November 24, 2017
24 November 2017
পাহাড়ে স্থায়ী শান্তির লক্ষ্যে শিল্প সম্মেলন, পর্যটন উৎসব
৮ জুনের পর আর আমরা পাহাড়ে আসা হয়নি। আমায় ওরা আমন্ত্রণ করছেন। এবার আমি পাহাড়ে যাব। যদিও এই পিনটেল ভিলেজ পাহাড়ের অংশ। এখানে জি টি এ চুক্তি হয়েছিল। আমি খুব খুশি পাহাড়ে শান্তি ফিরেছে। পাহাড় সমতল একসঙ্গেই চলবে। আন্তরিকভাবে আমরা উন্নয়নের কাজ করে যাব।