজন বাস নামানো হবে শহরে। বর্জ্য পদার্থ থেকে উৎপাদিত জ্বালানিতে চলবে এই বাস। এক কিলোগ্রাম বায়োগ্যাসে নতুন বাসগুলি ২০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর জন্য খরচ হবে মাত্র ৩০ টাকা। নতুন ও বিকল্প জ্বালানি শক্তি মন্ত্রকের ভর্তুকিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কলকাতায় পরীক্ষামূলক যাত্রা সফল হলে রাজ্যজুড়েও এই পরিষেবার সূচনা হবে। বীরভূমের দুবরাজপুরে ফিনিক্স যে  বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করেছে সেখান থেকে ট্যাঙ্কারে করে ওই গ্যাস কলকাতায় এনে পাম্পে রাখা হবে। আপাতত ১০টি পাম্প বসানোর অনুমতি পাওয়া গেছে। প্রথম পাম্পটি হবে উল্টোডাঙায়। তবে এই বায়োগ্যাস চালিত বাসে কোনও এসি মেশিন থাকবে না।

Bengal CM wishes the people for Poush Sankranti, Lohri, Magh Bihu and Pongal

Bengal Chief Minister Mamata Banerjee has wished the people on the occasions of the harvest festivals of various communities.

Over today and yesterday, she has wished the people, through Twitter, on the occasions of Nabanna (Poush Sankranti), Lohri, Bihu (Magh or Bhogali Bihu) and Pongal.

Yesterday, she had also extended her best wishes to all pilgrims who had arrived in Bengal to travel to the island of Ganga Sagar, to take a holy dip at the confluence of the river Ganga and the Bay of Bengal and offer prayers in the Kapil Muni Temple, on the occasion of Makar Sankranti (called Poush Sankranti in Bengal).

 

পৌষ সংক্রান্তি, লোরী, মাঘ বিহু এবং পোঙ্গালের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

বিভিন্ন রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আজকের এই নতুন ফসল তোলার দিনে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল ও আজ টুইটারের সকলকে পৌষ সংক্রান্তি, লোরী, বিহু (মাঘ ও ভোগালি) ও পোঙ্গাল উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গতকাল সোশ্যাল মিডিয়ায় তিনি মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় আগত সকল তীর্থযাত্রীদেরও অভিনন্দন  জানিয়েছেন।

 

 

 

CPI(M) had ‘Harmads’ and BJP has ‘Jallads’: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today accused him of “removing crucial files” related to the notes ban. She also alleged that demonetisation was a “ploy to transform white money into black and black money into white”.

“They (Modi government) have turned the CBI into the Conspiracy Bureau of India and are using it for pursuing vendetta politics. The CBI has created a back office to come up with false evidence against our leaders to implicate them in chit fund cases,” she alleged.

Mamata Banerjee alleged that the CPI(M) had entered into a “political match-fixing” with the BJP as it was “under the Left rule that the chit funds had mushroomed in the state”.

“It was during the CPI(M) regime that Rose Valley and Saradha chit funds came into being. What were the SEBI and RBI doing then? Several top CPI(M) leaders were involved in the chit fund business but none of them was summoned. It only shows that the CPI(M) and the BJP have teamed up in Bengal,” she said.

 

 

সিপিএমের ছিল ‘হার্মাদ’, বিজেপির আছে ‘জল্লাদ’: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব ফাইল সরিয়ে ফেলা হয়েছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ নোট বাতিল সাদা টাকাকে কালো টাকায় রুপান্তরিত করার এক কৌশল।

তিনি বলেন, “ওরা সিবিআই কে কন্সপিরেসি ব্যুরো অফ ইন্ডিয়ায় পরিণত করে তা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে লাগাচ্ছে।  একটা ব্যাক অফিস তৈরি করেছে সেখানে আমাদের নেতাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগের প্রমাণ তৈরি করছে”।

সিপিএমএর সঙ্গে বিজেপির ম্যাচ ফিক্সিং হয়েছে। বাম আমলে রাজ্যে যখন চিট ফান্দ তৈরি হয়েছিল তখন ওরা কি করছিল?কেন পদক্ষেপ নেয়নি এই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “রোজ ভ্যালি, সারদা তৈরি হয়েছে সিপিএমের আমলে। সেই সময় আরবিআই, সেবি কেন চিট ফাণ্ড ব্যবসা করতে দিয়েছিল? অনেক সিপিএম নেতা এই চিট ফান্ডের সঙ্গে জড়িত। তাদের কেন তলব করা হচ্ছে না? এর থেকেই স্পষ্ট সিপিএম-বিজেপি বাংলায় একজোট হয়েছে”।

 

A destructive party is selling off the country: Mamata Banerjee

Coming down heavily on the Centre on the issue of demonetisation and political vendetta, Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today said everyone is suffering due to ‘Super Emergency’.

“Modi Babu bulldozed his decision. Institutions were not allowed to do their job. Whoever is speaking up is being silenced with fear-mongering. Agencies are hounding them,” she said.

“Within hours of announcement of demonetisation I raised my voice. Why did they introduce Rs 2000 notes after banning Rs 1000? People will ban Modi Sarkar soon,” the CM added.

She thundered, “They promised situation will normalise within 50 days. Nothing has improved. Are 50 days not over? Why are restrictions on withdrawal limit still in place?”

She said Trinamool cannot be scared by fear-mongering tactics. “They thought TMC is made of soft mud so even rats can dig it. We fight with tigers, we won’t get rattled by a push from rats,” the Chief Minister said.

She reiterated that CBI has become ‘Conspiracy Bureau of India’.

Highlighting the sufferings of people across all strata of society, she said the protests will continue and the next course of action will be decided after Gangasagar Mela.

Day 3 of Trinamool’s nationwide protests against demonetisation & political vendetta

Today was the third day of Trinamool’s nationwide protests against demonetisation and political vendetta by the Centre. A delegation of Trinamool MPs met the Honourable President today in Delhi.

From November 8, 2016, the day demonetisation was announced, Mamata Banerjee has been vocally protesting against the policy which has led to immense suffering of the people. She has been actively tweeting against the Narendra Modi government and has also addressed rallies in Delhi, Lucknow, Patna and Kolkata.

Trinamool MPs had been sitting on dharna for the last three days in Delhi. Similar dharnas were held in front of RBI office and CGO complex in Kolkata. Dharnas were held in Punjab, Manipur, Tripura, Bihar, Jharkhand, Odisha also.

Mamata Banerjee has given the slogan ‘Modi Hatao, Desh Bachao’ and demanded that a ‘National Government’ be formed to save the country from this mess.

 

নোট বাতিল ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদের আজ তৃতীয় দিন

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্ত ও কেন্দ্রের প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে তৃণমূলের দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের আজ ছিল তৃতীয় দিন।

আজ দিল্লিতে দুপুর ২ টোয় তৃণমূল সাংসদদের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন।

২০১৬-র ৮ নভেম্বর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিলের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার। টুইটারেও তিনি মোদীর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একইসঙ্গে দিল্লি, লখনউ, কলকাতা ও পাটনার জনসভাতেও তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

গত ৩ দিন ধরে তৃণমূল সাংসদরা নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লীর সাউথ অ্যাভিনিউতে ধর্ণায় বসছেন। ধর্ণা হয় কলকাতার সিজিও কমপ্লেক্স ও রিজার্ভ ব্যাংকের সামনেও। পাঞ্জাব, বিহারের কিষাণগঞ্জ, মনিপুর, ত্রিপুরা, আসাম ও ঝাড়খণ্ডেও চলেছে প্রতিবাদ।

দেশকে রক্ষার স্বার্থে ইতিমধ্যেই জাতীয় সরকার গঠনের দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ‘মোদী হাঠাও, দেশ বাঁচাও’ স্লোগানও দিয়েছেন মুখ্যমন্ত্রী।