November 7, 2017
Supreme Court’s Road Safety Committee lauds Bengal for Safe Drive Save Life campaign

The Road Safety Committee of the Supreme Court has specially acknowledged Chief Minister Mamata Banerjee’s brainchild, the Safe Drive Save Life campaign, for reducing road accidents in Bengal.
As a part of the programme, the state Transport department has taken several steps ensuring a fall in the number of fatal accidents in the state.
In another move as a part of road safety measures, an integrated centre has come up at Behala in Kolkata to ensure automatic vehicle testing and certification, and automatic system of driving eligibility test for issuing license.
Source: Millennium Post
সুপ্রিম কোর্টের পথ নিরাপত্তা কমিটি প্রশংসা করল রাজ্যের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা অভিযানের মাধ্যমে রাজ্যে পথ দুর্ঘটনা কমেছে ব্যাপক হারে। এর জেরেই, সুপ্রিম কোর্টের পথ নিরাপত্তা কমিটি প্রশংসা করল রাজ্যের এই উদ্যোগের।
‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অভিযানের অংশ হিসেবে রাজ্য পরিবহণ দপ্তর প্রচুর পদক্ষেপ নিয়েছে যার ফলে কমেছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা।
পথ নিরাপত্তার অন্য আরেকটি পদক্ষেপ হিসেবে বেহালাতে একটি কেন্দ্র খোলা হয়েছে যেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ির টেস্টিং হবে ও শংসাপত্র মিলবে। এবং আরেকটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ড্রাইভিং পরীক্ষা করে প্রদান করা হবে লাইসেন্স।