Three lakh acre more land roped in for State irrigation programme

The Bengal government has brought in an additional three lakh acre of agricultural land under its irrigation programme, with the objective of helping farmers for better cultivation at a time when they are facing hardships due to demonetisation of high value notes.

The state Irrigation minister said: “Around 12.43 lakh acre of land has been brought under the irrigation project and there will be no shortage of water supply for cultivation of Rabi and Boro crops. In the current fiscal, three lakh acres more has been brought under the irrigation programme.”

Interestingly, a lakh of the newly-acquired three lakh acre is in the Jangalmahal area. This is the highest in the decade that 12.43 lakh acre land has been brought under the irrigation project.

The Minister said that farmers are facing troubles due to demonetisation. Keeping the situation in mind, the step has been taken so that they do not have to worry about the requisite quantity of water for cultivation. He further said that the World Bank has given its clearance for the project where the state government would carry out de-siltation of Lower Damodar river and its channels. Once completed, flood in parts of Howrah, Hooghly, Bankura and Burdwan districts will become a thing of the past.

He also criticised the Centre, saying that it is reducing its share of funds for different projects in the state. Earlier, the Centre-state expenditure ratio for a project used to be 75:25, respectively. But now, the state has to bear 50 percent of the project costs and in some cases the state provides 75 percent of the project cost, while the Centre gives only 25 per cent.

 

 

আরও তিন লক্ষ একর জমি সেচ প্রকল্পে যুক্ত করলো রাজ্য

 

নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্য করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য সরকার আরও তিন লক্ষ একর চাষের জমিকে সেচের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। উল্লেখযোগ্য, এই তিন লক্ষ একর জমির মধ্যে এক লক্ষ একর জমিই জঙ্গলমহলে।

রাজ্যের সেচমন্ত্রী বলেন, “আনুমানিক ১২.৪৩ লক্ষ একর জমিকে সেচের আওতায় আনা হয়েছে। রবি ও বোরো শস্যের চাষের সময় কোনও ধরণের জলের ঘাটতি হবে না। চলতি অর্থবর্ষে তিন লক্ষ একর চাষের জমিকে সেচের আওতায় আনা হয়েছে।”

তিনি আরও বলেন, কৃষকরা নোটবাতিলের ফলে ক্ষতিগ্রস্ত। এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কৃষকদের পর্যাপ্ত পরিমাণে জল পাওয়ার জন্য দুশ্চিন্তা করতে না হয়।

মন্ত্রী আরও বলেন, বিশ্ব ব্যাঙ্ক ইতিমধ্যেই দামোদর নদীর ডি-সিল্টেশন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বাঁকুড়া, বর্ধমান, হাওড়া ও হুগলী জেলায় বন্যার সমস্যা কমবে।

কেন্দ্রের কড়া সমালোচনাও করেন সেচমন্ত্রী। এতদিন কোনও প্রকল্পের ৭৫ শতাংশ খরচ বহন করত কেন্দ্র, বাকিটা দিত রাজ্য। কিন্তু বর্তমানে রাজ্য সরকারকে ৫০ শতাংশ খরচ, এমনকি কোনও কোনও প্রকল্পে ৭৫ শতাংশও, বহন করতে হচ্ছে।

 

infrastructure bengal

Bengal to set up 177 new Power Sub-stations in 2 years

The state Power department has decided to set up around 177 sub-stations across the state to provide high quality electricity and also to address low voltage problems that still persist in some areas.

State Power minister Sobhandeb Chattopadhyay on Thursday said that around 177 sub-stations of varied capacities will be constructed in the next two years. The main purpose of this initiative is to provide quality electricity to people. Setting up of new sub-stations will also solve the problems of low voltage in some parts of the state.

The minister also reminded that around 44 sub-stations were being constructed in 2016-17, many of which have already been constructed. Altogether, 640 sub-stations have so far been set up in the state.

After coming to power, the Mamata Banerjee-government has done a great deal of work to construct sub-stations so that problems related to electricity, which were a major cause of concern during the Left Front government, could be mitigated. It may be mentioned here that Bengal was the first among the other states to complete the project of rural electrifications. Apart from a few villages, all villages across the states were already brought under the coverage of electricity.

It may be mentioned here that the number of customers of West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL) has gone up to 170 lakh from 85 lakh of 2011.

 

 

আগামী দুবছরে ১৭৭টি নতুন বিদ্যু९ সাবস্টেশন তৈরী করবে রাজ্য

রাজ্য জুড়ে লো-ভোল্টেজের সমস্যা মেটাতে এবং মানুষকে উ९কৃষ্ট মানের বিদ্যু९ সরবরাহ করার লক্ষ্যে ১৭৭টি নতুন বিদ্যু९ সাব-স্টেশন তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিদ্যু९ দপ্তর।

বৃহস্পতিবার বিদ্যু९ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগামি দুবছরে মোট ১৭৭টি সাব স্টেশন তৈরী হবে রাজ্যে। এগুলি তৈরী করার প্রধান উদ্দেশ্য হল মানুষকে উ९কৃষ্ট মানের বিদ্যু९ জোগান দেওয়া। এই প্রকল্পগুলির কাজ শেষ হলে লো-ভোল্টেজের সমস্যাও অনেকটা আয়ত্তে আসবে।

মন্ত্রী আরও জানান, ২০১৬-১৭ সালে প্রায় ৪৪টি সাব স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার মধ্যে অনেকগুলি ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে রাজ্যে ৬০৪টি সাব স্টেশন নির্মিত হয়েছে।

ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সাব স্টেশনের পরিকাঠামো বদল করার একটি চুক্তি করেছিল। বাম আমলে সবচেয়ে বড় সমস্যা এখন অনেকটাই সমাধান হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গ্রামীণ বিদ্যুতায়নের ক্ষেত্রে বাংলা সব রাজ্যের তুলনায় এগিয়ে। কয়েকটি গ্রাম ছাড়া রাজ্যের অধিকাংশ জায়গায় বিদ্যু९ পৌঁছে গেছে।

এটা উল্লেখযোগ্য যে ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিদ্যু९ নিগমের (WBSEDCL) গ্রাহক সংখ্যা ছিল ৮৫ লক্ষ বর্তমানে এই সংখ্যা ১৭০ লক্ষ।

 

 

WB Govt bringing new Bill for the conservation of wetlands

In a bid to strengthen the regulatory framework for the conservation of the East Kolkata Wetlands, the Bengal Government is planning to introduce a Bill, titled ‘The East Kolkata Wetland (Conversion and Management) Amendment Bill, 2017’ during the ongoing Budget Session.

Chief Minister Mamata Banerjee has often highlighted the need for strict administrative vigilance regarding the protection of wetlands in the State, and this Bill is a result of that.

The conservation of the East Kolkata Wetlands is essential for preserving the balance of nature, as it acts, among other things, as a natural waste management system for the city of Kolkata. During the previous Left Front Government, significant portions of the East Kolkata Wetlands were filled up illegally for the construction of houses. This Bill would help in the safeguarding of this natural urban waste management system.

 

জলাজমি সংরক্ষণের ক্ষেত্রে নতুন বিল আনছে রাজ্য

জলাশয়গুলিকে সংরক্ষণ করার ক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বিধানসভায় বাজেট অধিবেশনে জলাশয় সংরক্ষণ বিল এনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে উদ্যোগী হল রাজ্য সরকার।

এই বিলে ‘জলাশয় সংরক্ষণ কমিটি’ গঠন করার কথা বলা হয়েছে। ‘দি ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল-২০১৭’ র মধ্যে দিয়ে জলাশয়গুলিকে রক্ষা করে রাজ্যবাসীর স্বার্থে সেগুলিকে সংরক্ষণ করা সরকারের মূল লক্ষ্য।

বাম আমলে যেখানে একের পর এক জলাশয় বুজিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে নির্মাণ কাজ চলেছিল, তার ফলে পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরই এই দিকটি বিশেষভাবে নজর দেওয়া হয়।

 

Picture source: wikimapia.org

 

Bengal Transport Dept to launch electric buses, gear up road safety measures

The state Transport department would ply CNG buses all across the state besides introducing electric buses in Rajarhat, Bidhannagar and New Town.

The state Transport department minister, in the Assembly on Wednesday, said that CNG buses will ply all across the state. One bus will cost around Rs 1 crore, but its maintenance cost will be much less compared to those of the diesel-run buses. Moreover, the fuel cost will be much cheaper as gas costs lesser than diesel.

At present, some CNG buses ply in Asansol and Durgapur. Moreover, 10 electric buses would be plying in Rajarhat, Bidhannagar and New Town. The Minister further said that steps have also been taken to ensure ambulance facilities in Sundarbans. This comes at the time when the Transport Corporations have been revived after incurring loss for the past many years.

The Bengal Government has allotted Rs 50 crore to the state Transport department for further implementation of “Safe Drive Save Life” campaign across the state.

The Kolkata Police, each of the police Commissionerates and police department of each district have been allotted funds to  implement “Safe Drive Save Life” campaign and to take other necessary steps to curb the rate of accidents in their respective areas.

Steps have been taken to install surveillance at strategic locations and at the same time, District Magistrates and Superintendents of police of all the districts were asked to file a report by identifying the accident prone zones. Necessary measures will be taken based on their reports.

Steps were also taken to install surveillance cameras, even at the places where checking of vehicles are carried out to give certificate of fitness.

 

 

ইলেকট্রিক বাস চালু করবে রাজ্য সরকার, জানালেন পরিবহণ মন্ত্রী

রাজ্য জুড়ে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) বাস চালাবে রাজ্য সরকার। পাশাপাশি রাজারহাট, বিধাননগর, নিউটাউনেও চলবে ইলেকট্রিক বাস।

বুধবার রাজ্য বিধানসভায় পরিবহনমন্ত্রী জানান এবার থেকে রাজ্য জুড়ে সিএনজি পরিচালিত বাস চলবে। এক একটি বাসের জন্য খরচ হবে ১ কোটি টাকা। তবে ডিজেল চালিত বাসের তুলনায় এই ধরনের বাসগুলির রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম। এছাড়া জ্বালানী খরচও অনেক কমে যাবে।

সম্প্রতি আসানসোল-দুর্গাপুরে প্রথম এই ধরনের দূষণমুক্ত বাস চলছে। এছাড়া, সল্টলেক-নিউটাউন এলাকায় ১০টি সিএনজি বাস চালানো হবে। আগামিদিনে সুন্দরবন এলাকায় ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর ভাবনাও রয়েছে।

সমগ্র রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য পরিবহন দপ্তর।

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ ইতিমধ্যেই কার্যকরী ভুমিকা নিয়েছে। প্রতিটি জেলায় এই প্রকল্পের জন্য তহবিল গড়া হয়েছে। কলকাতা পুলিশ, পুলিশ কমিশনারেট এবং পুলিশ ডিপার্টমেন্ট এই খাতে প্রচারের জন্য অর্থ বরাদ্দ করেছে। এছাড়া সিসিটিভি বসিয়ে নজরদারি বাড়ানো হয়েছে।

 

 

Bengal Govt starts new schemes to augment fish cultivation in north Bengal

Bengal government has started some new schemes to augment fish production in north Bengal where pisciculture could not be done in large scale.

In addition to these schemes, the state Fisheries department is also procuring the most advanced satellite images through which the department officials will be able to assess the condition of various water bodies across the state.

Water quality mapping is an important factor in the production of fishes. An increase in fish production depends on the water quality. A host of parameters such as dissolved oxygen content in water, chlorophyll, water turbidity, water depth etc plays a vital role.

Fish production in north Bengal has comparatively been low and hence several steps have been taken to boost the pisciculture there. The department has started to put fishlings into rivers and government ponds. They were distributing free food for feeding small fishes. Fish farmers are being provided training on how to apply scientific methods to cultivate fishes. Food is being distributed for feeding small fishes completely free of cost.

After carrying out a study, it has been observed that most of the fish cultivators do not feed the fish sufficiently and as a result of this, the growth of the fishes is not up to the mark. The state government is conducting awareness camps to inform the farmers how to detect diseases of the fishes and boost fish growth. The department has already chosen some government ponds for cultivating fish.

Fishlings have been put into different ponds across North Bengal and also in rivers like Teesta, Torsha, Kalijani, Karla, Jaldhaka, Sankosh and others. Awareness campaigns in local areas has been started where tea gardens exist, so that people learn to avoid using the river water to clean the spray machines after using them for pest control purposes. It was learnt that around 6,000 ton of fish are currently produced in Jalpaiguri and Alipurduar districts annually.

To increase the fish production, the satellite images would help the department in many ways. The department will procure current satellite data to know the exact contents of a particular waterbody. It will also help understand the nature and quality of each waterbody.

 

উত্তরবঙ্গে মাছচাষ বৃদ্ধির উদ্যোগ রাজ্য সরকারের

উত্তরবঙ্গের যেসব অঞ্চলে বড় আকারে মাছ চাষ সম্ভব নয়, সেই সব অঞ্চলে মাছচাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই প্রকল্পে রাজ্য ম९স্য দপ্তরের তরফে আধুনিক প্রযুক্তি ব্যাবহার করছে। এই প্রযুক্তিতে সারা রাজ্যে যত জলাশয় আছে তার স্যাটেলাইট মারফত ছবি ম९স্য দপ্তরের আধিকারিকদের কাছে চলে যাবে। এছাড়াও জলাশয়গুলির জলের গুনমানও জানা যাবে প্রযুক্তির সাহায্যে।

মাছ চাষের জন্য জলের গুনমান বিচার খুব জরুরি বিষয়। জলাশয়ের অনেক গুরুত্বপূর্ণ মাপকাঠির ওপর নির্ভর করে মাছচাষ। যেমন, জলে অক্সিজেনের পরিমান, ক্লোরোফিলের মাত্রা, জলের গভীরতা ইত্যাদি।

মাছ উ९পাদন উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম। তাই, সেখানে মাছ উ९পাদন বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মৎস্য দপ্তর তিস্তা, তোর্সা, কালিজানি, কারলা, জলঢাকা, সঙ্কশ নদী ও রাজ্য সরকারের অধীন পুকুরগুলোতে চারা মাছ ছাড়ছে। মাছ চাষে অত্যাধুনিক পদ্ধতি ব্যাবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাছচাষিদের।

একটি সমীক্ষার মাধ্যমে জানা গেছে মাছ চাষিরা বেশির ভাগ ক্ষেত্রেই মাছেদের উপযুক্ত পরিমানে খাবার দেয় না। তাই, ছোট মাছের খাদ্যও বিনামূল্যে বিতরণ করছে। মাছের রোগ চিহ্নিত করার তালিমও দেওয়া হবে এই প্রশিক্ষণে। এর ফলে ফলন বাড়বে।

 

 

Bengal CM conducts her first administrative review meeting at new district Kalimpong

Bengal CM Mamata Banerjee conducted the first administrative review meeting at new district Kalimpong on Wednesday. On 14 February, Kalimpong was declared as the 21st district of the State. She said that her government would showcase it on the lines of Darjeeling.

“Everyone is very happy with the new district. All officials were present and participated at the meeting.” she told reporters after the administrative meeting.

“We had positive discussions regarding developmental projects that will be taken up in the new district,” she said.

She said that many tourists visit Darjeeling. But Kalimpong also has a number of tourist spots which would be showcased.

The CM had announced a slew of development projects for the newly-created district and said that a Rs 220 crore road link project would be taken up to connect Kalimpong with Sikkim via the old Silk Route.

She had said that a Rs 50 crore water supply project by the public health engineering department will be taken up soon to address Kalimpong’s water scarcity problem.

After the meeting the Bengal CM announced that the two existing task forces, the Terai-Dooars Unnayan Parishad and the Terai-Dooars Adivasi Unnayan Parishad, will be transformed into separate development boards.

 

নতুন জেলা কালিম্পঙে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

বুধবার নতুন জেলা কালিম্পঙে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজ্যের ২১তম জেলা হিসাবে মানচিত্রে জায়গা করে নেয় কালিম্পং৷

নতুন ১৫টি বোর্ডের কাজকর্ম নিয়ে সবিস্তারে আলোচনা হয় বুধবার৷ কীভাবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য বোর্ডগুলি কাজ করবে, তার রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, “সকলে নতুন জেলা পেয়ে খুব খুশি। সব কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন”।

তিনি আরও জানান, “নতুন জেলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ। দার্জিলিং-এ অনেক পর্যটক আসেন কিন্তু কালিম্পঙেও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে”।

ইতিমধ্যেই নতুন জেলার জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়নের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কালিম্পঙের জন্য একটি জল সরবরাহ প্রকল্প চালু করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।

এছাড়া অতীতে গঠিত দুটি টাস্ক ফোর্সকে বোর্ডে রূপান্তরিত করা হবে। এগুলি হল – তরাই-ডুয়ার্স উন্নয়ন পরিষদ ও তরাই-ডুয়ার্স আদিবাসী উন্নয়ন পরিষদ।

 

 

Bengal is rising to make its mark globally: Mamata Banerjee

To highlight the progress made by West Bengal over the five and a half years, Chief Minister Mamata Banerjee today released a video of about seven minutes on her Facebook Page.

The video showcases the landmark successes in fields such as agriculture and farming, industries, urban development, tourism, education and research and various other social sector projects.

It must be noted that Bengal is higher placed than many other states in several parameters and developmental statistics show Bengal performing better than India as a whole.

Chief Minister Mamata Banerjee’s Facebook post:

We have showcased the best of Bengal to the rest of the world.

From agriculture to industry to service sector to social sector, Bengal is now ahead of the country as a whole in several key growth parameters.

Bengal is rising, to make its mark globally.

You can enjoy this video to get a glimpse of Bengal’s success, by clicking here: goo.gl/3khPMx

 

বিশ্বসেরা হওয়ার পথে এগিয়ে চলেছে বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

গত পাঁচ বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলার সাফল্য তুলে ধরতে আজ ফেসবুকে একটি ৭ মিনিটের ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিডিওটিতে কৃষি, শিল্প, নগর উন্নয়ন, পর্যটন, শিক্ষা ও অন্যান্য সামাজিক প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে।

বিভিন্ন মাপকাঠি দিয়ে বিচার করলে অনেক ক্ষেত্রেই দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক এগিয়ে বাংলা। উন্নয়নের নিরিখে বাংলা সামগ্রিকভাবে সারা দেশকেও অনেক পিছনে ফেলে দিয়েছে।

তাঁর ফেসবুকে লেখা পোস্টটি –

আমরা বাংলার সেরা দিকগুলি বিশ্বের সামনে তুলে ধরলাম।

কৃষি থেকে শিল্প, পরিষেবা ক্ষেত্র থেকে সামাজিক ক্ষেত্র – সব দিক দিয়েই বাংলা এখন সারা দেশের থেকে এগিয়ে আছে।

বিশ্বসেরা হওয়ার পথে এগিয়ে চলেছে বাংলা।

 

 

 

Bengal Tourism’s Go-Fishing Project to help people experience fisher folk lifestyle

West Bengal Tourism Development Corporation (WBTDC) has started their ‘go-fishing’ project, which will unravel a natural ‘real time’ fishing experience for the urban populace. The half-a-day trip to river will open the door to explore rural Bengal, state tourism department hopes.

In two separate trips – Namkhana, South 24 Parganas and Gadiara, Howrah were recently launched by WBTDC and have become very popular. Besides popularising the fishing trends of rural Bengal among the urban people, the government also sees the holistic benefits of such project. The Bay of Bengal basin contains one of the richest fish source in India. The bulk of the population depends on fishing, but the nature could only provide them a meagre living.

Most of the Bengali fisher folks are living below the poverty line. But the numbers of the fishermen are growing with time as it is the only suitable profession there. The experts also believe that rising level of sea is also encourages the neighbourhood to take fishing as their only profession. Such projects, taken by WBTDC help out the poor fishermen and their families to live a good life and earn some extra money apart from their regular earnings. Bengal Chief Minister Mamata Banerjee’s government took the development of the coastline a few years ago.

The go-fishing is worlds apart from stereotypical tourism package which could not only bring an outstanding experience for tourists, but raise a new hope for the poor fishermen’s tomorrow. The cost of the trip is pocket-friendly. It will cost only Rs 1,150 for a tourist. The journey will start from the state Tourism centre. At around 7:30 am, the tourists will leave the Tourism centre with packed breakfast. The team of tourists will reach Namkhana at around 11 am. They will be taken to the waterfront and then to the fishing boats. After a brief tea session on the boats, they will join hands with the fishermen. All the tourists have to bring their personal fishing equipment including fishing rod. The local folk singer will be there to sing. Tourists can gorge on local Bengali cuisine prepared by the fishermen’s wives. WBTDC will arrange packaged drinking water on board. At around 3.30 pm, the tourists will come back to the shore. They will take the buses to come back to Kolkata by 6.30 pm.

 

মৎস্য শিকারীদের জন্য চালু হল ‘গো-ফিশিং’

মৎস্য শিকারীদের জন্য ‘গো-ফিশিং’ প্রকল্প নিয়ে এল রাজ্য পর্যটন দপ্তর। এই প্রকল্পের মাধ্যমে তারা মাছ ধরার আসল অভিজ্ঞতা লাভ করতে পারবেন। একটি অর্ধদিবসের নদী ভ্রমণের মাধ্যমে পর্যটকরা গ্রাম বাংলাকে আরও ভাল করে চেনার সুযোগ পাবেন।

দু’টি পৃথক স্থান ঠিক করা হয়েছে এই অর্ধদিবসের ‘গো-ফিশিং’ ভ্রমণের জন্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ও হাওড়া জেলার গাদিয়াড়া। শুধুমাত্র যে এই প্রকল্পের মাধ্যমে গ্রামবাংলার মাছধরার জনপ্রিয়তা শহরবাসীদের কাছে বাড়বে, তা নয়। পাশাপাশি এই ধরনের প্রকল্পে পর্যটক সামগ্রিক আনন্দ লাভ করবে।

বেশির ভাগ মৎস্যজীবী দারিদ্রসীমার নিচে বাস করে। তা সত্ত্বেও মৎস্যজীবীদের সংখ্যা বেড়ে চলেছে। কারণ, ওইসকল অঞ্চলে আর সেই অর্থে জীবিকা কিছু নেই। বিশেষজ্ঞরা আবার এও মনে করেন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের জল বেড়ে যাওয়ার কারনেই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলের মানুষরা মাছ ধরাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন। রাজ্য সরকারের এই উদ্যোগে দরিদ্র মৎস্যজীবীরা তাদের দৈনিক আয়ের পাশাপাশি আরও কিছু অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার কয়েক বছর আগেই সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নের কাজ শুরু করেছেন।

এই ‘গো-ফিশিং’ প্রকল্প একঘেয়ে ট্যুর প্যাকেজের থেকে একদম আলাদা। এই প্রকল্পে পর্যটকদের চিত্ত বিনোদনের পাশাপাশি দরিদ্র মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষও বেশ কিছু নতুন আশার আলো পাবেন।

এই ট্যুরের খরচ সাধারন মানুষের আয়ত্তের মধ্যেই। জন পিছু ১১৫০ টাকা লাগবে এই ভ্রমণে। সকাল ৭.৩০-এ রাজ্য পর্যটন দপ্তর থেকে এই যাত্রা শুরু হবে, প্রত্যেককে প্যাক করা জলখাবার দেওয়া হবে। তারা নামখানা পৌঁছবেন আনুমানিক বেলা ১১ টায়। এর পর তাদের মাছ ধরার নৌকোয় নিয়ে যাওয়া হবে।

নৌকোয় চা পানের পর পর্যটকরা মৎস্যজীবীদের সহযোগিতা করবেন। প্রত্যেক পর্যটককে তার নিজস্ব মাছ ধরার সামগ্রী নিয়ে যেতে হবে। স্থানীয় লোকশিল্পীরা ওখানে সঙ্গীত পরিবেশন করবেন। খাবার ও পানীয় জলের ব্যাবস্থা থাকবে। বিকেল ৩.৩০  নাগাদ যাত্রীরা বাসে ফিরে আসবেন ও সন্ধ্যা ৬.৩০ এ কলকাতা ফিরবে।

 

Image is representative.

Foundation laid for housing complex solely made for Bengal Govt employees

The foundation of ‘Akhankha’ housing complex at New Town was laid on Tuesday. This is the housing complex solely made for state government’s non-executive employees.

The state Housing department initiated the project, in which 447 flats have already been allotted out of 500 flats. The work will be initiated soon. The project will be completed by 2019.

There are many State government employees who work tirelessly but could not build their homes. The previous government did not think about those employees. Now, the present government has planned this project for them.

 

রাজ্য সরকারি কর্মীদের জন্য আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল

নিউ টাউনে ‘নন-এক্সিকিউটিভ’ সরকারি কর্মীদের জন্য মালিকানাভিত্তিক আবাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল মঙ্গলবার। আবাসনটির নাম রাখা হয়েছে ‘আকাঙ্খা’।

রাজ্য আবাসন দপ্তরের এই প্রকল্পে মোট ৫০০ ফ্ল্যাটের মধ্যে ইতিমধ্যেই ৪৪৭টি ফ্ল্যাট বণ্টন করা হয়ে গেছে। এই প্রকল্পের কাজ ২০১৯ সালের মধ্যে শেষ হয়ে যাবে।

অনেক রাজ্য সরকারের কর্মী নিজের বাসস্থান তৈরি করে উঠতে পারেন না। আগের সরকার রাজ্য সরকারি কর্মীদের এই সমস্যার জন্য কিছুই করেনি। বর্তমান সরকার তাই সরকারি কর্মীদের জন্য এই প্রকল্প শুরু করেছে।

 

Image is representative

Bengal Govt takes initiative to install Emergency Alert System in fishing trawlers

To protect the lives of fishermen at the time distress while sailing in the sea, the Bengal Fisheries department has taken a unique initiative to install emergency alert system in all the fishing trawlers.

In some trawlers, the distress alarm technology has been used but the government has a plan to set up the device in all the fishing trawlers in the state. Through the emergency alert system, the fishermen can draw the attention of the Coast Guard if there is any danger in the sea or in case of a natural calamity.

The fishermen have to press a distress alarm and the message will be automatically delivered to the Coast Guard officials and they would be able to take prompt action to help the fishermen in distress.

The State Fisheries department will install the emergency alarms in all the fishing boats. The work has already started. The department is also conducting awareness drive among the fishing folk to check the misuse of distress alarm. If the distress alarms are misused, it would be difficult for the rescue team to track down the fishing boat which is actually in distress.

The State Fisheries department is working on how to check the misuse of the distress alarm. An awareness campaign would be conducted among the fishing community so that they do not trigger emergency alarm without a purpose. The department is also contemplating on imposing a fine on the owners of the trawlers if they are found misusing the distress alarm, despite of the campaign. The department will take the final decision in this regard.

A fine may be imposed on the owners of the fishing trawlers in case of misuse. The state government may also cancel the license of the fishing trawlers if there are repeated incidents of misuse of the distress alarm by a particular trawler in addition to the fines. In few occasions, it has been noticed that fishermen press the distress alarm without a valid reason.

The Bengal government also announced financial benefits to the family members in case a fisherman dies due to an attack by pirates in the sea. The deceased’s family members would be given Rs 2 lakh.

The Fisheries department is also giving financial assistance to the fishing community during the off season. The new schemes have improved the socio-economic condition of the fishing community in the state. A pension scheme has also been introduced by the state government to improve the quality of life of people involved in fishing.

 

রাজ্য সরকারের উদ্যোগে মাছ ধরার ট্রলারগুলিতে এবার ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’ বসানো হবে

যে মৎস্যজীবীরা নিজেদের জীবন বিপন্ন করে সমুদ্রে মাছ ধরতে যান তাদের সুরক্ষা নিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিল রাজ্য মৎস্য দপ্তর। এখন থেকে মাছ ধরতে যাওয়ার ট্রলারগুলিতে ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’ বসানো হবে।

বর্তমানে কিছু ট্রলারে এই ব্যাবস্থা আছে। কিন্তু রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী এবার সব ট্রলারে বসানো হবে এই ‘এমারজেন্সি এলার্ট সিস্টেম’। এর ফলে মৎস্যজীবীরা যেকোনও প্রতিকূল অবস্থায় উপকুলরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এই যন্ত্রের একটি বোতাম টিপলেই উপকুলরক্ষী বাহিনীর আধিকারিকদের কাছে তার বার্তা পৌঁছে যাবে।

ট্রলার ছাড়াও মাছ ধরার ছোট নৌকোগুলিতেও এই যন্ত্র বসানো হবে। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মৎস্যজীবীদের সচেতন করতে কিছু প্রশিক্ষণ কর্মসূচীও গ্রহণ করেছে মৎস্য দপ্তর।

রাজ্য সরকার আগেই ঘোষণা করেছেন জলদস্যুর হাতে কোনও মৎস্যজীবীর মৃত্যু হলে তার পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

মৎস্য দপ্তর মৎস্যজীবীদের অফ-সিজনে আর্থিক সাহায্যও করে থাকে। মৎস্যজীবীদের জন্য একটি পেনশন প্রকল্পও চালু করেছে রাজ্য সরকার।